Skip to content

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমফিল পিএইচডি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এম ফিল পিএইচডি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ পেয়েছে।  উচ্চ শিক্ষার ক্ষেত্রে বরাবরই জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। এই বিদ্যাপিঠ ১৯৭৫ সালে অনার্স মাস্টার্স চালু হওয়ার মাধ্যমে পূর্ণরূপে সূচনা হয়।  বর্তমানে ৪ ধরনের প্রোগ্রাম এখানে চালু রয়েছে। ৪ বছরের অনার্স ডিগ্রী, ১ বছরের মাস্টার্স ডিগ্রী, ২ বছরের এম ফিল ডিগ্রী, ৩ বছরের পিএইচডি ডিগ্রী।

    পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করে এখনই আবেদন করুন

    এম.ফিল. প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ 

    এম.ফিল. প্রোগ্রামের/ কোর্সের ভর্তির যোগ্যতাঃ

    • আবেদনকারীকে এস এস সি ও এইচ এস সি পরীক্ষাই নূন্যতম ৪.২৫ অথবা নূন্যতম ২য় বিভাগ থাকতে হবে।
    • স্নাতক/ অনার্স বা সমমান ও স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।
    • স্নাতক/ অনার্স বা সমমান ও স্নাতকোত্তর ডিগ্রীতে সি. জি. পি. এ . ৩.২৫ ও ৩.০০ থাকতে হবে।

    পি.এইচ.ডি প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

    পি.এইচ.ডি প্রোগ্রামের/ কোর্সের ভর্তির যোগ্যতাঃ 

    • আবেদনকারীকে এস এস সি ও এইচ এস সি পরীক্ষাই নূন্যতম ৪.২৫ অথবা নূন্যতম ২য় বিভাগ থাকতে হবে। 
    • এম.ফিল. বা এর সমমান ডিগ্রী থাকতে হবে। 

    এম ফিল পিএইচডি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৩ আবেদনের নিয়ম

    ১৮ আগস্ট জাতীয় পত্রিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এম ফিল পিএইচডি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ হয়েছে। ১৮ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন ফরম যথাযথ পূরণ করে সাথে গবেষণা প্রস্তাব, সিভি, যোগ্যতার সনদ এর ফটোকপি ও ০৩ কপি রজ্ঞিন ছবি বিভাগীয় চেয়ারম্যানের দপ্তরে জমা দিতে হবে।

    আবেদন ফর্ম সকাল ০৮ টা থেকে বিকাল ০৪ টা পর্যন্ত জমা নেয়া হবে। চাকুরিরত প্রার্থীদের আবেদন ক্ষেত্রে যথাযথ অনুমতিপত্র সংযুক্ত করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যাতিত অন্য প্রতিষ্ঠানে কর্মরত ব্যাক্তিদের ০১ বছরের ছুটি নিতে হবে।

    j Nu php m phil admission
     Stay Our Official Facebook Fan Page

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সাইটঃ Jagannath University

     

    This Post About: ju admission, ju admission 2023,jnu admission, jnu admission 2023,jnu.ac.bd admission ,Jagannath university admission,Jagannath university admission circular 2023,Jagannath university admission circular, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৩,এম ফিল ডিগ্রী ভর্তি,এম ফিল ডিগ্রী ভর্তি যোগ্যতা,এম ফিল ডিগ্রী ভর্তি বিজ্ঞপ্তি,জগন্নাথ বিশ্ববিদ্যালয় এম ফিল ভর্তি,এম ফিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়,এম ফিল ভর্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়,m.phil circular of Jagannath university,পিএইচডি করার নিয়ম,পিএইচডি ডিগ্রি,পিএইচডি করার যোগ্যতা,পিএইচডি করতে কত বছর লাগে ,পি এইচ ডি ডিগ্রি জগন্নাথ বিশ্ববিদ্যালয়,এম ফিল ডিগ্রি জগন্নাথ বিশ্ববিদ্যালয়,

    phd Jagannath university,phd in Jagannath university,phd circularJagannath university,phd admission Jagannath university,php and m.phil Jagannath university,Jagannath University MPhil & PhD Admission Circular 2023, jnu MPhil & PhD admission circular 2023,jnu MPhil & PhD Admission Circular,Jagannath University MPhil & PhD Admission Circular 2023,Education job,study job offer,job circular,study,learning and earning,freelancing,university admission circular,university admission circular 2023,university admission circular bd,public university admission,all public university admission,bangladesh university admission test,all public university admission information,bangladesh university admission 2023,bangladesh university admission information,kfplanet.com

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com