গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহণ অধিদপ্তরের অধীনে সমুদ্রগামী জাহাজে নাবিক রেটিং ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ০৫ টি প্রেক্টিকাল বিষয়ে কোর্সগুলা করে সমুদ্রগামী জাহাজে চাকরির আবেদন করতে পারবেন। দেশের মোট ০৭ টি ইন্সটিটিউট, একাডেমিতে একযোগে ভর্তির আবেদন চলবে।
বিভিন্ন মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কোর্সগুলা করার জন্য আপনাকে নুন্যতম এসএসসি বা ০২ বছর মেয়াদী ট্রেড কোর্স, ডিপ্লোমা পাস হতে হবে। অনলাইনে বা সরাসরি আবেদনপত্র জমা নেয়া হবে। আবেদন করতে পারবেন আগামী ০৮ অক্টোবর ২০২৩ তারিখের মধ্যে।
প্রি সি নাবিক রেটিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
প্রতিষ্ঠান | বিভিন্ন মেরিটাইম প্রতিষ্ঠানে |
প্রতিষ্ঠান টাইপ | সকল সরকারি ও বেসরকারি মেরিটাইম |
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২৩ |
ব্যাচ | ২০২৩ (গ্রীষ্মকালীন) |
প্রশিক্ষণ কোর্সের মেয়াদ | ০৬ মাস |
মোট আসন | ৭২৫ টি |
পদভেদে বয়সসীমা | ১৬ থেকে ২৫ বছর (ডিপ্লোমা ৩৫) |
পদভেদে শিক্ষাগত যোগ্যতা | এসএসসি,ট্রেড কোর্স,ডিপ্লোমা |
পদভেদে অভিজ্ঞতার শর্ত | বিনা অভিজ্ঞতা ও ০২,০৩ বছরের অভিজ্ঞতা |
উচ্চতা | ১৫৮ সেমি |
ওজন | ৫০-৮৫ কেজি |
চোখের দৃষ্টি | ৬/৬ ডেক, ৬/১২ ইঞ্জিন |
মেরিটাইম একাডেমি ইন্সটিটিউটে সমুদ্রগামী জাহাজে রেটিং কোর্সের আসন সংখ্যা
ক্রমিক নং | ইন্সটিটিউটের নাম | আসন সংখ্যা |
০১ | ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রাম | ২০০ |
০২ | ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, মাদারীপুর | ১০০ |
০৩ | ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমী | ৭০ |
০৪ | মাস মেরিন একাডেমী, চট্টগ্রাম | ১০০ |
০৫ | ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমী, ঢাকা | ১০০ |
০৬ | ওশান মেরিটাইম একাডেমি,চট্টগ্রাম | ১০৫ |
০৭ | ওয়ার্ল্ড মেরিটাইম ইন্সটিটিউট | ৬০ |
সরকারি বেসরকারি মেরিটাইম প্রশিক্ষণ ইন্সটিটিউট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
- মাস মেরিন একাডেমীতে ৮ম ব্যাচের নাবিক কোর্সে ভর্তি শুরু হয়েছে!
- বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি বিজ্ঞপ্তি
🔎 শিক্ষা,চাকরি,লাইফ স্টাইল টিপস সহ সকল খবর সবার আগে জানতে
KFPlanet ফেসবুক পেজ 📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡs ➣টেলিগ্রাম চ্যানেল ফলো করুন 👉 Youtube চ্যানেল সাবস্ক্রাইব করুন। যে কোন সার্কুলার ডাউনলোড করতে আমাদের Mobile APP ইন্সটল করুন।
i agree
বাংলাদেশ নৌ পরিবহণ , নাবিক পদে
নতুন সার্কুলার আসছে আজ। আবেদন করেন।
Jhhh