জাহাঙ্গীরনগর (জাবি) স্নাতক ভর্তি পরীক্ষার সময়সূচী ও ভর্তি নির্দেশিকা ২০২৩-২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ ও নির্দেশনা ২০২৩-২০২৩

২০২৩-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক(সম্মান) শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোঠায় ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীর জন্য সাক্ষাতকারের সময়সুচি প্রকাশ করা হয়েছে। মুক্তিযোদ্ধার সন্তান, নাতি নাতনি পর্যন্ত কোটা হিসেবে গণ্য হবে। সাক্ষাৎকারে অনুপস্থিত থাকলে কোন ক্রমেই ভর্তির সুযোগ থাকবে না।

বিজ্ঞপ্তি প্রকাশ ১৯ আগস্ট ২০২৩
শিরোনাম মুক্তিযোদ্ধা কোটায় স্নাতক বা সম্মান ভর্তি
মুক্তিযোদ্ধার সন্তানের সাক্ষাৎকার ২৮ আগস্ট ২০২৩
দাদা দাদীর নাতি নাতনী সাক্ষাৎকার ২৮ আগস্ট ২০২৩
নানা নানীর নাতি নাতনী সাক্ষাৎকার ২৯ আগস্ট ২০২৩
মুক্তিযোদ্ধার সন্তানের সাক্ষাৎকার সময়  ৯.৩০ থেকে ১১.৩০ টা পর্যন্ত
দাদা দাদীর নাতি নাতনী সাক্ষাৎকার ১১.৩০ থেকে ০৩ টা পর্যন্ত
নানা নানীর নাতি নাতনী সাক্ষাৎকার  ৯.৩০ থেকে ০৩ টা পর্যন্ত

২০২৩-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক(সম্মান) শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির সাক্ষাতকার

JU
visa.kfplanet.com

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচী ২০২৩-২০২৩ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ হওয়ার সাথেই বিস্তারিত সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নির্দেশিকা ২০২৩ অনুসারে এই বছর ১৮ জুন থেকে ২৫ জুন ২০২৩ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়ার আগ্রহ থাকলে আমাদের পোষ্ট মনোযোগ দিতে দেখতে পারেন।

২০২৩-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেনিতে ভর্তি ও বিভিন্ন কোটায় আবেদন সংক্রান্ত সময়সুচি ও নির্দেশিকা

বিজ্ঞপ্তি প্রকাশ ১২ জুলাই ২০২৩
আলোচানার বিষয় বস্তু স্নাতক বা সম্মান ভর্তি পরীক্ষার নির্দেশিকা
পছন্দক্রমের ফরম শুরু  ১৬ জুলাই ২০২৩
পছন্দক্রমের ফরম শুরু শেষ ২১ জুলাই ২০২৩
চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ ২৪ জুলাই ২০২৩
অপেক্ষমান তালিকা প্রকাশ ২৪ জুলাই ২০২৩
মেধাতালিকা থেকে ভর্তি সকাল ৯ থেকে
কাগজপত্র জমা প্রদান ২৭ জুলাই থেকে ০৩ আগস্ট ২০২৩
মাইগ্রেশন তালিকা ও শুন্য আসনে ভর্তির তালিকা ০৭-০৮-২৩
অপেক্ষমান তালিকা থেকে নির্বাচিত রেজাল্ট ১০-০৮-২৩
অপেক্ষমান তালিকা থেকে অনলাইনে ভর্তি ১৩-০৮-২৩ থেকে ১৬ আগস্ট ২০২৩
অপেক্ষমান তালিকা থেকে কাগজপত্র জমা প্রদান ১৪-০৮-২৩ থেকে ১৭-০৮-২৩
কোটায় আবেদন ১৭-০৭-২৩ থেকে ২১-০৭-২৩ পর্যন্ত

jaha

সকল ইউনিটের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ,সময়সূচী ও নির্দেশিকা

