Skip to content

উত্তর আমেরিকার দেশ সমূহ, তাদের রাজধানী-মুদ্রা ও মানচিত্র

    উত্তর আমেরিকার সার্বভৌম রাষ্ট্রসমূহ হলো ২৩ টি। নিচে আমরা উত্তর আমেরিকার দেশ সমূহ, উত্তর আমেরিকার বিভিন্ন দেশের রাজধানী, উত্তর আমেরিকা দেশসমুহের প্রচলিত মুদ্রা নিয়ে আলোচনা করবো।

    পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করে এখনই আবেদন করুন

    উত্তর আমেরিকার দেশ ও রাজধানী

    কানাডাঃ উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত কানাডার রাজধানী অটোয়া যার মুদ্রা কানাডিয়ান ডলার।

    কিউবাঃ উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যস্থলে অবস্থিত কিউবার রাজধানী হাভানা যার মুদ্রা কিউবান পেসো।

    কোস্টারিকাঃদক্ষিণ আমেরিকা মহাদেশের এক‌টি রাষ্ট্র রাজধানী স্যান হোসে মুদ্রা কোস্টা রিকান কোলন।

    মেক্সিকোঃআমেরিকার  উত্তরে ও সবচেয়ে পশ্চিমে অবস্থিত দেশ রাজধানী মেক্সিকো সিটি মুদ্রা নিউ পেসো।

    যুক্তরাষ্ট্রঃ যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকায় অবস্থিত যার রাজধানী ওয়াশিংটন ডিসি ও মুদ্রা ডলার।

    পানামাঃ পানামা উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণাংশের একটি রাষ্ট্র রাজধানী পানামা সিটি মুদ্রা বালবোয়া।

    গুয়েতেমালাঃ গুয়াতেমালা মধ্য আমেরিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রাজধানী গুয়েতেমালা সিটি মুদ্রা কেতসাল।

    এল সালভাদরঃ এলসালভাদর মধ্য আমেরিকাতে প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত রাজধানী সান সালভাদর মুদ্রা ইউ এস ডলার ।

    হন্ডুরাসঃ হন্দুরাস মধ্য আমেরিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রাজধানী তেগুচিগালপা মুদ্রা লেম্পিরা।

    জ্যামাইকাঃ জ্যামাইকা ক্যারিবীয় সাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র রাজধানী কিংসটন মুদ্রা জ্যামাইকা ডলার।

    নিকারাগুয়াঃ নিকারাগুয়া মধ্য আমেরিকার একটি প্রজাতন্ত্র রাষ্ট্র  রাজধানী মানাগুয়া মুদ্রা কর্ডোবা।

    এন্টিগুয়া ও বারমুডাঃঅ্যান্টিগুয়া ও বারমুডা ক্যারিবীয় সাগরের পূর্ব প্রান্তে অবস্থিত রাজধানী সেন্ট জোনস মুদ্রা ডলার।

    গ্রানাডাঃ গ্রেনাডা ক্যারিবীয় অঞ্চলের একটি দ্বীপ রাষ্ট্র রাজধানী সেন্ট জর্জেস মুদ্রা ক্যারিবীয় ডলার।

    ত্রিনিদাদ ও টোবাগোঃ ত্রিনিদাদ ও টোবাগো দক্ষিণ ক্যারিবিয়ানের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রাজধানী পোর্ট অব স্পেন মুদ্রা ক্যারিবীয় ডলার।

    সেন্ট লুসিয়াঃ সেন্ট লুসিয়া ক্যারিবীয় অঞ্চলের একটি দ্বীপ রাষ্ট্র রাজধানী কাস্ত্রিএস মুদ্রা ক্যারিবীয় ডলার।

    সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জঃ সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন ক্যারিবীয় সাগরের ক্ষুদ্রতর অ্যান্টিল দ্বীপপুঞ্জে অবস্থিত রাজধানী কিংসটাউন মুদ্রা ক্যারিবীয় ডলার।

