খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে ০৩ সেপ্টেম্বর তারিখে। এসএসসি, এইচএসসি,স্নাতক পাসে মোট ২২ ধরনের ১৩৭৭ টি পদের বিশাল নিয়োগ দিতে চলছে খাদ্য অধিদপ্তর। আবেদন করতে পারবেন আগামী ১১ অক্টোবর ২০২৩ তারিখে।
বাংলাদেশের যে কোন সরকারি বা বেসরকারি চাকরীর সবার আগে আপডেট পেতে আমাদের ওয়েব সাইট দেখতে পারেন। আমরা প্রতিদিন সকল JOB সার্কুলার আপডেট করে থাকি। গুগলে বা কষ্ট করে অন্য সাইটে বাংলাদেশের যে কোন চাকরি খুজার দিন শেষ হয়ে গেছে , কারন আমাদের kfplanet সাইটের মাধ্যমে সকল সার্কুলার আপনার কাছে চলে আসবে। চাকরি প্রার্থীগন আমাদের সাইটটি আপনার ব্রাউজারে বুকমার্ক বা Add to Home করে রাখতে পারেন।
এক নজরে খাদ্য অধিদপ্তর নিয়োগ ২০২৩
২০২৩ সালে, খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে ২২ ধরনের পদে মোট ১৩৭৭ টি পদের উল্লেখ রয়েছে। পদভেদে ৮,২৫০-২০,০১০/- থেকে ১১,০০০-২৬,৫৯০/- টাকা প্রতি মাসের বেতন নির্ধারিত হয়েছে। এসব পদে আবেদন করতে পারবেন এসএসসি, এইচএসসি, বা স্নাতক পাস প্রার্থীরা। নিয়োগের বিস্তারিত তথ্য এবং আবেদনের প্রক্রিয়া সম্পর্কে আরও তথ্য জানতে নিচে স্ক্রল করুন।
খাদ্য অধিদপ্তর দেশের সার্বিক খাদ্য ব্যাবস্থাপনা পরিচালনা ও নিয়ন্ত্রণ করে তাই প্রায়ই খাদ্য অধিদপ্তরে নিয়োগের প্রয়োজন হয়ে পড়ে। খাদ্য অধিদপ্তরে নিয়োগ ২০২৩ নিচে সংযুক্তি করা হয়েছে। বিজ্ঞপ্তিসহ বিস্তারিত তথ্য নিচের ইমেজ ফাইলে পাবেন।
খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ তথ্য চার্ট
কি চাকরি? | সরকারি অধিদপ্তরে চাকরি |
অধিদপ্তরের নাম | খাদ্য অধিদপ্তর Khaddo Odhidoptor |
বিজ্ঞপ্তির স্মারক নং | ১৩.০০.০০০০.০১৩.১১.০০১.২১.৭৯ |
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ | ০৩ সেপ্টেম্বর ২০২৩ |
মোট ক্যাটাগরি | ২২ ধরনের |
মোট পদ | ১৩৭৭ টি |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি/এইচএসসি স্নাতক/সমমান |
বয়সসীমা | ১৮-৩০ বছর |
আবেদন শুরু | ১২ সেপ্টেম্বর ২০২৩ ইং |
আবেদন শেষ | ১১ অক্টোবর ২০২৩ ইং |
আবেদন ফি | ১১২,২২৩ টাকা |
অনলাইনে আবেদনের লিংক | mofood.teletalk.com.bd |
অফিশিয়াল ওয়েবসাইট | www.dgfood.gov.bd |
খাদ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ দেখতে পারেন।
খাদ্য অধিদপ্তর বাংলাদেশ খাদ্য মন্ত্রনালয়ের অধীনে একটি অধিদপ্তর। যার মহাপরিচালক জনাব মোঃ বদরুল হাসান। খাদ্য অধিদপ্তরের প্রধান কার্যালয় ১৬,আব্দুল গনি রোডে অবস্থিত।তাছাড়া দেশের বিভিন্ন জাইগায় আঞ্চলিক কার্যালয় ,সাইকো কার্যালয় রয়েছে। খাদ্য অধিদপ্তরের প্রধান কার্যক্রমগুলো হলো সেবা কার্যক্রম,সংগ্রহ কার্যক্রম,উন্নয়নশীল ও কারিগরি সেবা কার্যক্রম।
Directorate General of Food DGFOOD Job Circular এর অনলাইনে আবেদন পক্রিয়া
- আগ্রহী প্রার্থীগণ dgfood teletalk ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন ও জমা দিতে পারবেন।
- উক্ত লিংকে প্রবেশ করে নিচের ছবির মত একটি Web Based Recruitment System ইন্টারফেস দেখতে পারবেন। সেখান থেকে Application Form (Click here to Apply Online) এ ক্লিক করুন।
- আবেদন ফরমে ক্লিক করলে সকল পদসমূহ দেখতে পারবেন। আপনার পছন্দের পদে ক্লিক করুন।
- আপনার কাঙ্ক্ষিত পদে ক্লিক করলে Alljobs Premium Member এর একটি নোটিফিকেশন শো করবে। আপনি প্রিমিয়াম মেম্বার হলে Yes আর না হলে No দিন।
- Yes বা No দিয়ে NEXT করার পর আবেদন ফর্মটি দেখতে পারবেন। Application form এর নিচে আপনার পদটি দেখতে পারবেন।
- Departmental Status Information এ Govt. Employee সিলেক্ট করে আপনার তথ্য দেয়া শুরু করুন। আপনার নাম, বাবার নাম, ও মা এর নাম ইংরেজিতে ও বাংলায় লিখুন।
