সরকারি HSC বৃত্তি সকল শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের দেয়া হয়। মোট এগারো শিক্ষা বোর্ড তাদের অফিসিয়াল সাইটে বৃত্তির ফলাফল প্রকাশ করে।বৃত্তি দুটি বিভাগে দেওয়া হয় – মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি।
মেধাবৃত্তি কোঠায় শিক্ষার্থীরা মাসিক হারে পাবেন ৮২৫ টাকা এবং বার্ষিক এককালীন ১৮০০ টাকা। সধারন বৃত্তি কোঠায় শিক্ষার্থীরা মাসিক হারে পাবেন ৩৭৫ টাকা এবং বার্ষিক এককালীন ৭৫০ টাকা। কোর্সের মেয়াদ পর্যন্ত আপনি টাকা পাবেন।
এখন সকল শিক্ষার্থী যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস হয়েছে তারা এইচএসসি মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি ফলাফল 2023 এর জন্য অপেক্ষা করছে। মাদ্রাসা এবং কারিগরি বোর্ড সহ প্রতিটি শিক্ষা বোর্ড আলাদাভাবে রেজাল্ট প্রকাশ করবে। আপনি আমাদের সাইট থেকে সকল বোর্ড বৃত্তি ফলাফল দেখতে ও ডাউনলোড করতে পারেন।
https://dhakaeducationboard.gov.bd/data/20230316194746738185.pdf
https://www.jessoreboard.gov.bd/uploads/notice/07_20230316182503_799.pdf