কুয়েট ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২৩-২০২৪ (KUET Admission Requirements)

দক্ষিণ বঙ্গের মধ্যে  খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষা খাতে অনেক গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করছে।  কুয়েট শুধু দক্ষিণ বঙ্গে না পুরো বাংলাদেশের মধ্যে সেরা একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়। প্রকৌশল বিশ্ববিদ্যালয়টি খুলনা জেলায় অবস্থিত। খুলনার কুয়েট ভর্তি হওয়া অনেকের কাছেই একটি সপ্ন। চুয়েট,কুয়েট,রুয়েট সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাচাই করা হয়। কুয়েট ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২৩-২০২৪ দেখলে বুঝতে পারবেন আপনি ভর্তি পরীক্ষা দেয়ার যোগ্য কিনা।

কুয়েটের  পুর্বে নাম ছিল বাংলাদেশ ইন্সটিটিউট অফ টেকনোলজি , তার ও আগে খুলনা প্রকৌশল কলেজ। মূল ক্যাম্পাস খুলনা শহর থেকে ১৪ কিলোমিটার দূরে ফুলবাড়িতে অবস্থিত। ১৯৬৭ সালে প্রতিষ্ঠা লাভ করে এবং ২০০৩ সালে বিশ্ববিদ্যালয় হিসাবে যাত্রা শুরু করে। আধুনিক শিক্ষার প্রসারে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য । বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনেক বড় ভূমিকা পালন করছে।

কুয়েট ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২৩-২০২৪

কুয়েটে সমন্বিত ভর্তি পরীক্ষা হচ্ছে, কুয়েট সহ রুয়েট,চুয়েট  প্রকৌশল বিশ্ববিদ্যালয় একসাথে পরীক্ষা হবে।এসএসসি,এইচএসসি সমমান পাস করলে বিভিন্ন বিষয়ের উপর স্নাতক ১ম বর্ষে ভর্তি হতে পারবেন। এছাড়া বিদেশি শিক্ষার্থী বা ইংরেজি মাধ্যমের ছাত্র ছাত্রীরাও আবেদন করতে পারবেন। কুয়েটের ভর্তি যোগ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরা হলোঃ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তির যোগ্যতা

  • প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • প্রার্থীকে ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায়  কমপক্ষে জিপিএ ৪ পেয়ে পাশ করতে হবে।
  • প্রার্থীকে ২০২০ /২০২১ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪ পেতে হবে।
  • GCE-A লেভেল শিক্ষার্থী কে ২০২২ সালের নভেম্বরের পরে মধ্যে সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।
  • উচ্চ মাধ্যমিক,আলিম,কারিগরি সমমান পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন ০৩ বিষয়ে আলাদাভাবে জিপিএ ৫ পেতে হবে। তবে ইংরেজিতে কমপক্ষে ৪ পেতে হবে।
  • ইংরেজি ভার্সন বা বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমান পরীক্ষায় উক্ত বিষয় সমূহে সমতুল্য গ্রেড পেতে হবে।
  • বায়োমাডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৪ পেতে হবে।
  • O লেভেল পাশ শিক্ষার্থীর জন্য গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন, ইংরেজি বিষয়ে আলাদা ভাবে A গ্রেড পেতে হবে।
  • A লেভেল পাশ শিক্ষার্থী জন্য গনিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন, তিনটি বিষয়ে আলাদা ভাবে A গ্রেড পেতে হবে।
  • বায়োমাডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে A  লেভেল পরীক্ষায় জীববিজ্ঞানে অবশ্যই B গ্রেড পেতে হবে।
  • বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পাশ হলে গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে ৮০% বা সমমান গ্রেড পেতে হবে।
  • যোগ্য আবেদন কারীর মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন, ও ইংরেজি বিষয়ে মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ৩০০০০ হাজার প্রাথীকে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে দেওয়া হবে।
  • ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে O লেভেল এবং A লেভেল শিক্ষার্থী ও সংরক্ষিত আসনে  সরাসরি ভর্তি পরীক্ষা দিতে পারবে

KUET Admission Requirements 2024

KUET Admission Requirements 2024
visa.kfplanet.com

 

কুয়েটের কিছু তথ্য দেওয়া হল

নীতি বাক্যঃ প্রভু, আমায় জ্ঞান দাও

শিক্ষক সংখ্যাঃ ৫৫৭ এর বেশি, কর্মকর্তা ১৩২ এবং কর্মচারী ৪২৫

কুয়েটে তিনটি অনুষদে ১৮ টি বিভাগ আছে

পুরকৌশল অনুষদ

  • পুরকৌশল বিভাগ
  • নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগ
  • ভবন প্রকৌশল ও নির্মাণ ব্যবস্থাপনা বিভাগ
  • স্থাপত্য বিভাগ
  • গণিত বিভাগ
  • রসায়ন বিভাগ
  • পদার্থবিজ্ঞান বিভাগ
  • মানবিক বিভাগ

যন্ত্রকৌশল অনুষদ

  • যন্ত্রকৌশল বিভাগ
  • শিল্প প্রকৌশল ও ব্যবস্থাপনা বিভাগ
  • লেদার প্রকৌশল বিভাগ
  • তড়িৎ যন্ত্র ও প্রকৌশল বিভাগ
  • টেক্সটাইল প্রকৌশল বিভাগ
  • শক্তি বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
  • রসায়ন প্রকৌশল বিভাগ

তড়িৎ ও ইলেক্ট্রনিক অনুষদ

  • তড়িৎ ও ইলেক্ট্রনিক বিভাগ
  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
  • ইলেক্ট্রনিক্স ও টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগ
  • বায়োমেডিকেল প্রকৌশল বিভাগ
  • ম্যাটেরিয়াল সায়েন্স ও প্রকৌশল বিভাগ

আবাসিক হল সমূহ

কুয়েটে মোট ৭ টি আবাসিক হল আছে।

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল,  আসন সংখ্যা- ৫৫০টি
  • লালন শাহ হল,       আসন সংখ্যা-     ৩০০ টি
  • ফজলুল হক হল ,   আসন সংখ্যা-   ১৭৫ টি
  • অমর একুশে হল ,  আসন সংখ্যা-   ৫৫০ টি
  • খান জাহান আলী হল,  আসন সংখ্যা-  ৩০০ টি
  • ড. এম. এ. রশিদ হল,   আসন সংখ্যা-    ১৭৫ টি
  • রোকেয়া হল , ছাত্রী হল, আসন সংখ্যা-   ৪০০ টি

 

কুয়েট বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২০২৪,কুয়েট বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য,কুয়েট ভর্তি পরীক্ষা ২০২৩-২০২৪, কুয়েট ভর্তি বিজ্ঞপ্তি, কুয়েট ভর্তি পরীক্ষার তারিখ,কুয়েট ভর্তির নিয়ম,কুয়েট বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য,কুয়েট ভর্তি পরীক্ষার আবেদন,কুয়েট ভর্তি পরীক্ষার মানবন্টন, কুয়েট ভর্তি পরীক্ষার আবেদন লিংক,কুয়েট ভর্তি পরীক্ষার তারিখ,কুয়েট ভর্তি পরীক্ষা আবেদন,কুয়েট ভর্তি আপডেট,কুয়েট ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ,কুয়েট ভর্তি পরীক্ষার তথ্য,কুয়েট বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার,

 

3 thoughts on “কুয়েট ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২৩-২০২৪ (KUET Admission Requirements)

  1. আমি কারিগরি শিক্ষা বোড থেকে জিপিএ ৪.১৪ পেয়েছি।আমি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com