২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্নাতক/সম্মান ১ম বর্ষ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি সার্কুলার,ভর্তি যোগ্যতা ও মানবন্টন, আবেদনের নিয়মাবলী ও ভর্তি নির্দেশিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন পত্র আহ্বান করা হচ্ছে।জাবি ভর্তির জন্য শিক্ষার্থীরা অনলাইনে ১৪ জানুয়ারি ২০২৪ (সকাল ১০ টা) থেকে ৩০ জানুয়ারি (রাত ১১ঃ৫৯) ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন।
এক নজরে জাবি ভর্তি বিজ্ঞপ্তির তথ্য |
---|
আবেদনের শুরু হবেঃ ১৪ জানুয়ারি সকাল ১০ টা থেকে আবেদনের শেষ হবেঃ ৩১ জানুয়ারি রাত ১১:৫৯টা পর্যন্ত ভর্তি পরীক্ষাঃ ২২,২৫,২৭,২৮,২৯ ফেব্রুয়ারি ২০২৪ আবেদনের জন্য ওয়েবসাইট লিংকঃ juniv-admission.org আবেদন ফিঃ A, B, C, এবং D ইউনিটের প্রতিটির জন্য ৯০০ টাকা; E ইউনিটের প্রতিটির জন্য ৭৫০ টাকা আর C1 ও IBA এর জন্য ৬০০ টাকা |
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য,ভর্তি আবেদন সংক্রান্ত সময়সূচী,নির্দেশিকা
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচী ও নির্দেশিকা
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি,যোগ্যতা,আবেদন পক্রিয়া
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৩-২০২৪
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ( সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ সমূহে ভর্তির জন্য নিম্নবর্ণিত যোগ্যতা সম্পূর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট juniv-admission.org এ প্রকাশিত নিয়মাবলী অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে আবেদন করতে হবে।
ইউনিটের নাম | শিক্ষাগত যোগ্যতা ও মার্কস |
A ইউনিট |
২০২০ বা তার পরবর্তী সালে এসএসসি ও ২০২২,২০২৩ সালে এইচএসসি পাস হতে হবে। শিক্ষার্থীদের পৃথক পৃথকভাবে এসএসসিতে সর্বনিম্ন ৪.০ এবং এইচএসসিতেও ৪.০ থাকতে হবে। চতুর্থ বিষয় সহ মোট জিপিএ সর্বনিম্ন ৮.০০ থাকতে হবে। |
B ইউনিট |
শিক্ষার্থীদের পৃথক পৃথকভাবে এসএসসি-এইচএসসিতে ৩.৫০ থাকতে হবে এবং চতুর্থ বিষয় সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। ২০২০ বা তার পরবর্তী সালে এসএসসি ও ২০২২,২০২৩ সালে এইচএসসি পাস হতে হবে। |
C ইউনিট |
২০২০ বা তার পরবর্তী সালে এসএসসি ও ২০২২,২০২৩ সালে এইচএসসি পাস হতে হবে।শিক্ষার্থীদের পৃথক পৃথকভাবে এসএসসি ও এইচএসসি তে ন্যূনতম ৩.৫০ এবং যুগ্মভাবে ন্যূনতম ৮.০০ থাকতে হবে । |
C1 ইউনিট |
শিক্ষার্থীদের পৃথক পৃথকভাবে ন্যূনতম ৩.৫০ এবং চতুর্থ বিষয় সহ মোট জিপিএ ৭.০ হতে হবে। ২০২০ বা তার পরবর্তী সালে এসএসসি ও ২০২২,২০২৩ সালে এইচএসসি পাস হতে হবে। |
D ইউনিট |
২০২০ বা তার পরবর্তী সালে এসএসসি ও ২০২২,২০২৩ সালে এইচএসসি পাস হতে হবে।শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় এর সাথে স্বতন্ত্রভাবে সর্বনিম্ন ৪.০ এবং মোট জিপিএ ৯.০০ থাকতে হবে। |
E ইউনিট |
প্রার্থীদের পৃথক পৃথকভাবে এসএসসি এবং এইচএসসি তে ৩.৫০ থাকতে হবে। চতুর্থ বিষয় সহ বিজ্ঞান বিভাগে মোট জিপিএ ন্যূনতম ৮.০০ থাকতে হবে। তবে ব্যাবসা ও মানবিকে ৭.৫০ থাকতে হবে। ২০২০ বা তার পরবর্তী সালে এসএসসি ও ২০২২,২০২৩ সালে এইচএসসি পাস হতে হবে। |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিবেশটা সবচেয়ে আকর্ষণীয় ও অত্যন্ত মনোমুগ্ধকর। ঢাকা শহরের অদূরে সাভারে জাহাঙ্গীরনগর পাবলিক বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়টিতে মোট ৩৪ টি বিভাগ ও তার অধীনে ৩ টি ইনস্টিটিউট রয়েছে। এসবের মোট আসনসংখ্যা ১৮৮৯ টি। ভর্তির পর আবাসিকের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রয়েছে ১৬ টি হল।
