বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষার সময়সূচী ও ফলাফল নিয়ে পোস্ট সাজিয়েছে বাংলাদেশের অন্যতম ও পুরাতন জব পোর্টাল KFPlanet.com ওয়েবসাইট।
আনসার ব্যাটালিয়ন পরীক্ষার তারিখ
পদের নামঃ আনসার ব্যাটালিয়ন
পরীক্ষার তারিখঃ ১৩,১৪ নভেম্বর ২০২৩ তারিখ
সময়ঃ সকাল ০৮ টা
পরীক্ষার সময় কি কি কাজপত্র সাথে নিয়ে আসতে হবে?
- অন-লাইন হতে প্রিন্টকৃত আবেদনপত্র ও প্রবেশপত্র
- কলম, পেন্সিল, স্কেল ও বোর্ড
- ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদ পত্রের ফটোকপি।
- ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ৬ কপি পাসপোর্ট সাইজ রঙ্গীন ছবি (সামনে থেকে তোলা)।
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান /পৌরসভা চেয়ারম্যান /ওয়ার্ড কাইন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র ।
- ১ শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র ফটোকপি
- অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত ব্যাটলিয়ন আনসার পদে চাকরি করার সম্মতিসুচক সনদপত্র। যা চেয়ারম্যান পৌরসভা চেয়ারম্যান /ওয়ার্ড কাইন্সিলর কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে।
- অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা চেয়ারম্যান /ওয়ার্ড কাইন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র ।
- শারীরিক যোগ্যতা, লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় সকল সনদপত্রের মুলকপি অবশ্যই প্রদর্শন করতে হবে।