উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় দেশ জাপান। সরকারিভাবে জাপান স্কলারশিপ ২০২৩নিয়ে বিস্তারিত আলোচান করব। জাপানে সরকারি অর্থায়নে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীরা। প্রতিবছর জাপানে সরকারিভাবে শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানে বিভিন্ন স্কলারশিপ ও টিউশন ছাড়ের সুবিধা আছে। এ সুবিধার আওতায় সম্পূর্ণ বিনা খরচেই আপনি পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। সরকারি ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও স্কলারশিপ দিয়ে থাকে।
সরকারিভাবে জাপান স্কলারশিপ ২০২৩
সরকারিভাবে জাপান স্কলারশিপ ২০২৩ প্রকাশ করেছে। প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক মেধাবী শিক্ষার্থী জাপানে সরকারি ভাবে স্কলারশিপ পেয়ে উচ্চ শিক্ষার জন্য যায়। প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নিজস্ব স্কলারশিপের ব্যবস্থা আছে। একজন শিক্ষার্থী এসব স্কলারশিপে জাপানে পড়াশোনা করতে পারেন। আবার সেখানে কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও স্কলারশিপের জন্য আপনি আবেদন করতে পারবেন। তবে ভর্তির আগে পড়াশোনার মাধ্যম বা ভাষা এবং খরচের ব্যাপারটা মাথায় রাখবেন। জাপানেস্কলারশিপ নিয়ে পড়াশোনার অনেক সুযোগ আছে। অনেক প্রতিষ্ঠান নিয়মিত স্কলারশিপ দিচ্ছে।
স্কলারশিপ শিরোনাম | সরকারিভাবে জাপান স্কলারশিপ ২০২৩ |
দেশ | জাপান |
মাধ্যম | সরকারি ভাবে |
খরচ | সরকারি খরচ |
আবেদনের যোগ্যতা | প্রথম শ্রেণীর কর্মকর্তা গণ আবেদন করতে পারবে |
ভাষা নির্দেশনা | ইংরেজি |
বয়স সীমা | ৪০ বছর |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৬ ডিসেম্বর ২০২৩ |
মোট স্লট সংখ্যা | ৩০ টি |
বৃত্তি ছাড়াও ঘদি কোনা শিক্ষার্থী জাপানি ভাষায় পড়াশোনা করে, তাহলেও খরচ কম পড়বে। বৃত্তি ছাড়া কেউ
পড়াশোনা করতে গেলে টিউশন ফি ও আনুষঙ্গিক খরচ গুণতে হবে। এ ক্ষেত্রে ব্যাচেলর পর্যায়ে নিবন্ধন ফি ও
টিউশন ফি বাবদ বছরে চার থেকে ছয় লাখ টাকার সমপরিমান ইয়েন (জাপানি মুদ্রা) খরচ হবে।
জাপানের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি সুযোগ পাওয়া একটু কঠিন। কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যোগ্য ও মেধাবী
শিক্ষার্থীদের ভর্তি আবেদনই কেবল গ্রহণ করে। তবে দেশটিরক্ষেত্রে ভর্তি নিশ্চিত হলেই ভিসা প্রক্রিয়ায় আর
জটিলতাথাকে না। ভর্তি আবেদনেরপরবিশ্ববিদ্যালয় থেকে সরবরাহ করা অনুমতিপত্র হাতে পেলেইশুরু করতে হবে ভিসা আবেদনের প্রক্রিয়৷। তাই প্রয়োজনীয় সব কাগজ আগেই প্রস্তুত রাখুন। ভিসা-সংক্রান্ত তথ্য ও আবেদনের জন্য যোগাযোগ করতে হবে জাপান দূতাবাসে ।