বাংলাদেশ কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (১১৩ টি পদে নিয়োগ)

বাংলাদশের সকল কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ ও চাকরির খবর প্রকাশ করা হবে Bangladesh Custom VAT Job Circular পেজে। যেমন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনাল, কাস্টমস বন্ড কমিশনারেট,কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট, বন্দর কাস্টমস, ট্রেনিং একাডেমী,কাস্টম হাউজ, কাস্টম গোয়েন্দা, কাস্টমস সিপাই নিয়োগ ইত্যাদি।

বাংলাদেশ কাস্টমসে ১১ ধরনের ১১৩ টি পদে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। অনলাইনে আবেদন করতে পারবেন ০২ জুন ২০২৪ তারিখ পর্যন্ত। এসএসসি,এইচএসসি, স্নাতক পাস হলেই কাস্টম নিয়োগ এর বিভিন্ন পদে আবেদনের জন্য যোগ্য হবেন।

কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি 2024

কি চাকরি? সরকারি চাকরি ফুল টাইম 
মোট ক্যাটাগরি ০৬ ধরনের 
মোট শূন্য পদ ১৬৮ টি
আবেদন শুরুর তারিখ ১৩ মে ২০২৪
আবেদনের শেষ তারিখ ০২ জুন ২০২৪
শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেনি, এসএসসি, এইচএসসি, স্নাতক পাস
বয়সসীমা ১৮-৩০ বছর
আবেদনের মাধ্যম অনলাইনে

বাংলাদেশ কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

Bangladesh Custom VAT Job Circular 2024

1 customs
visa.kfplanet.com

2 customs

Source: Bangladesh Pratidin, 09 May 2024

Application Deadline: 02 June 2024

কাস্টমস নিয়োগ ২০২৪ অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত

  • কাস্টম পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রাথীগণকে উল্লেখিত ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে ও জমা দিতে হবে।
  • উক্ত সময়সীমার মধ্যে উক্ত User ID প্রাপ্ত প্রাথীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এরমাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
  • Online আবেদনপত্রে প্রাথী তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৩০০1 Pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৮০Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
  • প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
  • টেলিটকের SMS প্রেরণের মাধ্যমে পরীক্ষা ফি প্রদান করতে হবে।

কাস্টমস সিপাই এর কাজ কি?

কাস্টমস বা ম্যাজিস্ট্রেট এর সহকারীকে কাস্টমস সিপাই বলে। কাস্টমস এর বিভিন্ন অফিশিয়াল কাজে সাহায্য করা, সিনিয়রদের প্রটোকল ডিউটি পালন করা, কাস্টমস কর্মকর্তাদের রাজস্ব আহরণে, চোরাচালান প্রতিরোধে সহায়তা প্রদান করা কাস্টমস সিপাই এর কাজ।

কাস্টমস কোন মন্ত্রনালয়ের অধীনে?

অর্থ মন্ত্রনালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন কাস্টম পরিচালিত হয়।

🔎 শিক্ষা,চাকরি,লাইফ স্টাইল টিপস সহ সকল খবর সবার আগে জানতে 

KFPlanet ফেসবুক পেজ   📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡsটেলিগ্রাম চ্যানেল ফলো করুন 👉 Youtube চ্যানেল সাবস্ক্রাইব করুন। যে কোন সার্কুলার ডাউনলোড করতে আমাদের Mobile APP ইন্সটল করুন। 

11 thoughts on “বাংলাদেশ কাস্টমস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (১১৩ টি পদে নিয়োগ)

  1. আমি মনোবিজ্ঞান বিষয়ে অনার্স তৃতীয় বর্ষ পড়ছি,, লেখাপড়া চালিয়ে যাওয়ার মতো আর সামর্থ্যে জোটে না,, আমি কি এতে চাকরির উপযুক্ত হবো

      1. আমি এইচএসসি পাস আমি আবেদন করতে পারবো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com