প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সংক্ষিপ্ত রুপ বিএমইটি (BMET)। বর্তমানে ০৪ টি বিভাগীয় অফিস ও দেশের বিভিন্ন জেলাই ২৪ অফিসের মাধ্যমে বিএমইটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। ১৯৭৬ সালে প্রতিষ্ঠা হওয়া এই ব্যুরোর মাধ্যমে দেশের সকল বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
আমরা পাঠকের চাহিদার মূল্য দিয়ে থাকি তাই জনশক্তি কর্মসংস্থান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮ প্রকাশ করা হবে এই এক পেজে। এ ছাড়াও আমরা সকল সরকারি বেসরকারি চাকরির খবর প্রকাশ করি সবার আগে ।সরকারি চাকরি প্রার্থীর জন্য চলমান বিশেষ সব নিয়োগ বিজ্ঞপ্তি বা চাকরির খবর যা কে এফ প্ল্যানেট এর সরকারি জব সার্কুলার ক্যাটাগরিতে পাবেন । তাছাড়া বেসরকারি ও ইঞ্জিনিয়ারিং জব ক্যাটাগরি তো আছেই । চাকরি পেতে দেরি না করে আজই এপ্লিকেশন করুন।
আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য নিচে দেখুনঃ
গ্রেড | ২০,০০০/- থেকে ৪০,০০০/- |
বেতন | ২০,০০০/- থেকে ৪০,০০০/- |
পদ সংখ্যা | ২৫৬ টি পদে |
যোগ্যতা | এস এস সি / ডিপ্লোমা |
আবেদনের সময়সীমাঃ | ৩০ ডিসেম্বর ২০২০ ও ২০ জানুয়ারি ২০২১ |
জনশক্তি কর্মসংস্থান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

Source: Bangladesh Pratidin, 21 December 2020
Application Deadline: 20 January 2021
Source: BDPratidin, 28 November 2020
Application Deadline: 30 December 2020
Application Deadline: 24 December 2020
অফিসিয়াল ওয়েবসাইটঃwww.bmet.gov.bd
সদর দপ্তরে যোগাযোগের ঠিকানাঃ
Bureau of Manpower, Employment and Training (BMET)
89/2 Kakrail, Dhaka 1000
Phone : 880-2-49357972, 49349925
e-mail: bmet@bmet.gov.bd
WebSite: www.bmet.gov.bd
এই চাকরির খবরের সাথে সাদৃশ্য বিষয়সমূহ ঃ
জনশক্তি কর্মসংস্থান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি,জনশক্তি কর্মসংস্থান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০