জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ প্রকাশ করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২০ সালের অনার্স ৪র্থ বর্ষের নিয়মিত ও বিশেষ পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।যে সকল শিক্ষার্থী বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ৪র্থ বর্ষ লেখাপড়া করে তারা এই রুটিন দেখতে পারেন। আমাদের এই অনুচ্ছেদ সম্পূর্ণ সাজানো হয়েছে অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার রুটিন নিয়ে।
তবে আজ আমরা মূলত আলোচান করব অনার্স ৪র্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় সূচি নিয়ে। এর আগে আমাদের ওয়েব সাইট অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সময় সূচি প্রকাশ করেছে। সে আজ আমার এই অনুচ্ছেদে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় সূচি নিয়ে আলোচনা করব। মূল পরীক্ষা শেষ হবার পর মূলত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শুরু হবে। অনার্স ৪র্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সকল তথ্য পেতে আমদের ওয়েব সাইট ভিজিট করতে পারেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার রুটিন ২০২২
আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার রুটিন খুজছেন? আপনার চিন্তাকে দূর করার জন্য আমরা নিয়ে এসেছি অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সকল তথ্য সমূহ। আমরা শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে যে কোন পরীক্ষার রুটিন থেকে শুরু করে যাবতীয় তথ্য উপাত্ত আপনাদের সামনে উপস্থাপন করে থাকি । আজও আমার আপনাদের সামনে নিয়ে এসেছি অতি গুরুত্ব পূর্ণ অনার্স ৪র্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সকল তথ্য সমূহ।
অনার্স ৪র্থ বর্ষের মূল বিষয় সমূহের পরীক্ষা শেষ হওয়ার পর মূলত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শুরু হবে। আগামী ১০ মার্চ থেকে ২ এপ্রিল ২০২২ পর্যন্ত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটে পরীক্ষার স্থান বা কেন্দ্রের তালিকা পরে জানিয় দেওয়া হবে। পরীক্ষার নাম ও ঠিকানা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য আপডেট জানতে জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্ব ওয়েব সাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েব সাইট আপনি সকল পরীক্ষার রুটিন সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য পাবেন। অনার্স ৪র্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সকল তথ্য গুলি নিচে দেওয় হলঃ
পরীক্ষাঃ | অনার্স ৪র্থ বর্ষ |
বিশ্ববিদ্যালয়ঃ | জাতীয় বিশ্ববিদ্যালয় |
ব্যবহারিক ও মৌখিক পরিক্ষা শুরুঃ | ১০ মার্চ ২০২২ |
পরিক্ষা শেষঃ | ২ এপ্রিল ২০২২ |
পরীক্ষার কেন্দ্রের তালিকাঃ | বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটে জানিয়ে দেওয়া হবে। |
জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটঃ | http://www.nu.ac.bd |
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার রুটিন ২০২২

অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা সহ যে কোন তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nubd.info) পাওয়া যাবে। পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য জানানো হয়েছে। মৌখিক/ব্যবহারিক পরীক্ষার জন্য নিয়ােগপ্রাপ্ত বহিঃপরীক্ষকগণ কোন কলেজ কেন্দ্র পরীক্ষা নিবেন তা মােবাইলের ক্ষুদে বার্তার মাধ্যমে জানানাে হবে। মৌখিক/ব্যবহারিক পরীক্ষার নিয়ােগপত্র বহিঃপরীক্ষকগণের স্ব স্ব TMIS Profile থেকে ডাউনলােড করার জন্য অনুরােধ করা হয়েছ। একই সাথে সংশ্লিষ্ট কেন্দ্র কলেজের User Name, Password ব্যবহার করে বিষয়ওয়ারী বহিঃপরীক্ষকের তালিকা ডাউনলােড করে নিবেন।
অনার্স ৪র্থ বর্ষ মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রেরণের নিয়মাবলীঃ
