সরকারিভাবে কুয়েতে নার্স নিয়োগ হবে, ১৫০ টি পদে নিয়োগ দেয়া হবে!

সরকারিভাবে কুয়েতে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, ১৫০ টি পদে পুরুষ ও মহিলা চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন। বোয়েসেলের কুয়েত নার্স নিয়োগ এর মাধ্যমে কুয়েতের বিভিন্ন সরকারী হসপিটালে কুয়েতের কোম্পানির ব্যাবস্থাপনায়  জনবল নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের যে সকল বেকার ভাইবোনেরা বিদেশে যেতে ইচ্ছুক তাদের জন্য কুয়েতের নার্সিং সার্কুলার।

BOESL Job Circular 2023 দেখে নিন, আর বাংলাদেশের ডিপ্লোমা বা বিএসসি নার্সরা দেশের বাইরে নিজের ক্যারিয়ার গড়ুন। আপনার যোগ্যতা থাকলে দ্রুত আবেদন করে ফেলুন। কুয়েতের সরকারি সিটি গ্রুপ কোম্পানি, কুয়েত ও এডভ্যান্স টেকনোলোজি কোম্পানি এর ব্যবস্থাপনায় নিম্নে বর্ণিত পদসমূহে নিয়োগ দেওয়া হবে। কুয়েতে নার্স নিয়োগে যে যোগ্যতা চেয়েছে সেটা থাকলে দ্রুত আবেদন করার জন্য প্রস্তুতি নিয়ে নিন।

সরকারিভাবে কুয়েতে নার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

সরকারিভাবে কুয়েতে নার্স নিয়োগ বাংলাদেশের মহিলা ও পুরুষের জন্য অনেক বড় একটি সুযোগ।  কুয়েতের বিভিন্ন হাসপাতালে সরকারিভাবে ১৫০ টি পদে পুরুষ/নারী নার্স নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ০৭ নভেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত।

নিয়োগের শিরোনাম সরকারিভাবে কুয়েতে নার্স নিয়োগ
প্রতিষ্ঠানের নাম সিটি গ্রুপ, কুয়েত
জবের ধরণ কুয়েতের সরকারী হসপিটালে চাকরী
বিজ্ঞপ্তি প্রকাশ ১৬ অক্টোবর ২০২৩
মোট পদসংখ্যা ১৫০ জন
কত ক্যাটাগরি ০২ টি
আবেদন শুরু  ২০ অক্টোবর ২০২৩
আবেদন করার শেষ সময় ০৭ নভেম্বর ২০২৩ 
আবেদনের লিংক নিচে গুগুলের লিংক দেয়া আছে

পদের নামঃ বিএসসি পুরুষ নার্স
পদ সংখ্যাঃ ০৫ টি
বেতনঃ ৯০০০০ টাকা + (ওভারটাইম)
শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত কোন নার্সিং ইনস্টিটিউট/ প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রী।

পদের নামঃ ডিপ্লোমা পুরুষ নার্স
পদ সংখ্যাঃ পুরুষ ০৫ জন
বেতনঃ ৮০০০০ টাকা + (ওভারটাইম)প্রতিষ্ঠান শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত কোন নার্সিং ইনস্টিটিউট/ প্রতিষ্ঠিত থেকে ব্যাচেলর ডিগ্রী/ ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নামঃ ডিপ্লোমা মহিলা নার্স
পদ সংখ্যাঃ মহিলা ১৪৫ জন
বেতনঃ ৮০০০০ টাকা + (ওভারটাইম)
শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত কোন নার্সিং ইনস্টিটিউট/ প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রী/ ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

BOESL Job Circular 2023

শর্তবলী সমূহঃ

  • যেকোনো সরকারি, আধা-সরকারি বা বেসরকারি মেডিকেল কলেভ/হাসপাতাল/প্রতিষ্ঠানে নার্স হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ২ বছর ৬ মাস মেয়াদসহ পাসপোর্ট থাকতে হবে।
  • চাকুরিতে যোগদানের পর শিক্ষানবীশকাল ০৩ (তিন) মাস।
  • দৈনিক ০৮ (আট)ঘণ্টা ডিউটি সপ্তাহে ৬ (ছয়) দিন এবংবাৎসরিক ছুটি ৩০(ত্রিশ) দিন।
  • নার্স হিসেবে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের স্ব প্রতিষ্ঠান হতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
  • সরকারি নার্স হিসেবে কর্মরত প্রার্থীদের লিয়েন ছুট প্রাপ্তির যোগ্যতা অর্জিত হলেই আবেদন করতে পারবেন এবং চূড়ান্ত নির্বাচনের পরে লিয়েন ছুটি প্রার্থীকে নিজেই ব্যবস্থা করতে হবে।
  • প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা,খাওয়া এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে।
  • চাকুরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন (০৩)বছর সন্তোষজনক চাকুরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে।

boesl
visa.kfplanet.com

Application Deadline: 07 November 2023 

Application Link: www.boesl.gov.bd

কুয়েতে সরকারি হাসপাতালে অ্যাডভান্স টেকনোলজি কোম্পানি থেকে নিয়োগ 

গতবারের নিয়োগ বিজ্ঞপ্তি 

পদের নামঃ ডিপ্লোমা পুরুষ নার্স
পদ সংখ্যাঃ পুরুষ ০৫ জন
বেতনঃ ৮০০০০ টাকা + (ওভারটাইম)
শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত কোন নার্সিং ইনস্টিটিউট/ প্রতিষ্ঠিত থেকে ব্যাচেলর ডিগ্রী/ ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

 

4 thoughts on “সরকারিভাবে কুয়েতে নার্স নিয়োগ হবে, ১৫০ টি পদে নিয়োগ দেয়া হবে!

  1. i am Medical Technologist as:Diploma in Medical Faculty(DMF)and Intensive Care Assistant(ICA).i have 23yrs of experience as ICA from Combined Military Hospital(CMH)Dhaka,Bangladesh Army.i want to go Kuwait for serve kuwaity people,thanks a lot.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com