ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে ওজোপাডিকো খুলনাতে কোম্পানির প্রচলিত বেতন স্কেলে বিভিন্ন ধরনের ১৭৫ টি পদে জনবল নিয়োগ দিবে। সে লক্ষ্যে ১৫,২৪ অক্টোবর ওজোপাডিকো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। আপনাকে ৩১ অক্টোবর,০৫,১৭ নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
নিন্ম বর্ণিত পদে নিয়োগের জন্য সৎ,নিবেদিত, উদ্যোগী,ত্যাগী, প্রতিকূল অবস্থা মোকাবেলায় চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী চাকরি প্রার্থিদের খোঁজা হচ্ছে। ওজোপাডিকো কোম্পানি আইন এবং কোম্পানির চাকুরী বিধান অনুযায়ী কাজ করার মানসিকতা থাকতে হবে।
ওজোপাডিকো নিয়োগ 2023
বিজ্ঞপ্তির শিরোনাম | ওজোপাডিকো নিয়োগ |
বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে | ২৪ অক্টোবর ২০২৩ তারিখে |
আবেদনের সময়সীমা | ০৫,১৭ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত |
চাকরির ধরন | সরকারি চাকরি ফুলটাইম |
সার্কুলার সোর্স | জাতীয় দৈনিক পত্রিকা |
মোট পদ সংখ্যা | ১৭৫ টি |
বয়সসীমা | ৩০ বছর |
মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধি কোঠা | ৩২ বছর |
আবেদন ফি | ৫০০ টাকা |
আবেদন ফি জমাদান | রকেটের মাধ্যমে |
আবেদনের মাধ্যম | অনলাইনে ও অফলাইনে |
প্রবেশপত্র | মেসেজ ও ওয়েবসাইটে জানানো হবে |
wzpdcl ওয়েবসাইট | http://www.wzpdcl.org.bd |
অনলাইনে আবেদনের লিংক | https://jobs.wzpdcl.gov.bd |
ওজোপাডিকো নিয়োগের পদের নাম ও বেতন স্কেল ও ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা,অভিজ্ঞতা
০১) সুইচ বোর্ড এটেন্ডেন্ট (১০০ টি পদে)
- বেতন স্কেলঃ ২৩,০০০/-
- শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পাস হতে হবে।
- সিজিপিএ ৫.০ স্কেলে ন্যুনতম ৩.৫০ এবং ৪.০ স্কেলে ন্যুনতম ২.৫১৩ থাকতে হবে।
- শিক্ষাক্ষেত্রে কোন পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
- অংশগ্রহণমূলক বলিষ্ঠ নেতৃত্ব প্রদানের ক্ষমতা থাকতে হবে।
০২) ভান্ডার সহকারী (৩০টি পদে)
- বেতন স্কেলঃ ১৫,০০০/-
এছাড়া আরো অনেক পদের জন্য নিচের দিকে দেখুন।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নিয়োগের আবেদন পক্রিয়া ও শর্তাবলী
- আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৩১/১০/২০২৩, ০৫,১৭ নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে ওজোপাডিকো”র ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণের মাধ্যমে দরখাস্ত করতে হবে।
- নির্দিষ্ট স্থানে প্রার্থীর স্বাক্ষর ও ছবি স্ক্যান করে বসাতে হবে।
- লিখিত পরীক্ষা গ্রহণের পর পাশ করা প্রার্থীদের নিকট থেকে আবেদনে উল্লিখিত তথ্যাদির সঠিকতা যাচাই সাপেক্ষে তাদের মৌখিক পরীক্ষাগ্রহণ করা হবে।
- অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত এপ্লিকেশন সিরিয়াল নাম্বারটি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।
- আবেদনকারীর পরীক্ষার ফি ডাচ বাংলা ব্যাংক-এর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ওয়েস্ট জোন্ পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ- এর অনুকূলে উক্ত পদের জন্য ৫০০ (আটশত) টাকা অেফেরৎযোগ্য) পাঠাতে হবে।
- সরকারী, আধাসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন।
- চাকুরীতে নিয়োগ বিষয়ে সরকার কর্তৃক কোটা সংক্রান্ত সর্বশেষ আদেশ প্রযোজ্য হবে।
- নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হাস/বৃদ্ধির ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
- অসম্পূর্ণ আবেদনপত্র বা শর্তাবলী অপূর্ণ থাকলে আবেদন পত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
- শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষায় অংশ গ্রহণের জন্য ডাকা হবে।
- পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা।
- কোন কারণ দর্শানোব্যতিরেকেই যে কোনআবেদনপত্র বাতিল এবং এনিয়োট প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
- নিয়োগের বিষয়ে যে কোন ধরণের তত্র প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য করা হবে।
West Zone Power Distribution Company ltd আবেদনকারির বয়স
- সর্বোচ্চ বয়সসীমাঃ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল পদের জন্য প্রার্থীর বয়স ৩১ অক্টোবর ২০২৩ তারিখে সর্বোচ্চ বয়সসীমা ৩০ (ত্রিশ) বছর হতে হবে।
- তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র ও কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর।
- বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিভেডিট গ্রহণযোগ্য নয়।
যে সব ডকুমেন্টস সরাসরি/ ডাকযোগে অবশ্যই পৌছাতে হবে
- অনলাইন এপ্লিকেশন ফর্ম পূরণ করার পরেও উক্ত পদের জন্য সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবিসহ এসএসসি, এইচএসসি ও বিএসসি ইঞ্জিনিয়ারিং এর সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং উপ-সহকারী প্রকৌশলী পদের জন্য আবেদনপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি
- এসএসসি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ ৩১/১০/২০২৩ তারিখের মধ্যে উপ-মহাব্যবস্থাপক (এইচআর এন্ড এডমিন), ওজোপাডিকো,বিদ্যুৎ ভবন, ৩৫-বয়রা মেইন রোড, খুলনা-৯০০০ বরাবরে সরাসরি/ ডাকযোগে অবশ্যই পৌছাতে হবে।
Source: Manobkantha, 24 October 2023
Application Deadline: 16 November 2023
Application Deadline: 05 November 2023
Application Deadline: 31 October 2023
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ওজোপাডিকো নিয়োগ পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে। ০৫ নভেম্বর ২০২৩ তারিখের পরীক্ষা নেয়া হবে ১২ নভেম্বর ২০২৩ তারিখে। অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।