গণ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ও ভর্তি তথ্য ২০২৪

গণ বিশ্ববিদ্যালয় ভর্তি শুরু হয়েছে। অনার্স,বিএসসি ও মাস্টার্স প্রোগ্রামে গণ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কোর্সভেদে যোগ্যতার ভিন্নতা রয়েছে। যেসব বিষয়ে ভর্তি হতে চান যে সকল বিষয়ের আবেদনের যোগ্যতা দেখুন ছক থেকে। গণ বিশ্ববিদ্যালয় কোর্সের মেয়াদ ও আসন সংখ্যাও দেখতে পারবেন।

Gono Bishwabidyalay Admission নিতে অনলাইনে আবেদনের লিংকঃ https://admission.gonouniversity.edu.bd/apply-online

গণ বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ও আসন সংখ্যা 

বিষয় আবেদনের যোগ্যতা কোর্সের মেয়াদ আসন সংখ্যা 
 ব্যাচেলর ফার্মেসী
  • গণিতসহ এসএসসি,এইচএসসিতে সাইন্স থাকতে হবে।
  • উভয় পরীক্ষায় ২.৫ জিপিএ পেতে হবে।
০৪ বছর(৮ সেমিস্টার) ৭৫
 বিএসসি(অনার্স) মাইক্রোবায়োলজি
  • এসএসসি,এইচএসসিতে সাইন্স থাকতে হবে।
  • উভয় পরীক্ষায় ২.৫ জিপিএ পেতে হবে।
০৪ বছর(৮ সেমিস্টার) 50
 বিএসসি(অনার্স) বায়োকেমিস্ট্রি ও মলিকুলার
  • এসএসসি,এইচএসসিতে সাইন্স থাকতে হবে
  • উভয় পরীক্ষায় ২.৫ জিপিএ পেতে হবে।
০৪ বছর (৮ সেমিস্টার) 50
 বিএসসি(অনার্স) in Medical Physics and Biomedical Engineering
  • গণিতসহ এসএসসি,এইচএসসিতে ২য় বিভাগ বা
  • উভয় পরীক্ষায় ২.৫ জিপিএ পেতে হবে

(Diploma in electrical/ electronics / mechanical engineering from Government approved Polytechnic Institute.)

০৪ বছর(৮ সেমিস্টার) 50
 বিএসসি(অনার্স)in Computer Science & Engineering
  • এসএসসি,এইচএসসিতে সাইন্স থাকতে হবে
  • উভয় পরীক্ষায় ২.৫ জিপিএ পেতে হবে।
  • ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আবেদন করতে পারবেন।
০৪ বছর(৮ সেমিস্টার) ৫০
 বিএসসি(অনার্স) Applied Mathematics
  • এসএসসি,এইচএসসিতে সাইন্স থাকতে হবে।
  • উভয় পরীক্ষায় ২.৫ জিপিএ পেতে হবে।
  • ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আবেদন করতে পারবেন।
০৪ বছর(৮ সেমিস্টার) ৩০
বিএসসি(অনার্স) Chemistry & Physics
  • এসএসসি,এইচএসসিতে সাইন্স থাকতে হবে।
  • উভয় পরীক্ষায় ২.৫ জিপিএ পেতে হবে।
  • ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আবেদন করতে পারবেন।
০৪ বছর(৮ সেমিস্টার) ৫০
বিএসসি(অনার্স) Electrical and Electronic Engineering
  • এসএসসি,এইচএসসিতে সাইন্স থাকতে হবে
  • উভয় পরীক্ষায় ২.৫ জিপিএ পেতে হবে।
  • ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আবেদন করতে পারবেন।
০৪ বছর(৮ সেমিস্টার)  ৫০
 বিএ (অনার্স) Business Administration
  • এসএসসি,এইচএসসিতে ২য় বিভাগ বা
  • উভয় পরীক্ষায় ২.৫ জিপিএ পেতে হবে।
০৪ বছর(৮ সেমিস্টার) ৪০
 বিএ (অনার্স) ইংরেজি
  • এসএসসি,এইচএসসিতে ২য় বিভাগ বা
  • উভয় পরীক্ষায় ২.৫ জিপিএ পেতে হবে।
০৪ বছর(৮ সেমিস্টার) ৪৫
 বিএ (অনার্স) Politics & Governance
  • এসএসসি,এইচএসসিতে ২য় বিভাগ বা
  • উভয় পরীক্ষায় ২.৫ জিপিএ পেতে হবে।
০৪ বছর(৮ সেমিস্টার) ৫০
 বিএ (অনার্স) বাংলা ভাষা এন্ড সংস্কৃতি
  • এসএসসি,এইচএসসিতে ২য় বিভাগ বা
  • উভয় পরীক্ষায় ২.৫ জিপিএ পেতে হবে।
০৪ বছর(৮ সেমিস্টার) ৩০
 বিএ (অনার্স) Sociology and Social Work
  • এসএসসি,এইচএসসিতে ২য় বিভাগ বা
  • উভয় পরীক্ষায় ২.৫ জিপিএ পেতে হবে।
০৪ বছর(৮ সেমিস্টার) ৫০
 বিএ (অনার্স) আইন
  • এসএসসি,এইচএসসিতে ২য় বিভাগ বা
  • উভয় পরীক্ষায় ২.৫ জিপিএ পেতে হবে।
০৪ বছর(৮ সেমিস্টার) ১০০
 বিএসসি অনার্স পরিবেশ বিজ্ঞান
  • এসএসসি,এইচএসসিতে ২য় বিভাগ বা
  • উভয় পরীক্ষায় ২.৫ জিপিএ পেতে হবে।
০৪ বছর(৮ সেমিস্টার) ৩০
ব্যাচেলর ইন ভেটেরিনারি সাইন্স এন্ড এনিম্যাল হাসবেন্ডারি

