টি শার্ট ছাড়া যেন ছেলেদের চলেই না। সব বয়সে এই টি শার্টের চাহিদা রয়েছে। এটি যেমন সহজলভ্য তেমন সব খানেই আপনি পরিধান করতে পারেন। চলুন দেখে নিই ছেলেদের টি শার্ট কেমন হয় , গায়ের রঙের সাথে কোন কালার গেঞ্জি সুইট করবে ? কিভাবে আপনি অরজিনাল টি শার্ট চিনতে পারবেন এবং তারপর ছেলেদের নতুন টি শার্ট কালেকশন নিয়ে আলোচনা হবে।
ছেলেদের টি শার্ট কালেকশন কোনটা বাছাই করবেন?
বয়স ও ফ্যাশনভেদে ছেলেদের টি শার্টের পার্থক্য রয়েছে। ঢিলাঢোলা , লং বেশি, স্লিম ফিট, বডি ফিট পছন্দ অনুসারে ছেলেরা ক্রয় করে থাকে। ফর্সা ছেলেরা কালো, ডার্ক টাইপের টি শার্ট ইউজ করতে পারেন। বেশি কালারফুল টিশার্ট গুলো খুব মানাবে যারা শ্যামলা প্রকৃতিদের।আপনার যদি বেশি ভুঁড়ি থাকে তাহলে টি-শার্ট এড়িয়ে চলাই ভালো। এছাড়া বয়সের সাথে মানাবে এমন ডিজাইন বেছে নিতে ভুল করবেন না।
কত ধরনের কাপড় সচরাচর দেখা যায়?
সুতি,কটন,সুতির সাথে পলিস্টার মিক্স, ভিসকোস এই তিন ধরনের কাপড় সচরাচর দেখা যায়। সাধারনত আমাদের মার্কেটে বা অনালাইনে পোলো টি শার্ট, হেনলে টি-শার্ট, পকেট টি-শার্ট , হুডেড টি-শার্ট, স্ট্রাইপ টি-শার্ট,ইউ নেক টি-শার্ট,গ্রাফিক টি-শার্ট, ভি নেক টি-শার্ট পাওয়া যায়।
সকল দিবস ও নতু্ন অফার এর জন্য দেশের ই কমার্স সাইটের ডিল সেকশন চেক করে আসতে পারেন।
আমাদের অফিসিয়াল ফেসবুক পেজঃ কে এফ প্ল্যানেট ফেসবুক পাতা
টি শার্ট কালেকশন, টি শার্ট ডিজাইন, কলার টি শার্ট, পোলো শার্ট, শার্টের মডেল, নতুন শার্টের ডিজাইন, এক কালার শার্ট, ছেলেদের টি শার্ট অফার,