জাবি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি
মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর বিভিন্ন বিষয়ে যোগ্যতা
A ইউনিট(গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ)
- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৪.০০ থাকতে হবে ।
বিষয় | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট | সংশ্লিষ্ট বিষয়ে জিপিএ |
গণিত | মোট জিপিএ ৮.৫০ | গণিতে A (এ)গ্রেড |
পরিসংখ্যান | মোট জিপিএ ৮.৫০ | পরিসংখ্যান ও গণিত A(এ) গ্রেড |
রসায়ন | মোট জিপিএ ৮:৫০ | রসায়নে A ও গণিতে A গ্রেড |
পদার্থবিজ্ঞান | মোট জিপিএ ৮.৫০ | পদার্থবিজ্ঞান ও গণিতে A গ্রেড |
ভুতান্তিক বিজ্ঞান | মোট জিপিএ ৮.৫০ | পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে A গ্রেড |
কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং | মোট জিপিএ ৯.০০ | পদার্থবিজ্ঞান ও গণিতে A+(প্লাস) গ্রেড |
পরিবেশ বিজ্ঞান | মোট জিপিএ ৮.৫০ | গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান ও জীববিদ্যায় A (গ্রেড |
আইসিটি | মোট জিপিএ ৯.০০ | পদার্থবিজ্ঞান ও গণিতে A গ্রেড |
B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা/সমমান শাখায় পৃথকভাবে ন্যুনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে, এর নিচে জিপিএ পেলে আবেদন করতে পারবে না।
বিষয় | মোট জিপিএ | বিশেষ মার্কস |
অর্থনীতি | ৮.০ | ইংরেজিতে ও গণিতে A গ্রেড |
ভূগোল ও পরিবেশ | ৮.০ | বাংলা ও ইংরেজিতে A গ্রেড |
সরকার ও রাজনীতি | ৮.০ | বাংলা ও ইংরেজিতে A গ্রেড |
নৃবিজ্ঞান | ৮.০ | বাংলা ও ইংরেজিতে A গ্রেড |
নগর ও অঞ্চল পরিকল্পনা | ৮.০ | ইংরেজিতে ও গণিতে Aগ্রেড |
লোক প্রশাসন | ৮.০ | ইংরেজিতে A গ্রেড |
আইন ও বিচার | ৮.০ | বাংলা ও ইংরেজিতে A গ্রেড |
C ইউনিট (কলা ও মানবিকী অনুষদ,বঙ্গবন্ধু অনুষদ)
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে মানবিক /বিজ্ঞান/ ও বাণিজ্য শাখায় পৃথক ভাবে ন্যুনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
বিষয় | মোট জিপিএ | বিশেষ মার্কস |
বাংলা | ৮ | বাংলায় A- ও ইংরেজিতে B গ্রেড |
ইংরেজি | ৮ | ইংরেজিতে A গ্রেড |
ইতিহাস | ৮ | ইংরেজি ও বাংলায় A- (মাইনাস) গ্রেড |
দর্শন | ৮ | বাংলা ও ইংরেজিতে A- মোইনাস) গ্রেড |
নাটক ও নাট্যতত্ত্ব | ৭ | বাংলাসহ যে কোন একটি বিষয়ে A- |
প্রত্নতত্ত্ব | ৮ | বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড |
আন্তর্জাতিক সম্পর্ক | ৮ | ইংরেজিতে A-(মাইনাস) গ্রেড |
জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ | ৮ | বাংলা ও ইংরেজিতে A- মোইনাস) গ্রেড |
চারুকলা | ৭ | বাংলা ও ইংরেজিতে A- মোইনাস) গ্রেড |
বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি | ৮ তবে মানবিকে ৭.৫০ | বাংলা ও ইংরেজিতে A- মোইনাস) গ্রেড |
ভর্তির জন্য আবেদন করার নিয়মাবলী
- আবেদনকারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে juniv-admission.org প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
- ন্যুনতম যোগ্যতা যাচাইপূর্বক নিজ মোবাইল নষ্বর নিশ্চিত করবেন এবং প্রেরিত পাসওয়ার্ড পরবর্তীতে আবেদন/ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন পরবর্তিতে প্রয়োজন হতে পারে ।
