Skip to content

বাংলাদেশ চা বোর্ডে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (JSC,SSC,Diploma পাসে)

    চা বোর্ডে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি  

    চা বোর্ডে চাকরি বা নিয়োগ বিজ্ঞপ্তি খবর নিয়ে হাজির হয়েছি আমরা। চা বোর্ডের অধীনে চাকরি খুঁজছেন ? সম্প্রতি বাংলাদেশ চা বোর্ড কর্তৃক ০৮ ধরনের ১০ পদের জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চা বোর্ডের সরকারি চাকরিতে আবেদন করে চেষ্টা করতে পারেন। আবেদন করা যাবে আগামী ০৫ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত।

    বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর যাবতীয় তথ্য

    প্রতিষ্ঠানের নাম  Bangladesh Tea Board btb
    চাকরির ক্যাটাগরি সরকারি চাকরি
    নিয়োগ শিরোনাম ইংরেজি Bangladesh Tea Board btb Job Circular 2023
    বিজ্ঞপ্তি প্রকাশ ০১ ফেব্রুয়ারি ২০২৩
    কত ক্যাটাগরি? ০৮ ধরনের
    পদের সংখ্যা ১০ টি পদ
    বয়স হতে হবে ১৮-৩০ বছর (জেনারেল)
    বেতন স্কেল ৮,২৫০-২০,০১০/- থেকে ১২,৫০০-৩০,২৩০/-
    বেতন গ্রেড ১১,১৪,১৬,১৯,২০
    শিক্ষাগত যোগ্যতা JSC, SSC, HSC, Honors
    আবেদনের মাধ্যম ডাকযোগের মাধ্যমে
    আবেদন ফি ১০০, ২০০,৩০০ টাকা
    আবেদন শুরু ০২ ফেব্রুয়ারি ২০২৩
    আবেদন শেষ ০৫ মার্চ ২০২৩
    অফিসিয়াল ওয়েবসাইট http://www.teaboard.gov.bd

    বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ চা বোর্ডে বিভিন্ন ধরনের পদে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য ডাকযোগে আবেদনপত্র আহ্বান করেছে। ০১ থেকে ০৮ নং ক্রমিক পদের জন্য বেতন গ্রেড হবে ১১,১৪,১৬,১৯,২০ । জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে বেতন স্কেল দাঁড়াবে ৮,২৫০-২০,০১০/- থেকে ১২,৫০০-৩০,২৩০/-  টাকা মাসিক (পদভেদে)।এছাড়া সরকারি চাকরির সকল সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।

    বাংলাদেশ চা বোর্ডে চাকরির পদসমূহ

    ১.পদের নাম: ফোরম্যান (০১) 
    শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা ডিগ্রি।
    দক্ষতাঃ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার
    বেতন স্কেলঃ ১২,৫০০–৩০,২৩০/- টাকা
    বেতন গ্রেডঃ ১১

    ২. সিনিয়র মেকানিক ( ০১ টি)   
    পড়াশোনার যোগ্যতাঃ এসএসসি পাস ও অভিজ্ঞতা।
    বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০/-
    বেতন গ্রেড-১৪

    ৩.পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ( গ্রেড ১৬)
    পদের সংখ্যাঃ ০২ টি
    বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
    বেতন গ্রেডঃ ১৬
    শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক/সমমান
    অভিজ্ঞতাঃ টাইপে বাংলায় ১৫ ও ইংরেজিতে ২০ শব্দ মিনিটে

    ৪. পদের নামঃ গাড়িচালক
    পদ সংখ্যাঃ ০১ টি
    বেতনঃ ৯,৩০০-২২,৪৯০/- টাকা
    গ্রেডঃ ১৬
    যোগ্যতাঃ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ভারী,মধ্যম,হালকা লাইসেন্সসহ যানবাহন চালনায় পারদর্শী হতে হবে।

