গাজীপুর জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৪ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত হয়। বাংলাদেশ আবহাওয়া বিভাগ গাজীপুর রমজানের ক্যালেন্ডার সুচি গবেষণা করে। এছাড়া কিছু ইসলামিক ইউনিভার্সিটি সকল তথ্য বিশ্লেষণ করে গণনার মাধ্যমে সেহরি ও ইফতারের সময়সূচি আমাদের সামনে উপস্থাপন করে।
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা সমস্ত প্রাপ্তবয়স্ক মুসলমানদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। তবে ইসলামের আইনটি শিথিল করা হয়েছে যেমন, তীব্র বা দীর্ঘস্থায়ী অসুস্থ ব্যাক্তি, ভ্রমণকারী, বয়স্ক, গর্ভবতী, স্তন্যপান করানো মা, ডায়াবেটিস ঝুকিসম্পন্ন রোগী এর ক্ষেত্রে। সূর্যোদয় এর আগের খাবারটি সেহরি হিসাবে উল্লেখ করা হয় এবং সন্ধ্যায় মাগরিবের আযানের সময় সাওম বা রোজা ভেঙ্গে ফেলাকে ইফতার বলা হয়।
গাজীপুর রমজানের সময় সূচি ক্যালেন্ডার 2024
সঠিক ও পরিস্কার ছবিতে রমজানের সময় সূচি গাজীপুর ক্যালেন্ডারটি দেখতে পারবেন শুধুমাত্র KFPlanet ওয়েবসাইটে। আমরা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত ২০২৪ সালের গাজীপুর তে সেহরি ও ইফতারের সময়সূচিও সংযুক্ত করবো। এছাড়া রমাযানের সাওম এর কিছু প্রয়োজনীয় তথ্য, দোয়া জানানোর চেষ্টা করবো। গাজীপুর জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৪ নিচে দেয়া হলোঃ
→ সকল জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৪-রমজান ২০২৪ ক্যালেন্ডার দেখুন
আরবি সাল | ১৪৪৫ হিজরি |
ইংরেজি সাল | ২০২৪ |
কোন জেলার সময়সূচী | গাজীপুর জেলার |
সময়সূচি | সেহরি ও ইফতারের |
রমাযানের সাওম শুরু | ১২ মার্চ ২০২৪ |
রমাযানের সাওম শেষ | ১০ এপ্রিল ২০২৪ (চাঁদ দেখার উপর) |
সুত্র | ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ |
গাজীপুর জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৪
ইসলামিক ফাউন্ডেশন সেহরি ও ইফতারের সময়সূচী 2024
ঢাকা বিভাগের রমজানের ক্যালেন্ডার
- গোপালগঞ্জ জেলার সেহরি ও ইফতারের সময়সূচি
- কিশোরগঞ্জের সেহরি ও ইফতারের সময়সূচি ক্যালেন্ডার
- ঢাকা জেলার রমজানের ক্যালেন্ডার ও সময়সূচী
- নারায়ণগঞ্জ জেলার সেহরি ও ইফতারের সময়সূচি
- মানিকগঞ্জ সেহরি ও ইফতারের সময়সূচি
- টাঙ্গাইল জেলার সেহরি ইফতার সময়সূচি