উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএজিএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ (BAgEd 3 Year Admission)

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএজিএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট (সার্ড) পরিচালিত ০৩ (তিন) বছর মেয়াদি ব্যাচেলর অব এগ্রিকালচারাল এডুকেশন বিএজিএড প্রােগ্রামে ২৪১ টার্মে (জানুয়ারি-জুন, ২০২৪) শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

যে সকল শিক্ষার্থী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএজিএড ভর্তি হতে চান BAgEd 3 Year Admission Circular দেখে আবেদন করে ফেলুন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আরও একধাপ উন্নতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিশেষ করে যে সকল শিক্ষার্থী কোন চাকরী করেন তাদের জন্য বিশেষ সুবিধা হয়।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএজিএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর বিএজিএড প্রোগ্রামে ভর্তির জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আবেদন শুরু হবে ১৬ অক্টোবর থেকে এবং আবেদনের শেষ তারিখ ১২ ডিসেম্বর ২০২৩।

এইচএসসি বিজ্ঞান বা কৃষিশিক্ষা বিষয়ক যে কোন গ্রুপ বা ৩ ও ৪ বছরের কৃষি বিষয়ক ডিপ্লোমা পাশ করা শিক্ষার্থী আবেদন করতে পারবেন। মোট আসন সংখ্যা ৭০ টি। আবেদন ফি ২০০ টাকা এবং ভর্তি ফি ৫৬৮৫ টাকা।

ওপেন ইউনিভার্সিটির বিএজিএড কোর্সে ভর্তির সার সংক্ষেপ

ভর্তি বিজ্ঞপ্তি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএজিএড ভর্তি
কোন বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
কোর্সের মেয়াদ ৩ বছর
মোট আসন সংখ্যা ৭০টি
জিপিএ পেতে হবে দ্বিতীয় বিভাগ বা ২.০০
আবেদনের মাধ্যম সরাসরি
আবেদন ফি ২০০ টাকা
আবেদন শুরু ১৬-১০-২০২৩
আবেদন করার শেষ সময় ১২-১২-২০২৩
ভর্তি ফি ৫৬৮৫ টাকা
অফিশিয়াল লিংক http://www.bou.edu.bd

বিএজিএড ভর্তির যােগ্যতা

এইচএসসি (বিজ্ঞান গ্রুপ/কৃষিশিক্ষা বিষয়সহ যে কোনাে গ্রুপ) অথবা চার/তিন বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা/সমমানের সার্টিফিকেটধারী এবং ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ ২.০ (দুই) প্রাপ্ত হতে হবে।

BAgEd Admission Circular 2023

download 1
visa.kfplanet.com

আবেদনের শেষ সময়ঃ ২৯ জুন ২০২৩

আবেদনপত্রসহ সর্বমােট ভর্তি ফি

১০০ + ৫৪৮৫ = ৫৫৮৫/- (পাঁচ হাজার পাঁচ শত পঁচাশি টাকা)। ব্যাংক ও আনুষাঙ্গিক চার্জ আবেদনকারী বহন করবেন। টাকা ১২/১২/২০২৩ তারিখের মধ্যে জমা দিতে হবে।

BOU BAGED ভর্তি প্রক্রিয়া 

যে সকল শিক্ষার্থী আবেদন আগে করবে তাদের অগ্রধিকার দেওয়া হবে। টাকা জমার রশিদসহ সত্যায়িত সকল পরীক্ষা পাশের সার্টিফিকেট, মার্কশিট, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সার্টিফিকেট ও ২ কপি পাসপাের্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। ভর্তি চুড়ান্তকরণ ও ভর্তি কর্মকর্তা ফি জমার রশিদ, প্রয়ােজনীয় তথ্য ও সনদপত্রসমূহ মূল কাগজপত্রের সাথে যাচাই-বাছাইপূর্বক মনােনীত প্রার্থীদের ভর্তি চুড়ান্ত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com