Skip to content

৩৬৯ পদে কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ! নতুন সার্কুলার

    কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

    বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশ কারা অধিদপ্তরে ৩৬৯ টি পদের বিশাল নিয়োগ দেওয়া হবে। এসব পদে আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময় এর মধ্যে আবেদন করতে পারবেন। বিভিন্ন পদে চাকরি প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতার ভিন্নতা রয়েছে। প্রার্থীদের চাকরি প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতার বিস্তারিত প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

    ৩৬৯ টি পদের কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

    বাংলাদেশ কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ বা Department of Prisons job circular 2023 অনুসারে সরাসরি জনবল নিয়োগের কিছু শর্ত সাপেক্ষে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা হচ্ছে। আমাদের কেএফ প্ল্যানেট সাইট কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির ইমেজ, আবেদন পক্রিয়া,আবেদনের শর্তাবলি, পদের বিস্তারিত তুলে ধরবে। এছাড়া সকল সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপডেট করার চেষ্টা করি আমাদের সাইটে

    চাকরির ধরন সরকারি অধিদপ্তরে চাকরি 
    জব টাইপ ফুল টাইম সরকারি
    সার্কুলার প্রকাশ এপ্রিলের যেকোন দিন
    অধিদপ্তরের পূর্ণাঙ্গ নাম Department of Prisons 
    মোট পদসংখ্যা ৩৬৯ টি
    বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০/-
    বয়স ১৮-৩০ বছর (In General) 
    আবেদনের সময়সীমা — ২০২৩  
    কারা অধিদপ্তরের সাইট www.prison.gov.bd

     

    কারা অধিদপ্তর নিয়োগের পদসমুহ

    পদের নামঃ কারারক্ষী (পুরুষ)
    পদ সংখ্যাঃ ৩৫৫ জন
    শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাশ
    বেতন স্কেলঃ গ্রেড ১৭ অনুযায়ী ৯,০০০-২১,৮০০/-

    পদের নামঃ কারারক্ষী (মহিলা)
    পদ সংখ্যাঃ ১৪ জন
    শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাশ
    বেতন স্কেলঃ গ্রেড ১৭ অনুযায়ী ৯,০০০-২১,৮০০/-

    Kara Odhidoptor Job Circular 2023 এর শর্তাবলি 

    1. Kara Odhidoptor Job Circular এ বর্ণিত নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিধি-বিধান/আদেশ/নিয়মাবলী এবং পরবর্তীতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
    2. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
    3. চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।
    4. সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। 
    5. সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। কিছু পদের জন্য লিখিত ও ব্যবহারিকে উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
    6. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যুনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থী প্রার্থিতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
    7. ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় পাস যে কোন প্রার্থীর প্রার্থীতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময়ে প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
    8. যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক ক্থলনজনিত অভিযোগে দন্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
    9. লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।
    10. Kara Odhidoptor কর্তৃপক্ষ পদের সংখ্যা কম বেশি ও বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোন পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করেন।

     

    যেসব তথ্যাদি কারা অধিদপ্তর নিয়োগের মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে 

    • মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতার সনদ মূল কপি প্রদর্শন করতে হবে
    • পূরণকৃত আবেদন ফর্মসহ আবেদনে দাখিলকৃত সকল সনদ এবং প্রবেশপত্রসহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে।
    • জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ প্রদান করতে হবে।
    • আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও পুত্র-কন্যার পুত্র-কন্যা (নাতি-নাতনি) হলে উক্ত বক্তব্যের স্বপক্ষে আবেদনকারীকে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার গেজেট/ভারতীয় তালিকা/লাল মুক্তিবার্তা নম্বর/সাময়িক সনদের নম্বর ও তারিখ/বামুস  সনদের নম্বর ও তারিখ উল্লেখপূর্বক) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র উপস্থাপন করতে হবে।
    • শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের ফটোকপি দাখিল করতে হবে।
    • সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদন্ত অনাপত্তি পত্র/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

    Department of Prisons official job circular 2023 Image

     

    kararokkhijpg

    Online Application Form: prison.teletalk.com.bd

    কারা অধিদপ্তরে নিয়োগ পরীক্ষার সময়সূচী ২০২৩ 

    কারা অধিদপ্তরে নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩

    কারাগার আধুনিক সভ্যতায় বন্দিদের সংশোধন ও সুপ্রশিক্ষিত করে সভ্য সমাজের মানুষ হিসেবে গড়ে তোলার প্রতিষ্ঠান।“রাখিব নিরাপদ দেখাব আলোর পথ’’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে দেশের কারাগারসমূহে বিপথগামী লোক/অপরাধীদের সঠিক প্রেষণা প্রদানের মাধ্যমে তাদের কৃত ভুল বুঝতে সহায়তা করা ও সংশোধন করা এবং বর্তমান যুগের সথে তাল মিলিয়ে সঠিক প্রশিক্ষণ প্রদান করে। দক্ষ মানব সম্পদ হিসেবে সমাজে ফিরিয়ে দেয়ার লক্ষ্যে কারা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

    গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহঃ

    1. Bangladesh jail website- www.prison.portal.gov.bd
    2. Ministry of Home Affairs- www.mha.gov.bd

    এই চাকরির খবরের সাথে সাদৃশ্য বিষয়সমূহ ঃ

    কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,Department of Prisons job circular, কারা অধিদপ্তরে নিয়োগ পরীক্ষার প্রশ্ন,কারা অধিদপ্তরে নিয়োগ ফলাফল,কারা অধিদপ্তরে নিয়োগ ২০২৩,কারা অধিদপ্তর আবেদন ফরম,কারা অধিদপ্তরে নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩,কারারক্ষী নিয়োগ ২০২৩ এর ফলাফল,কারারক্ষী নিয়োগ ২০২৩,bangladesh jail website,bangladesh jail police job circular 2023 pdf,bangladesh jail notice board,deputy jailer circular,bangladesh jail job application form,bangladesh jail application form,bangladesh jail police new circular 2023

    10 thoughts on “৩৬৯ পদে কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ! নতুন সার্কুলার”

    1. জেল পুলিশে কি( সিভিল )পিয়ন বা অন্য নিয়োগ কি তাড়াতাড়ি এ বছর দেবে

    2. 2020 সালের ডিসেম্বর মাসের কারা অধিদপ্তরে নিয়োগ হয়েছে ভাই

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com