• মৌখিক/ব্যবহারিক পরীক্ষার বহিঃপরীক্ষকের নাম চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট কলেজ এবং বহিঃপরীক্ষককে জানানাে হবে। চিঠি না পেলে উপ পরীক্ষা নিয়ন্ত্রক, অনার্স পার্টo৪ শাখায় যােগাযােগ করে বহিঃপীক্ষকের নাম জেনে নিতে হবে।
• বহিঃপরীক্ষকের সাথে যােগাযােগ করে পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করে নিতে হবে। নির্ধারিত তারিখের মধ্যেই পরীক্ষা সম্পন্ন করতে হবে। বহিঃপরীক্ষক অপারগতা প্রকাশ করলে সংশ্লিষ্ট শাখায় ফোন নম্বরে যােগাযােগ করে
• বহিঃপরীক্ষকের নাম পরিবর্তন করে নিতে হবে। কোন অবস্থাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমােদন না নিয়ে বহিঃপরীক্ষক নিয়ােগ এবং পরীক্ষা গ্রহণ করা যাবে না।
• মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের কলেজভিত্তিক নম্বরপত্র এবং হাজিরাপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট
(www.nubd.info/204) থেকে ডাউন লােড করে Print নিতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করে বহিঃপরীক্ষক ও অন্তঃপরীক্ষক নম্বরফর্দে পরীক্ষার্থীদের নাম, রােল এবং রেজিঃ নম্বর যাচাই করে তার বিপরীত প্রাপ্ত নম্বর প্রদান করবেন। একই সাথে হাজিরাপত্রে পরীক্ষার্থীদের স্বাক্ষর গ্রহণ করবেন।
• সকল পরীক্ষার্থী পরীক্ষা গ্রহণ শেষে বহিঃপরীক্ষকের উপস্থিতিতে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর কলেজের পাসওয়ার্ড ব্যবহার করে ডাটা এন্ট্রি করতে হবে। নম্বর অন-লাইনে Send করার পূর্বে সকল পরীক্ষার্থীর নম্বর সঠিকভাবে এন্ট্রি হয়েছে কিনা তা ভালভাবে যাচাই করে নিতে হবে। অন-লাইনে পাঠানো ছাড়া ম্যানুয়াল কোন নম্বর গ্রহণযােগ্য হবে না। কোনভাবেই যেন নম্বর এন্ট্রি ভূল না।
• ডাটা এন্ট্রি ও অনলাইনে প্রেরণের পর প্রেরিত নম্বর পত্রের Print out নিতে হবে। মূল কপি এবং Print কপিতে বহিঃপরীক্ষক এবং অন্তঃপরীক্ষক নির্ধারিত স্থানে স্বাক্ষর করবেন। একই সাথে হাজিরা পত্রে প্রতি পৃষ্ঠার নির্ধারিত স্থানে বহিঃ ও অন্তঃ পরীক্ষক স্বাক্ষর করবেন। অনুপস্থিত পরীক্ষার্থীদের নম্বরপত্র এবং হাজিরা পত্রে অবশ্যই Absent লিখতে হবে। কোন ঘর কোন অবস্থাতেই খালি রাখা যাবে না।
• Print out এর একটি কপি বহিঃপরীক্ষক নিজে সংরক্ষণ করবেন এবং এক কপি বিভাগীয় প্রধান/অধ্যক্ষ সংরক্ষণ করবেন। টপসীট, নম্বরপত্রের মূল কপি এবং মূল হাজিরা পত্র নির্ধারিত খামে ভরে সীলগালা করে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, অনার্স ৪র্থ বর্ষ শাখা এবং এক কপি Print out পরীক্ষা নিয়ন্ত্রক, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ এ ঠিকানায় পাঠাতে হবে। খামের উপরে মৌখিক/ব্যবহারিক নম্বর, বিষয়, বিষয়কোড লিখতে হবে। হাজিরা পত্রের ০১টি ফটোকপি বিভাগীয় প্রধান/অধ্যক্ষের অফিসে সংরক্ষণ করতে হবে।
• তালিকায় নাম নাই এমন কোন পরীক্ষার্থীর মৌখিক/ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা যাবে না। যদি কোন বৈধ পরীক্ষার্থীর নাম Print out এ না থাকে তাহলে প্রয়ােজনীয় কাগজ এবং প্রবেশপত্রসহ সংশ্লিষ্ট শাখায় যােগাযােগ করে ডাটায় নাম অন্তর্ভূক্ত করে নিতে হবে।
• মৌখিক/ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে সংশ্লিষ্ট কলেজ ছাড়া অন্য কলেজের পরীক্ষার্থী থাকলে পরীক্ষা গ্রহণ করে পৃথক নম্বরফর্দ ও হাজিরাপত্র তৈরি.করে পৃথক নামে নিয়মানুযায়ী পাঠাতে হবে। অন-লাইনে নম্বর প্রেরণের জন্য আওতাধীন কলেজের অধ্যক্ষের বরাবরে একটি কপি সীলগালা করে পাঠাতে হবে। সংশ্লিষ্ট অধ্যক্ষ মহােদয় কলেজের পাসওয়ার্ড ব্যবহার করে অন-লাইনে তার কলেজের পরীক্ষার্থীদের নম্বর প্রেরণ করবেন।
• ডাটা প্রেরণের ক্ষেত্রে নিজ নিজ কলেজের পাসওয়ার্ড এর গােপনীয়তা রক্ষা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে প্রেরিত মূল নম্বরপত্র (হাতে এন্ট্রি) এবং অন-লাইনে এন্ট্রি করা নম্বরে কোন প্রকার গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ দায়ী থাকবে।
• কলেজের মৌখিক/ব্যবহারিক পরীক্ষা শেষ হলে ০৭ (সাত) দিনের মধ্যে নম্বরপত্রের মূলকপি সংশ্লিষ্ট শাখায় প্রেরণ করতে হবে।