- আবেদনযোগ্য ইউনিউগুলোর তালিকা থেকে আবেদনকারী আবেদন ফি প্রদান পূর্বক এক বা একাধিক ইউনিটে আবেদন করতে পারবেন।
- নগদ, বিকাশ অথবা রকেট-এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফি প্রদান করে ওয়েবসাইটে লগইন করার পর প্রার্থীর নিজ নিজ প্রোফাইল-এ স্বাক্ষর ও ছবি আপলোড করে আবেদন করতে হবে এবং প্রবেশপত্র সংগ্রহ করতে হবে ।
- সর্বমোট ৫টি ধাপে (ক; খ, গ, ঘ, ও ঙ) এই আবেদন সম্পন্ন করতে হবে ।
আবেদনকারীর ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা যাচাই ও প্রয়োজনীয় তথ্য প্রদান
- juniv-admission.org ওয়েবসাইটের হোমপেজে “নতুন আবেদন”-এ ক্লিক করে,
- উচ্চমাধ্যমিক/সমমান ও মাধ্যমিক/সমমান- এর শিক্ষাবোর্ড, পাশের সাল, রোল নং প্রদান করতে হবে।
- সকল তথ্য পূরণের পর “সাবমিট করুন”- এ ক্লিক করলে পরবর্তী ক্রীনে আবেদনকারী তার
- উচ্চমাধ্যমিক/সমমান ও মাধ্যমিক/সমমানের তথ্য, ব্যক্তিগত তথ্য এবং সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদনযোগ্য ইউনিটসমূহের তালিকা দেখতে পাবেন ।
- আবেদনকারীকে সকল তথ্য মিলিয়ে “নিশ্চিত করুন” বাটনে ক্রিক করতে হবে।
- উন্ক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে একইভাবে শিক্ষাবোর্ড হতে “বাংলাদেশ উনুক্ত বিশ্ববিদ্যালয়” অপশনটি সিলেক্ট করতে হবে।
- 0 লেভেল এবং Aলেভেল উত্তীর্ণ শিক্ষার্থীকে শিক্ষাবোর্ড থেকে “O-Level/A- Level” অপশনটি সিলেক্ট করতে হবে ।
- তৎক্ষণাৎ ভর্তির নতুন আবেদনের স্ত্রীনটিতে উচ্চমাধ্যমিকের বোর্ড সিলেক্ট করে ““O-Level/A- Level-এ ক্লিক করতে হবে
- অতঃপর ক্রীনে আবেদনকারীর সকল প্রয়োজনীয় তথ্য (যেমন : ঃ A-level info, O-level info, subject,grade) ইত্যাদি প্রদান করতে হবে ।
- সবশেষে Select Transcripএ ক্লিক করে আবেদনকারীর O-level এবং A-level এর স্ক্যান করা Transcript এর কপিসমূহ 2MB; Format:jpg/pdf আপলোড করে Submit”” করতে হবে ।
মোবাইল নম্বর যাচাই ও নিশ্চিতকরণ
- আবেদনকারীকে ১১ ডিজিটের মোবাইল নষ্বরটি (আবেদনকারীর নিজের অথবা অভিভাবকের) প্রদান করে “নিশ্চিত করুন” বাটনে ক্লিক করতে হবে।
- আবেদনকারীর প্রদত্ত মোবাইল নম্বরে SMSএর মাধ্যমে একটি পাসওয়ার্ড পাঠানো হবে ও প্রেরিত পাসওয়ার্ডটি নির্ধারিত ঘরে পূরণ করে “নিশ্চিত করুন” বাটনে ক্রিক করতে হবে এবং এই পাসওয়ার্ডটি পরবর্তীতে আবেদনের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে ।
ভর্তি পরীক্ষার আবেদনের পুর্বে সতর্কতা
- একই মোবাইল নম্বর ব্যবহার করে একজন আবেদনকারী একাধিক ইউনিটে আবেদন করতে পারবে । তবে উক্ত মোবাইল নম্বর ব্যবহার করে একই ইউনিটে একাধিক আবেদন করা যাবে না।
- মোবাইল নম্বরটি সতর্কতার সাথে প্রদান করা জরুরী, কেননা এই মোবাইল নম্বরটিই ভবিষ্যতে সকল প্রকার যোগাযোগ সংশ্লিষ্ট কার্যক্রমে ব্যবহৃত হবে।
- মোবাইল নম্বর কিংবা পাসওয়ার্ড ভুলে গেলে ওয়েবসাইটে “অনুসন্ধান” ট্যাব এ ক্লিক করে “মোবাইল নম্বর পুনরুদ্ধার”/“পাসওয়ার্ড পুনরুদ্ধার” সিলেক্ট করে
- প্রয়োজনীয় তথ্য প্রদান করা সাপেক্ষে “মোবাইল নমর পুনরুদ্ধার করুন”/*সাবমিট করুন” -এ ক্লিক করলে মোবাইল নষবর/পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যাবে।
ন্যনতম শিক্ষাগত যোগ্যতা ও মোবাইল নম্বর ঘাচাই-এর পর আবেদন প্রক্রিয়া ও ফি প্রদানঃ
- ন্যনতম শিক্ষাগত যোগ্যতা ও মোবাইল নম্বর ঘাচাই সম্পন্ন হলে আবেদনকারীকে ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে ((juniv-admission.org) তার ভেরিফাইড মোবাইল নম্বর এবং পূর্বের প্রেরিত পাসওয়ার্ড দিয়ে “লগইন” বাটনে ক্রিক করতে হবে ।