আমাদের অনুচ্ছেদে পরীক্ষার শুরুর তারিখ, সিট প্লান, কয়টা শিফটে পরীক্ষা হবে সকল  তথ্য তুলে ধরা হয়েছে। A,B ও E একদিন করে পরীক্ষা হবে কিন্তু D পরীক্ষা ০২ দিন আর C1 ইউনিট পরীক্ষা তিন দিন করে হবে। 

বিজ্ঞপ্তির শিরোনাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচী ২০২৩-২০২৩
বিশ্ববিদ্যালয়ের নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
আলোচানার বিষয় বস্তু স্নাতক বা সম্মান ভর্তি পরীক্ষার নির্দেশিকা
ভর্তি পরীক্ষা শুরু  ১৮ জুন ২০২৩
ভর্তি পরীক্ষা শেষ হবে  ২৫ জুন ২০২৩
প্রতিদিন কয় শিফট ৫ শিফট পরীক্ষা হবে
পরীক্ষা সময় ১ ঘণ্টা
১ম শিফট পরীক্ষা শুরুর সময় সকাল ৯ থেকে
শেষ শিফট পরীক্ষার সময় বেলা ৪.৪০ থেকে
ব্যবহারিক(নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ পরীক্ষা তারিখ ২৩,২৪,২৫ জুন ২০২৩

গুরুত্ব পূর্ণ কিছু তথ্য 

  • ফরমের বৃত্ত সাধারণ কালো বলপেন দ্বারা পূরণ করতে হবে। OMR ফরম পূরণে ভুল হলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। যৌক্তিক কারণছাড়া পরীক্ষার্থীকে অতিরিক্ত OMR ফরম দেয়া হবে না। OMR ফরম ভাঁজ করা, কাটাকাটি করা, অবাঞ্ছিত দাগ দেয়া, ষ্টেপলার বা pin up করা এবং ফরমের উপর পানি ফেলা যাবে না।
  • ভর্তি পরীক্ষার রোল নম্বর, দিনের শিফট প্রশ্নপত্রের সেট কোড অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এবং সংশ্লিষ্ট ঘর যথাযথভাবে পূরণ করতে হবে। পরীক্ষা শেষে OMR sheet প্রশ্নপত্র পরিদর্শকের কাছে জমা দিতে হবে।
  • পরীক্ষার পূর্বের দিন অথবা পরীক্ষার দিন পরীক্ষা শুরুর আগেসংশ্লিষ্ট ইউনিট অফিস থেকে আসন সম্পর্কে জানা যাবে। এছাড়া পরীক্ষা শুরুর আগের দিন juniv-admission.org ওয়েবসাইট থেকেও আসন সম্পর্কে জানা যাবে। পরীক্ষার তারিখ ও সময় বিশ্ববিদ্যালয় কর্তৃক 945 এর মাধ্যমেও পরীক্ষার্থীদের জানানো হবে।
  • পরীক্ষা শুরু হওয়ার নির্ধারিত সময়ের অন্তত: ১০ মিনিট আগে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে।
  • পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ব্যাগ, বইপত্র, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর কিংবা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইজ নিয়ে প্রবেশ করতে পারবে না। সময় দেখার জন্য পরীক্ষার হলে ঘড়ির ব্যবস্থা থাকবে।
  • ভর্তি পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষ হওয়ার পর থেকে সর্বোচ্চ ৭ দিনের মধ্যে juniv-admission.org,
    academic.juniv.edu  এবং juniv.edu/admission থেকে জানা যাবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচী ২০২৩-২০২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) পরীক্ষা দিতে হলে নিদিষ্ট কিছু যোগ্যতা থাকতে হয় । যে সকল শিক্ষার্থি এরই মধ্যে অনার্স ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন তাদের ভর্তি পরীক্ষা শুরু হবে ১৮ জুন রবিবার থেকে। আরও বিস্তারিত সকল তথ্যের জন্য আমাদের পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

jahanggir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com