আজকের ডিল ডট কম ই কমার্স প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ নিয়ে পোস্টটা সাজানো হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম বলে দাবী করে আজকের ডিল। আজকের ডিল হলো বেসরকারী চাকরি, এই নিয়োগের আবেদনের পদ্ধতি,আবেদনের শেষ তারিখ, বয়সসীমা, অনলাইন আবেদনের লিঙ্ক এবং অনান্য তথ্য পড়তে আমাদের সাথেই থাকুন।
২০১১ সালের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়েছে আজকের ডিল মার্কেটপ্লেস। আজকের ডিলের ওয়েবসাইটে উচ্চ-মূল্যের ব্র্যান্ডেড পণ্যের সাথে কম দামের নন-ব্র্যান্ডেড পণ্য রয়েছে। Ajkerdeal-এর কাছে ০২ লাখের উপরে পণ্যের কালেকশন রয়েছে। দেশের প্রায় ৫০০০ সেরা খুচরা বিক্রেতা আজকেরডিলের মাধ্যমে ০৫ লাখের বেশি গ্রাহকদের কাছে তাদের পণ্য বিক্রি করে।
আজকের ডিল ই কমার্স প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
ই কমার্স প্রতিষ্ঠানের নাম | আজকের ডিল ডটকম |
চাকরির ধরন | প্রাইভেট কোম্পানিতে চাকরি |
প্রকাশে তারিখ | অক্টোবর ২০২৩ |
পদ সংখ্যা | নির্দিষ্ট নয় |
প্রকাশ সূত্র | অনলাইন বিডি জবস |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি,এইচএসসি |
আবেদন করার মাধ্যম | অনলাইনে ও সাক্ষাৎকারে |
আবেদন করার শুরুর তারিখ | ১১ অক্টোবর ২০২৩ |
আবেদন করার শেষ তারিখ | ২২ অক্টোবর, ০৭ নভেম্বর ২০২৩ |
অফিশিয়াল ওয়েবসাইট | ajkerdeal.com |
পদের নামঃ অপারেশন এসিস্ট্যান্ট (পুরুষ )
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/ এইচএসসি
বয়সসীমাঃ ২০ থেকে ২৮ বছর
বেতনঃ ৭,০০০ মাসিক
দায়িত্বসমূহঃ
- অফিসে বসে প্যাকেজিং
- ভারী প্রোডাক্ট গাড়িতে উঠানো ও নামানো
- ওভারটাইম করতে হবে
- ভারী প্রোডাক্ট গাড়িতে উঠানো ও নামানো করতে পারলে আবেদন করবেন না
পদের নামঃ ডেলিভারিম্যান / ফ্রিলেন্সার সাইকেল রাইডার
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/ এইচএসসি
বয়সসীমাঃ ২১ থেকে ২৬ বছর
বেতনঃ প্রতিদিন ১০০ টাকা আর ৩০ টাকা প্রতি মার্চেন্ট
দায়িত্বসমূহঃ
- নিজস্ব সাইকেলে প্রোডাক্ট কালেকশন।
- গ্রাহক ও মার্চেন্টদের ডেলিভারি করতে হবে।
- প্রতিদিন মিনিমাম ২০ থেকে ২৫ টি কাস্টমারকে পণ্য ডেলিভারি বা কালেকশন করতে হবে
- ডিউটি টাইম – সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা
পদের নামঃ ডেলিভারিম্যান / ফ্রিলেন্সার মোটরসাইকেল রাইডার
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/ এইচএসসি
বয়সসীমাঃ ২১ থেকে ২৬ বছর
বেতনঃ প্রতিদিন ২০০ টাকা আর ৩০ টাকা প্রতি মার্চেন্ট
দায়িত্বসমূহঃ
- নিজস্ব মোটর সাইকেলে প্রোডাক্ট কালেকশন।
- গ্রাহক ও মার্চেন্টদের ডেলিভারি করতে হবে।
- প্রতিদিন মিনিমাম ২০ থেকে ২৫ টি কাস্টমারকে পণ্য ডেলিভারি বা কালেকশন করতে হবে
- ডিউটি টাইম – সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা
আজকের ডিল হটলাইন নাম্বারঃ 09638-000-777
আজকের ডিলের নতুন চাকরির বিজ্ঞপ্তি, আজকের ডিলে চাকরির খবর, আজকের ডিল ডট কম নিয়োগ,
আজকের ডিল বাংলাদেশ নিয়োগ
Thanks for Sharing this information.
welcome