- পরবতী স্ক্রীনে আবেদনকারীর প্রোফাইল-এ আবেদনের বর্তমান অবস্থা, ফি প্রদান হয়েছে কিনা, সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে কত টাকা লাগবে, বিস্তারিত তথ্যসহ, ইউনিট ভিত্তিক ফি প্রদান করার অপশনসমূহ দেখতে পাবেন।
- উপরোক্ত দুইটি ধাপ (ক) ও (খ) সম্পন্ন করলেই একজন আবেদনকারী তার একটিমাত্র “প্রোফাইল” থেকেই “লগইন” করে একাধিক ইউনিটে আলাদাভাবে ফি প্রদান সাপেক্ষে আবেদন করতে পারবেন ।
- ফি প্রদান করতে চাইলে সংশ্লিষ্ট ইউনিটের পাশে “ফি প্রদান করুন” বাটন এ ক্রিক করলে, সংশ্লিষ্ট ইউনিটের ফি এবং নিশ্চিতকরণ অপশন দেখতে পাবেন ।
- তারপর সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষার প্রশ্নপত্রের ভাষা (বাংলা/ইংরেজি) সতর্কতার সাথে নির্বাচন করতে হবে ॥ =)কোন তথ্য ভুল থাকলে যে কোন সময় “বন্ধ করুন”
- বাটনে ক্রিক করে পূর্ববর্তী ধাপে ফিরে গিয়ে তা সংশোধন করা যাবে
- নিশ্চিত করুন” বাটনে ক্লিক করা মাত্র পরবতী স্ত্ীনে নগদ/বিকাশ/রকেট এর মাধ্যমে পেমেন্ট করার অপশন দেখতে পাবেন । আবেদনকারী যে মাধ্যমে ফি প্রদান করতে ইচ্ছুক, সেই আইকন সিলেক্ট করে “পেমেন্ট সম্পন্ন করুন” বাটনে ক্রিক করবে
- কোন তথ্য ভুল থাকলে “বন্ধ করুন” বাটনে ক্রিক করে পূর্ববর্তী ধাপে ফিরে গিয়ে তা সংশোধন করা যাবে ।
- প্রতিটি ইউনিটের জন্য আলাদাভাবে আবেদন ফি জমা দিতে হবে এবং একই নগদ/বিকাশ/রকেট একাউন্ট পোর্সোনাল একাউন্ট) থেকে বিরতি ন্যেনতম ৩.মিনিট) সাপেক্ষে একাধিক আবেদন ফি পরিশোধ করা যাবে।
নগদ এর মাধ্যমে আবেদন ফি প্রদানের প্রক্রিয়া নিমরূপ
- প্রথমে নগদ একাউন্টের নম্বর এবং শর্তাবলিতে দিয়ে “Proceed” বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে।
- এরপর নগদ এ একাউন্ট নম্বরে sms-এর মাধ্যমে ৬ সংখ্যার একটি ভেরিফিকেশন কোড//OTP পাঠাবে । কোডটি পেমেন্ট স্কিনে দিয়ে পরবতী ধাপে যেতে হবে।
- এরপর নগদ একাউন্টের পিন দিয়ে পেমেন্ট সম্পর করুন। পেমেন্ট সফল হলে সাথে সাথেই একটি কনফার্মেশন sms পাঠানো হবে । “প্রোফাইল” থেকে “জমা রশিদ”-এ ক্লিক করেmoney receipt প্রয়োজনে ডাউনলোড করা যাবে।
- এই স্নিপটি কোনভাবেই প্রবেশপত্র নয়, শুধুমাত্র আবেদনকারীর টাকা জমাদানের রশিদ ।
বিকাশ এর মাধ্যমে আবেদন ফি প্রদানের প্রক্রিয়া নিমরূপ
প্রথমে বিকাশ একাউন্টের নমর দিতে হবে এবং শর্তাবলিতে সম্্তি দিয়ে “CONFIRM”বাটনে ক্রিক করে পরবর্তী ধাপে যেতে হবে ।
- বিকাশ এ একাউন্ট নে smsএর মাধ্যমে ৬ সংখ্যার একটি ভেরিফিকেশন কোড/OTP পাঠাবে ।
- কোডটি পেমেন্ট ক্কিনে দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে ।
- এরপর বিকাশ একাউন্টের পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে । পেমেন্ট সফল হলে সাথে সাথেই একটি কনফার্মেশন sms পাঠানো হবে । “প্রোফাইল” থেকে “জমা রশিদ”-এ ক্লিক করে money receipt প্রয়োজনে ডাউনলোড করা যাবে ।
- এই ন্লিপটি কোনভাবেই প্রবেশপত্র নয়, শুধুমাত্র আবেদনকারীর টাকা জমাদানের রশিদ।
রকেট (DBBLমোবাইল ব্যাংকিং) এর মাধ্যমে আবেদন ফি প্রদানের প্রক্রিয়া নিয়রূপ
- রকেট এ একাউন্ট নম্বরে sms এর মাধ্যমে একটি Security কোড পাঠাবে । কোডটি পেমেন্ট স্ক্রিনে দিয়ে “GO” বাটন ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে।
- পেমেন্ট সফল হলে সাথে সাথেই একটি কনফার্সেশন sms পাঠানো হবে। “প্রোফাইল” থেকে “জমা রশিদ”-এ ক্রিক করে money receiptপ্রয়োজনে ডাউনলোড করা যাবে।