    ৫.পদের নামঃ কার্পেন্টার
    পদ সংখ্যাঃ ০১ টি
    বেতনঃ ৯,৩০০-২২,৪৯০/- টাকা
    গ্রেডঃ ১৬
    যোগ্যতাঃ ছুতার কাজের সার্টিফিকেট ও অভিজ্ঞতা

    ৬. পদের নামঃ কুক ০১ টি
    পড়াশোনার যোগ্যতাঃ এসএসসি/সমমান পাস
    বয়সসীমাঃ ১৮-৩০ বছর।
    বেতন স্কেলঃ ৮,৫০০-২০,৫৭০/- (গ্রেড-১৯)
    অভিজ্ঞতাঃ রন্ধন কাজে পারদর্শী

    ৭. পদের নামঃ চেইনম্যান 
    পদ সংখ্যাঃ ১ টি
    বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা
    গ্রেডঃ ২০
    যোগ্যতাঃ অষ্টম শ্রেণী পাস, স্বাস্থ্যবান ও পরিশ্রমী হতে হবে।

    ৮.পদের নামঃ মালি
    পদ সংখ্যাঃ ২ টি
    বেতনঃ ৮২৫০-২০০১০ টাকা
    গ্রেডঃ ২০
    যোগ্যতাঃ অষ্টম শ্রেণী পাস।

     

    tea board 1

    tea board 2

    Application Deadline: 05 March 2023

    কে এফ প্ল্যানেট ফেসবুক পাতা

    Application Deadline: 23 February 2023

    বাংলাদেশ চা বোর্ড একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেটি চা উৎপাদন, নিয়ন্ত্রণ এবং চা উৎপাদনে উৎসাহমুখী নীতি প্রণয়নের দায়িত্ব পালন করে।বাংলাদেশ চা বোর্ড নাসিরাবাদ,চট্টগ্রাম, বাংলাদেশে অবস্থিত। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, শেখ মুজিবুর রহমান, এই বোর্ডের একজন প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। বর্তমানে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: সাফিনুল ইসলাম, chairman@teaboard.gov.bd আর চা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটঃ www.teaboard.gov.bd

    বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যক্রম হচ্ছে চা শিল্পের উন্নয়ন , বিপণন ও রপ্তানী বৃদ্ধির জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ, নিত্য নতুন চা বাগান প্রতিষ্ঠা ও  চা বাগান পুর্নবাসন, বাংলাদেশে উৎপাদিত চায়ের উপর কর আরোপ ও সামগ্রিকভাবে চা শিল্পের কার্যক্রম নিয়ন্ত্রণ করা। বাংলাদেশ চা বোর্ড নাসিরাবাদ, চট্টগ্রাম, বাংলাদেশে অবস্থিত। বাংলাদেশের চা শিল্পকে পরিচিত করতে একটি মাধ্যম গড়ে তোলা এবং দেশে-বিদেশে চাপ্রেমীদের কাছে এ শিল্পকে তুলে ধরাই এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য।

    আপনি এই ওয়েবসাইটে এসেছেন কারণ আপনি নিচের বিষয়গুলো থেকে খুঁজেছেনঃ

    চা বোর্ডে নিয়োগ,চা বোর্ডে চাকরির বিজ্ঞপ্তি,চা বোর্ডে নিয়োগ,,চা বোর্ডে চাকরি,চা বাগানে চাকরি, চা বোর্ড কোথায়, বাংলাদেশ চা বোর্ড কোথায় অবস্থিত,সিলেটের চাকরির খবর,bangladesh tea board chittagong,bangladesh tea board address,sylhet tea garden job,bangladesh tea board job,tea garden manager jobs in bangladesh,bangladesh tea board job application form, চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,চা বোর্ডে নিয়োগ ২০২৩,চা বাগানে নিয়োগ ২০২৩,চা বাগানে চাকরি ২০২৩

    6 thoughts on “বাংলাদেশ চা বোর্ডে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (JSC,SSC,Diploma পাসে)”

    1. কোনো মহিলা প্রার্থী কি চা বাগানে প্রশাসনিক পদে চাকরি করতে পারে না?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com