(B.Sc. Vet. Sc & A. H.)

 

  • এসএসসি,এইচএসসিতে সাইন্স থাকতে হবে।
  • উভয় পরীক্ষায় ২.৫ জিপিএ পেতে হবে।
  • জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও গণিত থাকতে হবে।
০৫ বছর (৯ সেমিস্টার)
+ ০১ সেমিস্টার Internship
৫০

গণ বিশ্ববিদ্যালয় ভর্তি খরচ কেমন?

গণ বিশ্ববিদ্যালয়ে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদদের ৫টি বিভাগের খরচঃ  বাংলাতে অনার্স ১.৫ লাখ আর মাস্টার্স ৮০ হাজার, ইংরেজিতে অনার্স ২.৫০ লাখ আর মাস্টার্স ১.২০ লাখ,  রাজনীতি ও প্রশাসনে অনার্স ২ লাখ, মাস্টার্স ১.২০ লাখ আইনে অনার্স ৩ লাখ,  সমাজ বিজ্ঞান ও সমাজ কর্মে অনার্স ০২ লাখ।

গণ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদদের ৫টি বিভাগের খরচঃ কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সংক্ষেপে CSE তে খরচ পড়বে ৩ লাখ (বিএসসি)। ফলিত গণিতে ১.৫০ লাখ (বিএসসি)। মেডিকেল ফিজিক্স ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এ খরচ হবে ২ লাখ ২৫ হাজার(বিএসসি), পদার্থ ও রসায়নে খরচ ২ লাখ(বিএসসি), ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইন্জিনিয়ারিং (বিএসসি) সংক্ষেপে ইইই তে খরচ হবে ২ লাখ ৮০ হাজার টাকা।

গণ বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদঃ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজিতে স্নাতক পর্যায়ে খরচ ২ লাখ ২৫ হাজার টাকা, ফার্মেসিতে স্নাতক খরচ ৫ লাখ টাকা,তবে মাস্টার্স ১ লাখ ২০ হাজার টাকা, মাইক্রোবায়োলজিতে স্নাতক করলে খরচ পড়বে ৩ লাখ ৫০ হাজার টাকা, আর স্নাতকোত্তর কোর্স করতে গুনতে হবে ১ লাখ ১৫ হাজার টাকা।

গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্সেস খরচ কত?   ৬ মাসের ইন্টার্নিসহ ৫ বছর বিএসসি পড়তে খরচ করতে হবে ৫ লাখ টাকা

গণ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

honors gono uni
visa.kfplanet.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com