- এই স্লিপটি কোনভাবেই প্রবেশপত্র নয়, শুধুমাত্র আবেদনকারীর টাকা জমাদানের রশিদ |
আবেদনের সময় আবেদনপত্র ছবি ও স্বাক্ষর আপলোড
- আবেদনকারীকে নিজ প্রোফাইল এ গিয়ে “ছবি আপলোড করুন” ও “স্বাক্ষর আপলোড করুন”
- অপশনগুলোতে যথাক্রমে ক্লিক করে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ((৩০০×৩০০ পিক্সেল এবং ফাইল সাইজ ১০০ কিলোবাইট এর বেশি নয়) ও আবেদনকারীর স্থাক্ষর (৩০০×৮০পিক্সেল এবং ফাইল সাইজ ৬০ কিলোবাইট .jpg ST বা FAG আপলোড করতে হবে
- ইউনিট ভিত্তিক প্রবেশপত্র ডাউনলোডের সময়েও juniv-admission.org ওয়েবসাইটে আবেদনকারী “লগইন” করে প্রদর্শিত স্তীনের বামদিকের অংশে ছবি ও স্থাক্ষর আপলোড করার অপশন খুঁজে পাবেন।
- এছাড়াও ইউনিট ভিত্তিক “প্রবেশপত্র ডাউনলোড” বাটনে ক্রিক করে আবেদনকারীর ছবি ও স্বাক্ষর আপলোড করতে পারবেন।
জাবি এডমিশন টেস্টের প্রবেশপত্র ডাউনলোড
- আবেদনকারী তার প্রোফাইলে প্রত্যেক ইউনিটের জন্য প্রথকভাবে “প্রবেশপত্র ডাউনলোড” এর অপশন দেখতে পাবেন ।
- এই অপশনটি বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচী জানিয়ে দেয়ার পূর্ব পর্যন্ত নিষ্তিয় অবস্থায় থাকবে
- পরবর্তীতে নির্দিষ্ট সময়ে ইউনিট ভিত্তিক “প্রবেশপত্র ডাউনলোড” বাটনে ক্লিক করে
- আবেদনকারীর ছবি ও স্বাক্ষর আপলোড করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট করে নিজের সংগ্রহে রাখতে হবে।
- একাধিক ইউনিটে আবেদন করে থাকলে উপরোক্ত নিয়মে অন্যান্য ইউনিটের জন্য প্রবেশপত্র সংঘহ করতে হবে
- প্রতিটি ইউনিটের জন্য আলাদাভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ
- বিশ্ববিদ্যালয়ে আবেদনকারীর সাথে যোগাযোগের জন্য তার ভেরিফাইড মোবাইলে কেবলমাত্র “JUniv Admsn হতেই সকল প্রকার ভর্তি পরীক্ষা সংক্রান্ত SMS earl করা হবে;
- সেইসাথে “juniv admission @juniv .edu ” ইমেইল এড্রেস থেকে ভর্তি সংশ্লিষ্ট ই-মেইল নোটিফিকেশন পাঠানো হবে।
- এছাড়া, সহায়তা কোন্দ্রের সাথে যোগাযোগ করতে চাইলে, একজন আবেদনকারী জরুরী নম্বর ছাড়াও “juniv.admsn.help @juniv.edu -এই ইমেইলে বার্তা প্রেরণ করতে পারবেন ।
সিটপ্লান ও ফলাফলঃ পরীক্ষার তারিখ, সময়, ভবনের নাম, কক্ষ নম্বর ইত্যাদি তথ্যসহ সিটগ্ল্যান এবং ভর্তি পরীক্ষার ফলাফল আবেদনকারীর মোবাইল নম্বরেsmsএর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এছাড়া এসব তথ্য juniv-admission.orgথেকেও জানা যাবে |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২৩-২০২৪
ভর্তি পরীক্ষা শুরুর তারিখঃ | ২২ ফেব্রুয়ারি ২০২৪ |
ভর্তি পরীক্ষা শেষঃ | ২৯ ফেব্রুয়ারি ২০২৪ |
ভর্তি পরীক্ষার শিক্ষাবর্ষঃ | ২০২৩-২০২৪ |
পরীক্ষার সময়ঃ | সকাল ৯ টা থেকে বিকাল ৫.৩০ টা পর্যন্ত |
শিফট সংখ্যাঃ | ০৫ টি |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় Admission 2024
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে
- MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে ।
- Optical Mark Reader (OMR)পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ন করা হবে।
- প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ শেন্য দশমিক দুই শূন্য) নম্বর কাটা যাবে।
ভর্তি পরীক্ষার নম্বর ও সময়
- সকল ইউনিটে ৮০ নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
- পরীক্ষার সময় ৫৫ মিনিট । তবে MCQ পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে।
