বাংলাদেশ মাত্রাসা শিক্ষা বোর্ড, অরফ্যানেজ রোড, বখশিবাজার, ঢাকা কর্তৃক এক নোটিশে এবারের এইচএসসি আলিম পরীক্ষার প্রশ্নের মানবন্টন ২০২৩ ও পরীক্ষার সময় জানানো হয়।
২০২৩ সালের আলিম পরীক্ষার সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা
পরীক্ষার সময়ঃ ০২ ঘন্টা। এমসিকিউ ২০ মিনিট ও রচনামূলক ০১ ঘন্টা ৪০ মিনিট
- সনাতন পদ্ধতির বিষয়ের জন্য ধারাবাহিকভাবে ০২ ঘন্টা সময় বরাদ্দ থাকবে
- ব্যাবহারিক পরীক্ষাবিহীন বিষয়সূহের CQ অংশে ৪ টি প্রশ্নের উত্তরে ৪০ নাম্বারের মধ্যে প্রাপ্ত নাম্বারকে ৭০ নম্বরে।
- এমসিকিউ অংশে ১৫ টি প্রশ্নের উত্তরে ১৫ নম্বরের মধ্যে প্রাপ্ত নাম্বারকে ৩০ নম্বরে রুপান্তর করা হবে!
- ব্যবহারিক বিষয়সমূহের CQ অংশে ৩ টি প্রশ্নের উত্তরে ৩০ নাম্বারের মধ্যে প্রাপ্ত নাম্বারকে ৫০ নম্বরে
- এমসিকিউ অংশে ১৫ টি প্রশ্নের উত্তরে ১৫ নম্বরের মধ্যে প্রাপ্ত নাম্বারকে ২৫ নম্বরে রুপান্তর করা হবে! বাদবাকি ২৫ নম্বর ব্যাবহারিকে বরাদ্ধ থাকবে।
- বাংলা ২য় পত্র, ইংরেজি ১ম ও ইংরেজি ২য় পত্রে ৫০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে ১০০ নম্বরে রুপান্তর করা হবে।
- ২০১৬-১৭ শিক্ষাবর্ষের উচ্চতর গণিত ১ম ও ২য় পত্রের তত্তীয় অংশে ৪৫ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে ৭৫ নম্বরে রুপান্তর করা হবে । অবশিষ্ট ২৫ নম্বর ব্যবহারিকের জন্য বরাদ্দ থাকবে।
এইচএসসি আলিম পরীক্ষার প্রশ্নের মানবন্টন ২০২৩
- কুরআন মাজিদ বিষয়ে ৫৫ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে ১০০ নম্বরে
- হাদিস ও উসুলুল হাদিস বিষয়ে ৫৮ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে ১০০ নম্বরে,
- আল ফিকহ ১ম পত্রে ৬০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে ১০০ নম্বরে,
- আল ফিকহ ২য় পত্রে ৫৫ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে ১০০ নম্বরে,
- আরবি ১ম পত্র, আরবি ২য় পত্র, আরবি সাহিত্য,বালাগাত ও মানতিক,৫০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে ১০০ নম্বরে,
- তাজভিদ ১ম ও ২য় পত্র, উর্দু ১ম ও ২য় পত্র, ফার্সি ১ম ও ২য় পত্র ৫০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বরকে ১০০ নম্বরে রুপান্তর করা হবে।