ক্রোয়েশিয়া জব ভিসা ২০২৩৪ : বোয়েসেল কাজের ভিসা ২০২৪

ক্রোয়েশিয়া জব ভিসা নিয়ে অনেকে ক্রোয়েশিয়া ওশোনিয়া মাহাদেশে অবস্থিত ক্রোয়েশিয়া দেশে যেতে চাই। সু সংবাদ হলো বিভিন্ন ধরনের পদে সরকারিভাবে নিয়োগ দেয়া হবে। সর্বশেষ Bangladesh Overseas Employment and Services Limited (BOESL) নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে ক্রোয়েশিয়া তে কাজের ভিসা বা জব ভিসা নেয়ার জন্য আবেদনের শেষ তারিখ ০২ ডিসেম্বর ২০২৩ তারিখ।

ক্রোয়েশিয়া প্রজাতন্ত্র, মধ্য ও দক্ষিণ-পূর্ব ইউরোপের সংযোগস্থলে অবস্থিত একটি দেশ। এর উপকূল সম্পূর্ণরূপে অ্যাড্রিয়াটিক সাগরের উপর অবস্থিত। বাংলাদেশের জনগণের জন্য দারুন একটি কাজের ভিসার সুযোগ নিয়ে এসেছে দেশটি। বোয়েসেল এর মাধ্যমে দেশটি জনবল নিয়োগ চলছে। ক্রোয়েশিয়া কাজের ভিসা ২০২৩ সার্কুলার নিয়ে সকল তথ্য দেখুন আমাদের পোস্ট থেকে।

ক্রোয়েশিয়া কাজের ভিসা ২০২৩ বোয়েসেল সার্কুলার

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর অধীনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ( বোয়েসেল) এর মাধ্যেম ক্রোয়েশিয়া তে কিছু সংখাক পুরুষ কর্মী নিয়োগ করা হবে। মোট ০৪ টি পদে ক্রোয়েশিয়া কাজের ভিসার নিয়োগ দেওয়া হবে, আপনার যোগ্যতা অনুসারে যে কোন পদে আবেদন করতে পারবেন। 

বিস্তারিত সকল তথ্য আমাদের BOESL Croatia Job visa for Bangladeshi পোষ্টে তুলে ধরা হল। বোয়েসেল এর মাধ্যমে ক্রোয়েশিয়া তে যাওয়ার সকল ধরনের তথ্য জানতে আমাদের ক্রোয়েশিয়া কাজের ভিসার পোস্টটা মনোযোগ দিয়ে পড়ুন।

ক্রোয়েশিয়া ভিসা ফর বাংলাদেশী চলমান তথ্য

বিজ্ঞপ্তির নাম ক্রোয়েশিয়া কাজের ভিসা ২০২৩ সার্কুলার
বিজ্ঞপ্তি প্রকাশ ৩০/১১/ ২০২৩
মোট ক্যাটাগরি ০১ টি
পদ সংখ্যা ০৪ টি
বয়স ২৫-৩৫ বছর
অভিজ্ঞতা পদ অনুসারে
কাজের সময় প্রতিদিন ০৮ ঘণ্টা
আবেদনের মাধ্যম অনলাইন
আবেদনে শেষ তারিখ ০২ ডিসেম্বর ২০২৩

ক্রোয়েশিয়া জব ভিসা,ক্রোয়েশিয়া তে চাকরীর শর্তবলী

  • চাকুরির চুক্তি ০২ (দুই) বৎসর, নবায়নযোগ্য
  • প্রতিদিন ০৮ ঘণ্টা, প্রতি সপ্তাহে ৪০ ঘণ্টা
  • প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা এবংকর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী ০৪ জুনকোম্পানি বহন করবে
  • প্রাথমিক চিকিৎসার খরচ কোম্পানি বহন করবে।
  • খাবারেরব্যবস্থা নিজেকে করতে হবে।
  • চাকরিতে যোগদানের বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে এবং চাকরি শেষে দেশে ফেরৎ আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে।
  • অন্যান্য শর্তাবলি ক্রোয়েশিয়া র শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

Croatia visa for Bangladeshi Job Circular 2023 

boesl 2

Application Deadline: 02 December 2023

কানাডা ওয়ার্ক পারমিট এর জন্য কিভাবে আবেদন করবেন ও বিস্তারিত তথ্য জানুন কানাডা জব ভিসা ২০২৩ পোস্ট থেকে। (Canadian Work Permit Visa)

আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক (০১) কপি জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি,ড্রাইভার পদের জন্য বৈধ লাইসেন্স এর কপি এবং অন্যান্য তথ্যাদি পূরণপূর্বক বোয়েসেল হতে প্রদত্ত লিংকে আবেদন করতে হবে।

🔎 শিক্ষা,চাকরি,লাইফ স্টাইল টিপস সহ সকল খবর সবার আগে জানতে 

KFPlanet ফেসবুক পেজ   📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡsটেলিগ্রাম চ্যানেল ফলো করুন 👉 Youtube চ্যানেল সাবস্ক্রাইব করুন। যে কোন সার্কুলার ডাউনলোড করতে আমাদের Mobile APP ইন্সটল করুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com