- C1 ইউনিটে নাটক ও নাট্যতত্ত বিভাগ এবং চারুকলা বিভাগের জন্য ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা পরবর্তী সময়ে নেয়া হবে।
- ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ ৩ দিনের মধ্যে সং্লষ্ট ইউনিট অফিস ফলাফল প্রকাশ করবে।
- ভর্তি পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে juniv-admission.org এবং ইউনিট অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে ।
- সংবাদপত্রে ফলাফল প্রকাশ করা হবে না।
- ভর্তির সময় শিক্ষার্থীর মূল সনদপত্র,Academic Transcript, ভর্তি পরীক্ষার উত্তরপত্র, শিক্ষার্থীর আপলোড করা ছবি, স্বাক্ষর, হাতের লেখা ইত্যাদি যাচাই করা হবে।
- সকল ইউনিটের জন্য MCQ পরীক্ষার পাশ নম্বর ন্যুনতম ৩৩%।
- A ইউনিটের গণিত বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত অংশে ন্যুনতম ৫০%,
- রসায়ন বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় রসায়ন অংশে ন্যুনতম ৫০%
- কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অংশে পৃথকভাবে ন্যুনতম ৬০% নঙ্বর পেতে হ্রিথকভা
- C ইউনিটের বাংলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা অংশে ন্যুনতম ৫০% এবং ইংরেজি অংশে ন্যুনতম ৪০%,
- ইংরেজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশে ন্যুনতম ৫০%,
- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়াবলী অংশে ১০ নম্বরের মধ্যে ন্যুনতম ৭ নম্বর
- জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি অংশে পৃথকভাবে ন্যুনতম ৫০% নর পেতে হবে
- D ইউনিটের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বিষয়ভিত্তিক অংশে পৃথকভাবে ন্যুনতম ৫০% নম্বর পেতে হবে ।
- F ইউনিটের আইন ও বিচার বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি অংশে পৃথকভাবে ন্যুনতম ১০ নম্বর পেতে হবে ।
- OMR শিট উত্তরপত্র-এর নীচে নির্ধারিত স্থানে নির্দেশনা মোতাবেক একটি বাংলা এবং একটি ইংরেজি বাক্য লিখতে হবে।
- F ও G ইউনিটের বাংলা বিষয় ব্যতীত অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র ইংরেজিতে হবে ।
- অন্যান্য ইউনিটে শুধু ইংরেজি ভার্সন এবং / Aলেভেল/0 লেভেলের আবেদনকারীদের প্রশ্নপত্র ইংরেজিতে হবে এবং তাদের পরীক্ষা ইউনিট কর্তৃক নির্ধারিত সময় ও স্থানে অনুষ্ঠিত হবে।
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষা দেয়ার জন্য বিশেষ সাহায্য প্রয়োজন হলে সংশ্লিষ্ট ইউনিট প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করে সম্মতি নিতে হবে ।
- ভর্তি পরীক্ষার উত্তরপত্রে (OMR শিট) ভর্তি পরীক্ষার রোল নম্বর ও অন্যান্য ঘরে ইংরেজি সংখ্যায় লিখতে হবে এবং সে অনুযায়ী বৃত্ত ভরাট করতে হবে ।
বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার নম্বর বন্টন
A ইউনিট গোণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ)
গণিত ২২, পদার্থবিজ্ঞান ২২, রসায়ন ২২, বাংলা ৩, ইংরেজি ৩ এবং বুদ্ধিমন্তা (বিজ্ঞান বিষয়ক) ৮ নম্বর ।
B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ)
বাংলা ১০, ইংরেজি ১৫, গণিত ১৫, সাধারণ জ্ঞান ২৫ এবং বুদ্ধিমত্তা ১৫
C ইউনিট কেলা ও মানবিকী অনুষদ : নাটক ও নাট্যতন্ত বিভাগ এবং চারুকলা বিভাগ ব্যতীত)
বাংলা ১৫, ইংরেজি ১৫ এবং অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৫০ নম্বর।
C1 ইউনিট (নাটক ও নাট্যতন্ত বিভাগ এবং চারুকলা বিভাগ) :
বাংলা ১০, ইংরেজি ১০ এবং বিষয়ভিত্তিক ৬০ নম্বর |
D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ)