- এরপর আপনার জন্মতারিখ দিন। জাতীয়তা, ধর্ম, লিঙ্গ সিলেক্ট করার আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার ইনপুট করুন
- জাতীয় পরিচয়পত্র না থাকলে NO দিয়ে Birth Registration অপশন থেকে Yes দিয়ে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা লিখুন।
- পাসপোর্ট থাকলে yes দিয়ে পাসপোর্ট আইডি নাম্বারটা ইনপুট করুন। বৈবাহিক অবস্থা, আপনার মোবাইল নাম্বার, আবার আপনার একই মোবাইল নাম্বার ইমেইল দিয়ে পরের ধাপে চলে যান।
- আপনার কোন কোটাধারী হলে সেটি সিলেক্ট করুন। এরপর ঠিকানাতে চলে যান।
- বর্তমান ও স্থায়ী ঠিকানার জায়গায় ভালোভাবে আপনার এড্রেসগুলা এন্ট্রি করুন।
- শিক্ষাগত যোগ্যতার ডিগ্রি সিলেক্ট করে সকল তথ্য সঠিকভাবে দিন। অভিজ্ঞতার অপশন দরকার হলে টিক চিহ্ন দিয়ে সেটি পূরণ করুন।
- সকল তথ্য সঠিকভাবে দিয়েছেন কিনা একবার চেক করুন। এরপর সিকুরিটি কি বসিয়ে দিন। I declare that অপশনে টিক চিহ্ন দিয়ে আপনার আবেদনপত্র সাবমিট করুন।
- অনলাইনের ছবি ও স্বাক্ষর আপলোড সফলভাবে সম্পন্ন করার পর, কম্পিউটারে এপ্লিকেশন প্রিভিউ দেখতে পারবেন। তারপর আপনি একটি ইউজার আইডি পাবেন।
- এছাড়া ছবি,স্বাক্ষরযুক্ত আবেদন পত্রের একটি অনলাইন কপি পাবেন। সেটি প্রিন্ট বা ডাউনলোড করে পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
- আবেদনপত্র সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। ইউজার আইডি ব্যাবহার করে টেলিটক সিমে ০২ এসএমএস করে আবেদন ফি সফলভাবে জমা দিতে হবে।
খাদ্য অধিদপ্তর নিয়োগ 2023 আবেদনের শেষ সময়
Khaddo Odhidoptor নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দিতে হবে। আবেদন শুরু হবে ১২-০৯-২০২৩ সকাল ১০:০০ টা। আর অনলাইনে আবেদনপত্র জমাদান শেষ হবে ১১-১০-২০২৩ বিকাল ০৫ টার সময়।
উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি পাওয়া প্রার্থী অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী ৭২ বোহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
Khaddo Odhidoptor DGFood job circular 2023 Image
Application Deadline: 11 October 2023
To Apply: http://dgfood.teletalk.com.bd
To Apply: mofood.teletalk.com.bd
খাদ্য অধিদপ্তরের নিয়োগ সম্পর্কিত অফিস টাইমে যেকোন প্রয়োজনে কল করতে পারেন।
01706-504169, 01305-703874, 01727-233524, 01304-732196
খাদ্য অধিদপ্তর পরীক্ষার ফলাফল
খাদ্য অধিদপ্তরের এমসিকিউ/লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তরের এমসিকিউ/লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।
- ফলাফল প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর
- পরীক্ষা হয়েছিলোঃ ৫ নভেম্বর ২০২৩
- পদঃ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর।
- পরীক্ষার ধরণঃ MCQ/Written
- ফুল রেজাল্ট দেখুনঃ www.dgfood.gov.bd
খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডঃ
প্রবেশপত্র ডাউনলোডের তারিখঃ ২১ নভেম্বর থেকে ০২ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত
প্রবেশপত্র ডাউনলোডের সাইটঃ admit.dgfood.gov.bd
খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সময়সূচী ২০২৩ঃ
খাদ্য অধিদপ্তরের নন গেজেটেড পদের এমসিকিউ/লিখিত পরীক্ষার নোটিশ প্রকাশ হয়েছে। জুলাই ২০২৩ সালের খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির এমসিকিউ/লিখিত পরীক্ষার অপেক্ষার অবসান হয়েছে।
- নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ১১ জুলাই ২০২৩
- পদঃ স্প্রে ম্যান, হিসাব রক্ষক
- পরীক্ষার ধরণঃ MCQ/Written
- পরীক্ষার তারিখঃ ১৪ জানুয়ারি ২০২৩
খাদ্য অধিদপ্তর নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচী
খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ♠www.dgfood.gov.bd♠
Thanks.