Skip to content

চাকরি ছাড়ার দরখাস্ত লেখার নিয়ম ২০২৪

    আপনি যদি চাকুরি হতে ইস্তফা প্রদানের দরখাস্ত এর জন্য খুজছেন তাহলে এটাই আপনার জন্য সঠিক পোস্ট । কারন আজকে আমরা দেখাবো কিভাবে অব্যাহতি পত্রের লিখতে হয় । আর কি কি লিখতে হয় । সাধারণতো দেখা যায় যে অনেকের চাকরির অভাব হয় না  বা বিভিন্ন রকম সমস্যার কারনে আমাদের চাকুরি ছেড়ে দিতে হয় । এখন কথা হলো কিভাবে চাকরি থেকে অব্যাহতি পত্র টি লিখবো । এখানে আপনি বলতে পারেন যে ইস্তফা পত্র আর অব্যাহতি পত্র কি আলাদা ।

    চাকরি ছাড়ার দরখাস্ত

    চাকরি ছাড়ার দরখাস্ত

    কিভাবে একটি চাকুরী হতে অব্যাহতির/ইস্তফার আবেদন লিখবেন

    আবেদন পত্র লেখার নিয়ম
    আবেদন পত্রটি লিখতে আপনি উন্নত মানের কাগজ ব্যবহার করতে পারেন । অথবা যে কোন কমম্পিউটার এর দোকান থেকে ও লিখে নিতে পারেন ।
    ১ । সাধারণত একটি আবেদন পত্র লিখতে হলে প্রথমে আমরা তারিখ লেখে থাকি । তবে তারিখটি হলে জমাদান করার দিনের তারিখ ।
    ২ । তারিখ লেখার পরে সাধারণত আমার বরাবর লিখে থাকি । যেখানে আবেদন পত্রটি লিখতে হবে তার ঠিকান সঠিক ভাবে লিখতে হবে । যেমনঃ আমরা যদি বিদ্যালয় কোন আবেদন পত্র লিখতে চাই তাহলে আমরা বিদ্যালয় এর প্রধান শিক্ষক এর কাছে আবেদন করে থাকি ।
    সরকারি চাকরি হতে ইস্তফা দেওয়ার নমুনাপত্র নিচে দেওয়া হলো

    তারিখ: ০০/০০/২০২৩

    বরাবর,
    …………………………………..
    খুলনা।

    মাধ্যম: যথাযথ কর্তৃপক্ষ।

    বিষয়: চাকুরী হতে অব্যাহতির জন্য আবেদন ।

    জনাব/জনাবা,
    বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী ………………..এখানে আপনি যে পদে বর্তমানে আছেন তার নাম ও প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা দিতে হবে…., …………………. । আমি গত ০০/০০/২০২৩ খ্রি: তারিখে উক্ত পদে যোগদান করি। বর্তমানে আমার ব্যক্তিগত সমস্যার কারণে ০০/০০/২০.. তারিখ হতে  স্বেচ্ছায় স্ব-জ্ঞানে চাকুরী হতে অব্যাহতি পত্র প্রদান করছি।
    অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন অনুগ্রহপূর্বক ০০/০০/২০.. খ্রি: তারিখ হতে আমার অব্যাহতি পত্র গ্রহণ করিতে আপনার একান্ত মর্জি হয়।নিবেদক
    ………….(স্বাক্ষর)
    ………………(পদের নাম)
    ………………(প্রতিষ্ঠানের নাম)
    …………..।(প্রতিষ্ঠানের ঠিকানা)নমুনা স্বাক্ষর:

    ০১। …………………………………
    ০২। ………………………………..
    ০৩। ………………………………..


    চাকরি ছাড়ার আবেদন পত্র লেখার নিয়ম,kfplanet.com,চাকরির রিজাইন লেটার লেখার নিয়ম,চাকরি হতে অব্যাহতি পত্র নমুনা,পদত্যাগ পত্র লেখার নিয়ম বাংলা,অব্যাহতি পত্র ফরমেট,রিজাইন পত্র লেখার নিয়ম,রিজাইন পত্র নমুনা,সরকারি চাকরি হতে অব্যাহতি,ইস্তফাপত্র,employment resignation letter,resignation email,sample professional resignation letter,short resignation letter,best resignation email,sample resignation letter 2 weeks notice,formal resignation letter sample with notice period,notice of resignation,

    4 thoughts on “চাকরি ছাড়ার দরখাস্ত লেখার নিয়ম ২০২৪”

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com