বিমান বাহিনী এমওডিসি (মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি) সম্প্রতি অফিসিয়াল ওয়েবসাইটে এমওডিসি এয়ার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের ৬৪ জেলা থেকে ছেলে চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন। এমওডিসি বিমান বাহিনী নিয়োগ ২০২৪ এর জন্য আবেদন করতে চাইলে আমাদের পোস্টটিভালোভাবে পড়ুন।
বিমান বাহিনীর এমওডিসি এয়ার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ পেয়েছে ২৯ মার্চ। এসএসসি বা সমমান পরীক্ষায় ২.০ সিজিপিএ পেয়ে পাস করলে এমওডিসি এয়ার পদে নিয়োগ পেতে পারেন। এজন্য আপনাকে অনলাইনেই মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। এরপর নির্ধারিত তারিখে মাঠ (নির্বাচনী) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
বিমান বাহিনীর এমওডিসি এয়ার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
এমওডিসি সার্কুলার প্রকাশ | ২৯ মার্চ ২০২৪ |
বিমানবাহিনীর কোন বিভাগে? | মিনিস্ট্রি অব ডিফেন্স কন্সটেবলারি |
বাহিনীর নাম | বাংলাদেশ বিমান বাহিনী |
পদের নাম | এমওডিসি এয়ার |
পড়াশোনার যোগ্যতা | মাধ্যমিক বা সমমান পাস |
জিপিএ | এসএসসিতে ২.০ পেতে হবে। |
উচ্চতা | ৬৮ ইঞ্চি (পুরুষ) |
বুকের মাপ | ৩০ ইঞ্চি (পুরুষ) |
বুকের প্রসারণ | ২ ইঞ্চি, মোট ৩২ ইঞ্চি |
চোখ | ৬/৬ |
লিঙ্গ | পুরুষ |
বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
বয়স | ১৬ থেকে ২১ বছর |
অনলাইনে আবেদন সময়সীমা | ২২ এপ্রিল ২০২৪ |
জয়েন বাংলাদেশ বিমান বাহিনী | https://joinairforce.baf.mil.bd |
আমাদের ফেসবুক পাতা | কেএফপ্ল্যানেট |
যেসব পোস্ট চেক করতে পারেনঃ
- বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (সকল কোর্স ও সার্কুলার একসাথে)
- বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন
- বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দেখুন
MODC AIR পদের যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থী বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করে ‘Apply Now’ বাটনে ক্লিক করতে হবে। এরপর সকল সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে আবেদনের ফি এর জন্য আপনাকে ১৫০ টাকা জমা দিতে হবে।
আবেদন ফি ও রেজিস্ট্রেশন সঠিকভাবে করার পর আপনার মোবাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। ফিরতে SMS এ দেয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যাবহার করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দিতে হবে।
বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি নিয়োগ পরীক্ষা ২০২৪
- পরীক্ষা কেন্দ্রঃ বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র। পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫
- পরীক্ষার তারিখ ২৯ এপ্রিল ২০২৪ হতে ১৫ মে ২০১৪ তারিখ পর্যন্ত
- উপরোক্ত তালিকায় উল্লেখিত জেলার আবেদন করতে পারবেন।
- পরীক্ষা গ্রহণের সময় সকাল ০৮ থেকে
- সকল নিয়ম কর্তৃপক্ষ পরিবর্তন ও পরিবর্ধনের ক্ষমতা সংরক্ষণ করে।
- সরকারি স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষা গ্রহণ করা হবে।
মিনিস্ট্রি অব ডিফেন্স কন্সটেবলারি এন্ট্রি নং ৫২ সার্কুলার
Application Deadline: 22 April 2024
www.joinbangladeshairforce.mil.bd
মিনিস্ট্রি অব ডিফেন্স কন্সটেবলারি (এমওডিসি) এর কাজ কি?
উত্তরঃ যদি খুব সাধারণভাবে বলা হয় তাহলে মিনিস্ট্রি অব ডিফেন্স কন্সটেবলারি (এমওডিসি) এর কাজ হলো বিমান বাহিনীর ঘাঁটি পাহারা দেয়া বা গার্ড দেয়া। বাংলাদেশ বিমানবাহিনীর MODC মানে হলো সিকুরিটি গার্ড। তবে সৈনিক বা এয়ারম্যান পদের সকল মর্যাদা পাবেন এমওডিসি পদে।
fakherat
আমার জন্ম ১৫/০৫/২০০৩
আমি কি আবেদন করতে পারব?
নাহ!
আমার জন্ম 20.10.2003,
এবং, আমার ssc জিপিএ 2.94
আমি কি আবেদন করতে পারবো
জি আবেদন করতে পারবেন। আপনার বয়স ২০ বছর ১০ মাস