বাংলা ও ইংরেজি ৮, রসায়ন ২৪, উদ্ভিদবিজ্ঞান ২২, প্রাণিবিদ্যা ২২ এবং বুদ্ধিমন্তা ৪ নমর ।
E ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)
- ব্যবসায় শিক্ষা শাখা : বাংলা ১৫, ইংরেজি ৩০, গণিত ১৫, হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২০ নম্বর
- বিজ্ঞান/মানবিক/সমমান শাখা : বাংলা ১৫, ইংরেজি ৩০, গণিত ১৫, সাধারণ ভ্ঞান ২০ নঙ্বর
- (গণিত, হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এবং সাধারণ জান প্রশ্নপত্রের মাধ্যম হবে বাংলা)
Fইউনিট (আইন অনুষদ)
বাংলা ২৫, ইংরেজি ২৫ এবং সাম্প্রতিক বিষয় ও বুশদ্ধমত্তা ৩০ নম্বর
G ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিষ্ট্েশন, আইবিএ-জেইউ) :
- বাংলা ৫, ইংরেজি ৩০, Mathematical Aptitude and IQ৩০, সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয় ১৫ নম্বর ।
H ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, আইআইটি)
- বাংলা ৫, ইংরেজি ১৫, গণিত ৪০ এবং পদার্থবিজ্ঞান ২০ নম্বর ।\
I ইউনিট তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট
বাংলা ১৫, ইংরেজি ১৫, বিশ্বসাহিত্য ১০, সাধারণ জ্ঞান ১০, সংস্কৃতি ৫, নৃবিজ্ঞান ৫, প্রত্ুতত্ব ৫, বঙ্গবন্ধ-মুক্তযুদ্ধ ও বাংলাদেশ ১০, ইতিহাস-এতিহ্য ৫।
ভর্তির জন্য নির্বাচন পদ্ধতিঃ
- লিখিত পরীক্ষায় প্রাপ্ত নন্বরের সঙ্গে (২)-এ বর্ণিত প্রাপ্ত নসর যোগ করে মোট সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিট/বিভাগের আসন সংখ্যার সর্বাধিক ১০ দেশ) গুণ শিক্ষার্থীর পৃথক তালিকা মেধা অনুষায়ী প্রণয়ন করা হবে।
- C1 ইউনিটের চুড়ান্ত মেধাক্রম ব্যবহারিক পরীক্ষার পরে প্রকাশ করা হবে ।
- গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ শিক্ষার্থীর মাধ্যমিক/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-কে ১.৫ দ্বারা এবং উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-কে ২.৫ দ্বারা গুণ করে ফলাফল তৈরি করা হবে।
- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গে সামঞ্রস্য রক্ষার্থে 9 লেভেল এবং 4. লেভেল-এর শিক্ষার্থীদের ক্ষেত্রে /, গ্রেডের জন্য ৫, টি গ্রেডের জন্য 8, 0 গ্রেডের জন্য ৩.৫ এবং 1১ গ্রেডের জন্য ৩ পয়েন্ট গণ্য করা হবে।
- উল্লিখিত গ্রেডিং/পয়েন্ট ব্যতীত অন্য কোনো গ্রেড/পয়েন্ট থাকলে তা সিএসই’র গ্রেডিং সমতা নির্ধারণী কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
- ভর্তি পরীক্ষায় উ্তী্ণপ্রাহীদের সাক্ষাৎকারের সময়সূচী পরবর্তীতে ওয়েবসাইট (juniv-admission.org) এবং পত্রিকায় বিভপ্তির মাধ্যমে জানানো হবে ।
- সাক্ষাৎকারের সময় হাতের লেখা এবং অন্যান্য কাগজপত্র যাচাই করা হবে।
- পরীক্ষার হলে প্রবেশপত্র, উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং সাধারণ বলপেন আনতে পারবেন।
- কোন প্রকার ক্যালকুলেটর, মোবাইল ফোন, ঘড়ি ও অন্য কোন সহায়ক ডিভাইস নিয়ে আসা যাবে না।
- এসব পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে পরীক্ষার্থীকে পরীক্ষা থেকে বিরত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হবে ।
- এখানে উ্বেখ্য যে, সময় দেখার জন্য পরীক্ষার হলে ঘড়ির ব্যবস্থা থাকবে।
- কোন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্নন করলে এবং যে কোন পর্যায়ে তা ধরা পড়লে তার জন্য তাকে নিমোক্ত এক বা একাধিক শাস্তি প্রদান করা হবে :
- কোন প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীর ক্ষেত্রে স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানকে চিঠির মাধ্যমে অবহিত করা হবে।
