ইসলামিক ফাউন্ডেশন ২৩ মে ২০২৩ তারিখে ০৯ ক্যাটাগরির মোট ৭১ টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে উক্ত শূন্য পদের জন্য আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন ব্যাক্তিকে আবেদন করতে বলা হয়েছে।
সম্পুর্ন অনলাইনে আবেদন করতে পারবেন ২৪-০৫-২০২৩ হতে আগামী ১৫-০৬-২০২৩ তারিখ পর্যন্ত। বাংলাদেশের সকল জেলা ও বিভাগের প্রার্থীগন আবেদনযোগ্য। আবেদনকারীর প্রার্থীর বয়স ১৫ জুন ২০২৩ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ : সংক্ষেপে তথ্য
প্রকাশের তারিখ | ২৩ মে ২০২৩ |
আবেদনের শেষসীমা | ১৫ জুন ২০২৩ |
চাকরির ধরন | ফুল টাইম |
পড়াশোনার যোগ্যতা | এইচএসসি,স্নাতক, সমমান পাস |
অভিজ্ঞতা | পদভেদে দরকার আছে |
লিঙ্গ | পুরুষ |
চাকরির স্থান | যে কোন স্থানে |
কিভাবে আবেদন করবেন | অনলাইনের মাধ্যমে |
ওয়েবসাইট | islamicfoundation.gov.bd |
আবেদন ফি | ২২৩,৫৫৬/- টাকা |
- ➤ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর অধীন নিয়োগ বিজ্ঞপ্তি
- ➤বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
- ➤সকল সরকারি চাকরির নিয়োগ সার্কুলার দেখুন
ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ ২০২৩ : শূন্য পদের বিস্তারিত
১) পদের নামঃ সহকারী পরিচালক
খালি পদঃ ০৭ টি
পড়াশোনার যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রী।
বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/-
২) পদের নামঃ ফিল্ড অফিসার
খালি পদঃ ১৮ টি
পড়াশোনার যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রী।
বেতন স্কেলঃ ১০ম গ্রেড, ২৪,৭০০
৩) পদের নামঃ হিসাব রক্ষক
খালি পদঃ ০১ টি
পড়াশোনার যোগ্যতাঃ বিকম ডিগ্রী।
বেতন স্কেলঃ গ্রেড ১৩, ১৯,৩০০/-
৪) পদের নামঃ মাস্টার ট্রেইনার
খালি পদঃ ০৭ টি
পড়াশোনার যোগ্যতাঃ কামিল, দাওয়া, কারিয়ানা
বেতন স্কেলঃ গ্রেড ১৩, ১৯,৩০০/-
৫) পদের নামঃ কম্পিউতার অপারেটর
খালি পদঃ ০৭ টি
পড়াশোনার যোগ্যতাঃ স্নাতক ও সমমান
বেতন স্কেলঃ গ্রেড ১৩, ১৯,৩০০/-
৬) পদের নামঃ ফিল্ড সুপারভাইজার
পদের সংখ্যাঃ ৩৪ টি
বেতন স্কেলঃ ১৭,৭০০/-
বেতন গ্রেডঃ ১৪
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ও সমমান পাস।
৭) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ১৬
পদের সংখ্যাঃ ০৭ টি
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০ টাকা
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেডঃ ১৬
পড়াশোনার যোগ্যতা ও অভিজ্ঞতাঃ উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী। কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
০৮) পদঃ ক্যাশিয়ার গ্রেড ১৬
পদের সংখ্যাঃ ০১ টি
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০ টাকা
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেডঃ ১৬
পড়াশোনার যোগ্যতা ও অভিজ্ঞতাঃ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।
০৯) পদের নামঃ আরএন্ড ডি ক্লার্ক গ্রেড ১৬
মোট পদ সংখ্যাঃ ১ টি
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ সমমানের ডিগ্রীত
যেসব কাগজপত্র ইসলামিক ফাউন্ডেশন মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে
- ইসলামিক ফাউন্ডেশন মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতার সনদ মূল কপি প্রদর্শন করতে হবে
- পূরণকৃত বিসিএস ট্যাক্স একাডেমী নিয়োগের আবেদন ফর্মসহ আবেদনে দাখিলকৃত সকল সনদ এবং প্রবেশপত্রসহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে।
- জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ প্রদান করতে হবে।
- আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও পুত্র-কন্যার পুত্র-কন্যা (নাতি-নাতনি) হলে উক্ত বক্তব্যের স্বপক্ষে আবেদনকারীকে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার গেজেট/ভারতীয় তালিকা/লাল মুক্তিবার্তা নম্বর/সাময়িক সনদের নম্বর ও তারিখ/বামুস সনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র উপস্থাপন করতে হবে।
- শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের ফটোকপি দাখিল করতে হবে।
- সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদন্ত অনাপত্তি পত্র/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন চাকরির অনলাইনের ছবি ও স্বাক্ষর বিষয়ক টিপসঃ
