Skip to content

বাংলাদেশ জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [ গ্রেড ১৪,১৬,২০ বেতন ]

    বাংলাদেশ জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি ১২ এপ্রিল ২০২৩ তারিখে পত্রিকায় খবর আকারে প্রকাশিত হয়েছে। জাতীয় জাদুঘরে চাকরির খবর আমাদের কে এফ প্ল্যানেট জব বিভাগে প্রকাশ করেছি। সকল আগ্রহী এবং যোগ্য প্রার্থী বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম জবের জন্য আবেদন করতে পারেন। চাইলে আপানি স্ক্রিনশট দিয়ে বা নিচের ইমেজ ডাউনলোড করে রেখে দিতে পারেন। আমাদের লক্ষ্য সঠিক তথ্য দিয়ে চাকরি প্রার্থীদের সহযোগিতা করা।

    পছন্দের এলাকায় পার্টটাইম/ফুলটাইম চাকরি খুঁজে পেতে এই অ্যাপটি ইন্সটল করে এখনই আবেদন করুন

    বাংলাদেশ জাতীয় জাদুঘর ৭ আগস্ট,১৯১৩ খ্রিঃ চালু হয়। তবে ১৭ নভেম্বর,১৯৮৩ সালে জাতীয় জাদুঘরের মর্যাদা লাভ করে। বাংলাদেশ জাতীয় জাদুঘরটি) শাহবাগ মোড়ের কাছে অবস্থিত। এখানে নৃতত্ত্ব, চারুকলা, ইতিহাস,সংস্কৃতি, প্রকৃতি, প্রাচীন বিশ্ব-সভ্যতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়ে ৪৪ টি) গ্যালারি রয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল্ডিং এর ডিজাইন করেছেন দেশের প্রখ্যাত স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।

    বাংলাদেশ জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত

    বাংলাদেশ জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি ১২ এপ্রিল ২০২৩ তারিখে জাতীয় পত্রিকাই প্রকাশ পেয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘর ও তার অধীনে জাদুঘর সসুহে বিভিন্ন ধরনের ০৩ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদনের যোগ্য হলে আপনি অনলাইনেই আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা  পর্যন্ত। 

    ■ চাকরি প্রার্থীর বয়স সীমাঃ ১৮-৩০ বছর
    ■ শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি, স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন।
    ■ অভিজ্ঞতাঃ বাধ্যতামূলক নয়
    ■ প্রকাশিত তারিখঃ ১২/০৪/২০২৩
    ■ আবেদন শেষ তারিখঃ ১৬/০৫/২০২৩
    ■ চাকরির ধরনঃ সরকারি চাকরি
    ■ উৎসঃ জাতীয় পত্রিকা ও অনালাইন
    ■ লিঙ্গঃ উভয়
    ■ চাকরির অবস্থানঃ ঢাকা
    ■ বেতনঃ ৮,২৫০-২০,০১০/- থেকে ১০,২০০-২৪,৬৮০/-
    ■ ওয়েবসাইটঃ www.bangladeshmuseum.gov.bd
    ■ অনলাইন আবেদনঃ bnm.teletalk.com.bd
    ■ মোট পোস্টঃ ০৩ টি

    বাংলাদেশ জাতীয় জাদুঘরে চাকরির শুন্য পদসমূহ,বেতন ও যোগ্যতা

    পদের নামঃ সংরক্ষণ সহকারী ০১ টি
    শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রি 
    বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০/-
    গ্রেডঃ ১৪

    পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ১৬  
    পদের সংখ্যাঃ ০১ টি
    বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০ টাকা
    জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেডঃ ১৬
    পড়াশোনার যোগ্যতা ও অভিজ্ঞতাঃ উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী। কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

    পদের নামঃ অফিস সহায়ক(এসএসসি পাস)
    পদ সংখ্যাঃ ০১ টি
    বেতনঃ ৮,২৫০-২০,০১০/- টাকা
    গ্রেডঃ ২০
    যোগ্যতাঃ এসএসসি বা সমমান পাস।

    বাংলাদেশ জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 

    national musium 3

    national musium 4

     

    Application Deadline: 16 May 2023

    https://www.facebook.com/kfplanet/ 

    বাংলাদেশ জাতীয় জাদুঘরের অধীনে দেশের বিভিন্ন প্রান্তের জাদুঘরগুলো হচ্ছেঃ 

    1. আহসান মঞ্জিল জাদুঘর, ঢাকা।
    2. শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, ময়মনসিংহ।
    3. ওসমানী জাদুঘর, সিলেট।
    4. জিয়া স্মৃতি যাদুঘর, চট্টগ্রাম।
    5. স্বাধীনতা জাদুঘর, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।
    6. পল্লী কবি জসীম উদ্‌দীন সংগ্রহশালা ফরিদপুর, ফরিদপুর।
    7. সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর, কুষ্টি)য়া।
    8. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর, গণভবন, ঢাকা।
    9. জাতীয় চার নেতা স্মৃতি জাদুঘর, কেন্দ্রীয় কারাগার, ঢাকা।
    10. প্রাকৃতিক ইতিহাস জাদুঘর,সেগুনবাগিচা।

    জাতীয় জাদুঘরে নিয়োগ, বাংলাদেশ জাতীয় জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি,জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি,জাতীয় জাদুঘর চাকরির খবর,জাতীয় জাদুঘর চাকরি,জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি,বাংলাদেশ জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,জাতীয় জাদুঘরে নিয়োগ 2023

    3 thoughts on “বাংলাদেশ জাতীয় জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [ গ্রেড ১৪,১৬,২০ বেতন ]”

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com