    বাহামা দ্বীপপুঞ্জঃ বাহামা দ্বীপপুঞ্জ আটলান্টিকের ওয়েস্ট ইন্ডিজের লুকায়ান দ্বীপপুঞ্জের অন্তর্গত রাজধানী নাসাউ মুদ্রা ডলার।

    বারবাডোজঃবার্বাডোস ক্যারিবীয় সাগরে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের একটি দ্বীপ রাষ্ট্র রাজধানী ব্রিজটাউন মুদ্রা ডলার।

    ডোমিনিকাঃ ডোমিনিকা ক্যারিবীয় সাগরে অবস্থিত পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের একটি দ্বীপরাষ্ট্র রাজধানী রোসিয়াউ মুদ্রা ডলার।

    ডোমিনিকান প্রজাতন্ত্রঃ ডোমিনিকান প্রজাতন্ত্র ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অবস্থিত একটি রাষ্ট্র রাজধানী সেন্ট ডোমিনিগো মুদ্রা পেসো।

    বেলিজঃবেলিজ মধ্য আমেরিকার উত্তর-পূর্ব অংশে, ক্যারিবীয় সাগরের উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র রাজধানী বেলমোপান মুদ্রা ডলার।

    হাইতিঃ হাইতি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের স্বাধীন দ্বীপরাষ্ট্র রাজধানী পোর্ট অব প্রিন্স মুদ্রা গুর্দে।

    সেন্টকিটস এন্ড নেভিসঃ সেন্ট কিট্‌স ও নেভিস উত্তর আমেরিকার একটি রাষ্ট্র রাজধানী বাসেতের মুদ্রা ডলার।

    উত্তর আমেরিকা মহাদেশের মানচিত্র

    উত্তর আমেরিকা মহাদেশের মানচিত্র

    উত্তর আমেরিকার দেশগুলির কিছু তথ্যঃ

    উত্তর আমেরিকা মহাদেশ মোট ২৩টি দেশ নিয়ে গঠিত।  পৃথিবীর উত্তর ও পশ্চিম গোলার্ধে উত্তর আমেরিকা মহাদেশ অবস্থিত । উত্তর আমেরিকার মোট আয়তন ২৪,৭০৯,০০০ বর্গ কি.মি. বা ৯,৫৪০,০০০ বর্গ মাইল। আয়তনের দিক থেকে উত্তর আমেরিকা মহাদেশটি এশিয়া ও আফ্রিকার পরেই অবস্থিত ৩য় বৃহত্তম।

    উত্তর আমেরিকার বড় দেশঃ  উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে কানাডা সবচেয়ে বড় দেশ, এরপর যুক্তরাষ্ট্রের অবস্থান।

    উত্তর আমেরিকার সবচেয়ে শক্তিশালী দেশঃ উত্তর আমেরিকার দেশগুলির তথা সারা বিশ্বের মধ্যে সবদিক থেকে বিশেষ করে সামরিক দিক থেকে  শক্তিশালী দেশ বলা হয় যুক্তরাষ্ট ।

    উত্তর আমেরিকার ধনী দেশঃ উত্তর আমেরিকার দেশের মধ্যে ধনী দেশ বলা হয় যুক্তরাষ্ট্র কে ।

    অর্থনীতিঃ উত্তর আমেরিকার তিনটি দেশের অর্থনীতি খুবই গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে এই তিনটি দেশ হল  কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের এবং এই তিনটি দেশের অর্থনীতি বহুমুখী। এই তিনটি দেশ তথা সারা বিশ্বের মধ্যে বড় অর্থনীতির দেশ বলা হয় যুক্তরাষ্ট্র কে ।

    WIKI

    উত্তর আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম, উত্তর আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী, উত্তর আমেরিকা মহাদেশ কয়টি দেশ আছে,উত্তর আমেরিকা কোথায় অবস্থিত,উত্তর আমেরিকা মহাদেশের রাজধানী ও মুদ্রা,উত্তর আমেরিকার দেশ ও রাজধানী,উত্তর আমেরিকা মহাদেশে কয়টি দেশ ও কি কি,

     

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com