অনলাইনে আবেদন করতে বললেঃ ইসলামিক ফাউন্ডেশন টেলিটক অনলাইনে আবেদনপত্রে স্বাক্ষর লাগবে। স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। স্বাক্ষরের সাইজ হবে (দৈর্ঘা ৩০০ × প্রস্থ ৮০) পিক্সেল। এছাড়া আবেদনপত্রে সাম্প্রতিক সময়ে তোলা রজ্ঞিন ছবি লাগবে। ছবির সাইজ হবে (দৈর্ঘা ৩০০ × প্রস্থ ৩০০ ) পিক্সেল। ছবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। মনে রাখতে হবে ছবির সাইজ ম্যাক্সিমাম ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ ম্যাক্সিমাম ৬০ কিলোবাইট হতে হবে।
ডাকযোগে আবেদন করতে বললেঃ সোনালী ব্যাংকে আবেদন ফি জমা করে জমা ভাউচার আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
Islamic Foundation Job Circular 2023
Source: Obsrverbd, 23 May 2023
Application Deadline: 15 June 2023
Islamic Foundation Job Circular এর অনলাইনে আবেদন পক্রিয়া
- আগ্রহী প্রার্থীগণ http://islamicfoundation.teletalk.com.bd এর ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন ও জমা দিতে পারবেন।
- উক্ত লিংকে প্রবেশ করে একটি Web Based Recruitment System ইন্টারফেস দেখতে পারবেন। সেখান থেকে Application Form (Click here to Apply Online) এ ক্লিক করুন।
- আবেদন ফরমে ক্লিক করলে সকল পদসমূহ দেখতে পারবেন। আপনার পছন্দের পদে ক্লিক করুন।
- আপনার কাঙ্ক্ষিত পদে ক্লিক করলে All jobs Premium Member এর একটি নোটিফিকেশন শো করবে। আপনি প্রিমিয়াম মেম্বার হলে Yes আর না হলে No দিন।
- Yes বা No দিয়ে NEXT করার পর আবেদন ফর্মটি দেখতে পারবেন। Application form এর নিচে আপনার পদটি দেখতে পারবেন।
- Departmental Status Information এ Govt. Employee সিলেক্ট করে আপনার তথ্য দেয়া শুরু করুন। আপনার নাম, বাবার নাম, ও মা এর নাম ইংরেজিতে ও বাংলায় লিখুন।
- Islamicfoundation Teletalk এর আবেদন আবেদন ফর্মে আপনার জন্মতারিখ দিন। জাতীয়তা, ধর্ম, লিঙ্গ সিলেক্ট করার আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার ইনপুট করুন
- জাতীয় পরিচয়পত্র না থাকলে NO দিয়ে Birth Registration অপশন থেকে Yes দিয়ে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা লিখুন।
- পাসপোর্ট থাকলে yes দিয়ে পাসপোর্ট আইডি নাম্বারটা ইনপুট করুন। বৈবাহিক অবস্থা, আপনার মোবাইল নাম্বার, আবার আপনার একই মোবাইল নাম্বার ইমেইল দিয়ে পরের ধাপে চলে যান।
- Islamic foundation Job Circular অনুযায়ী আপনার কোন কোটাধারী হলে সেটি সিলেক্ট করুন। এরপর ঠিকানাতে চলে যান।
- বর্তমান ও স্থায়ী ঠিকানার জায়গায় ভালোভাবে আপনার এড্রেসগুলা এন্ট্রি করুন।
- আপনার পড়াশোনার ডিগ্রি সিলেক্ট করে সকল তথ্য সঠিকভাবে দিন। অভিজ্ঞতার অপশন দরকার হলে টিক চিহ্ন দিয়ে সেটি পূরণ করুন।
ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ ২০২৩ এর অনলাইনে আবেদনের শর্তাবলি
- ইসলামিক ফাউন্ডেশন জব সার্কুলার এ বর্ণিত নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিধি-বিধান/আদেশ/নিয়মাবলী এবং পরবর্তীতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
- সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
- চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।
- সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না।
- ইসলামিক ফাউন্ডেশনের সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। কিছু পদের জন্য লিখিত ও ব্যবহারিকে উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
- প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যুনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থী প্রার্থিতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় পাস যে কোন প্রার্থীর প্রার্থীতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময়ে প্রার্থীতা বাতিল করার ক্ষমতাস্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নিয়োগ কর্তপক্ষ সংরক্ষণ করেন।
- যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দন্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
- ইসলামিক ফাউন্ডেশন নিয়োগের লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।
- ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ পদের সংখ্যা কম বেশি ও বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোন পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করেন।
ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ঠিকানা
ইসলামিক ফাউন্ডেশন সম্পর্কে
🔎 শিক্ষা,চাকরি,লাইফ স্টাইল টিপস সহ সকল খবর সবার আগে জানতেঃ
👉KFPlanet ফেসবুক পেজ লাইক দিন 📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡs ফলো করুন ➣Telegram Channel ফলো করুন ➣ Youtube Channel সাবস্ক্রাইব করুন। ➣ সার্কুলার ডাউনলোড করতে KF-Mobile APP ইন্সটল করুন
Good