- পত্রিকায় সচিত্র সংবাদ প্রকাশ করা হবে।
- থানায় মামলা দায়ের করা হবে ।
- সকল ইউনিটের পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।
- ভর্তির যেকোন পর্যায়ে অথবা ভর্তির পর তার ভর্তি বাতিল করা হবে।
- ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ এবং ভর্তি হওয়ার সময় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন প্রকার যানবাহনের ব্যবস্থা করবে না।
- ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন কোটায় ভর্তির আবেদন ভর্তি পরীক্ষার পর গ্রহণ করা হবে। এ ব্যাপারে পরবর্তীতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করা হবে।
- ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোন বিষয় পরিবর্তনের অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে
- সহায়তা কেন্দ্র সেকাল ১০:০০টা থেকে সন্ধ্যা ০৭:০০টা পর্যন্ত):
জাবি ভর্তি পরীক্ষার হেল্পলাইন
# পাসওয়ার্ড, আবেদন ফি পেমেন্ট সংক্রান্ত : 01324179774 থেকে 01324179781 পর্যন্ত
# ছবি, স্বাক্ষর, প্রবেশপত্র ও সিটপ্্যান সংক্রান্ত তথ্য ০1324179774 থেকে 01324179781 পর্যন্ত
# সাধারণ জিজ্ঞাসা ও অন্যান্য ২৪ ঘণ্টা খোলা থাকবে =01324179782 থেকে 01324179785
# ই-মেইল juniv.admsn.help@juniv.edu
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক(সম্মান) শুন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তি
নোটিশের নামঃ | মাইগ্রেশনের শুন্য আসনে ভর্তি |
ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশনের তালিকাঃ | ২৩ জানুয়ারি ২০২৩ |
শূন্য আসনের বিপরীতে মেধা তালিকাঃ | ২৩ জানুয়ারি ২০২৩ |
অনলাইনে আবেদন পক্রিয়াঃ | ১৮ মে থেকে ১৭ জুন ২০২৩ রাত ১২ টা পর্যন্ত |
নিশ্চিন্তকরনের জন্য কাগজপত্র জমাদানঃ | ২৭ জানুয়ারি সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত |
আবেদনের করার নিয়মাবলীঃ | https://bachelor.ju-admission.org/notice/16 |
মাইগ্রেশন ইউনিটঃ | A,B,C,D ও E |
ভর্তি সংক্রান্ত তথ্য জানার নাম্বারঃ | ০১৬১৪৬৯৬৫৫৭,০১৬১৪৬৯৬৫৫৮ |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সময়সূচী ও ভর্তি নির্দেশিকা ২০২৩
ABCDE ইউনিট চয়েস ফর্ম পূরণঃ | ২৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত |
C1 ইউনিটের ফর্ম পূরণঃ | ২৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত |
লিখিত পরীক্ষায় নির্বাচিতদের সাক্ষাৎকারঃ | ০১,০২ ডিসেম্বর ২০২৩ |
চূড়ান্ত মেধাতালিকা প্রকাশঃ | ০৬ ডিসেম্বর ২০২৩ |
অনলাইনে ভর্তিঃ | ০৭ থেকে ১২ ডিসেম্বর ২০২৩ এর রাত ১২ টা পর্যন্ত |
কাগজপত্র জমাদানঃ | ০৮ থেকে ১৫ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত |
মাইগ্রেশনের তালিকা প্রকাশঃ | ২০ ডিসেম্বর ২০২৩ |
২য় মেধাতালিকা প্রকাশঃ | ২১ ডিসেম্বর ২০২৩ |
২য় ধাপে অনলাইনে ভর্তিঃ | ২৬ থেকে ২৯ ডিসেম্বর ২০২৩ এর রাত ১২ টা পর্যন্ত |
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে অনার্স ফার্স্ট ইয়ার ভর্তিকৃত শিক্ষার্থীদের বাসের রুট সংক্রান্ত বিজ্ঞপ্তি
২০২৩-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক(সম্মান) শ্রেণিতে মুক্তিযোদ্ধা (নাতি-নাতনি) কোঠায় ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি
২০২৩-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেনিতে ভর্তি ও বিভিন্ন কোটায় আবেদন সংক্রান্ত সময়সুচি ও নির্দেশিকা