অপসো স্যালাইন লিমিটেড অপসোনিন গ্রুপের একটি প্রতিষ্ঠান। ফার্মাসিউটিক্যাল কোম্পানি অপসো স্যালাইন লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ পেয়েছে। মেডিসিন কোম্পানিতে চাকরি করতে চাইলে চাকরির জন্য আবেদনের প্রস্তুতি নিতে পারেন।অপসো স্যালাইন কোম্পানিতে নিয়োগের জন্য নিচের দেয়া তথ্য অনুরসন করুন।
অপসো স্যালাইন লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আব্দুল খালেক খান। অপসো স্যালাইন লিমিটেড ১৯৮৬ সালে যাত্রা শুরু করে। অপসো স্যালাইন লিমিটেড মানবসম্পদকে যথাযথ মূল্য দেয় ফলে সারাবছরেই নিয়োগ দিয়ে থাকে কোম্পানিটি। বাংলাদেশ থেকে মায়ানমার, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, ইউক্রেন এবং ইয়েমেনে IV তরল রপ্তানি করে থাকে Opso Saline Ltd.
অপসো স্যালাইন লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
গ্র্যাজুয়েট পাসে অপসো স্যালাইন লিমিটেডে চাকরির বিজ্ঞপ্তি চলমান রয়েছে। সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমে আপনাকে যাচাই করার সুযোগ দিচ্ছে Opso Saline Ltd. তবে লিখিত পরীক্ষার দিন আপনাকে নিজ হাতে লেখা আবেদনপত্র জমা দিতে হবে। একাডেমীক সার্টিফিকেট,মার্কশিট ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সাথে সংযুক্ত করতে হবে।
- কোম্পানির নামঃ অপসো স্যালাইন লিমিটেড
- পদের নামঃ মেডিকেল প্রমোশন অফিসার
- শিক্ষাগত যোগ্যতাঃ গ্র্যাজুয়েট পাস, তবে এসএসসি,এইচএসসিতে বিজ্ঞান থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
- নিয়োগ পক্রিয়াঃ লিখিত পরীক্ষার মাধ্যমে
- লিখিত পরীক্ষার তারিখঃ ২৪ জুন, শুক্রবার
- পরীক্ষার সময়ঃ ১০ টা থেকে শুরু

Source: Prothom Alo, 17 June 2022
Written Test: 24 June 2022