জেনারেল ফার্মাসিউটিক্যালস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চাকরির খবর ২০২২ নিয়ে আজকের পোস্ট। সরাসরি সাক্ষাৎকার ও অনলাইনের প্রেক্ষিতে জেনারেল ফার্মায় নিয়োগ দেয়া হয়ে থাকে। general pharma job circular 2022 দেখে আপনিও ঔষধ কোম্পানিতে চাকরি করে ক্যারিয়ার শুরু করে দিতে পারেন। সকল ঔষধ কোম্পানিতে চাকরি নিয়োগ ২০২২ দেখুন
জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড (GPL) ঔষধের সর্বোচ্চ মানের নিশ্চয়তা দিয়ে থাকে। অত্যাধুনিক কারখানায় রয়েছে সবচেয়ে আধুনিক উৎপাদন সুবিধা। জেনারেল ফার্মার কারখানার মোট এলাকা হল ২৯,৭৯২ বর্গমিটার। GPL উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপীয় দেশ এবং মধ্যপ্রাচ্য ইত্যাদির মতো নিয়ন্ত্রিত দেশগুলিতে ফার্মাসিউটিক্যাল পণ্য রপ্তানি করতে এবং স্থানীয় চাহিদা মেটাতে সক্ষম।
জেনারেল ফার্মাসিউটিক্যালস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
কোন টাইপের চাকরি? | মেডিসিন কোম্পানির চাকরি |
মেডিসিন কোম্পানির নাম | জেনারেল ফার্মাসিউটিক্যালস |
জব পোস্টিং | বাংলাদেশের যেকোন স্থানে |
জব টাইপ | পার্মানেন্ট চাকরি |
সার্কুলার প্রকাশ | ১০ জুন ২০২২ |
শিক্ষাগত যোগ্যতা | বিএসসি/সমমান |
প্রার্থীর বয়স | সর্বোচ্চ ৩২ বছর |
অভিজ্ঞতা | বিনা অভিজ্ঞতা |
ভাষা দক্ষতা | ইংরেজিতে গুড কমুনিকেশন |
প্রার্থী বাছাইয়ের ধরন | সরাসরি সাক্ষাৎকার, অনলাইনে |
সাক্ষাৎকারের তারিখ | ২১-২৩ জুন ২০২২ |
আবেদনের সময়সীমা | ২৩ জুন ২০২২ |
হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস ওয়েবসাইট | https://www.hplbd.com |
পদের নামঃ মেডিকেল প্রমোশন অফিসার
যোগ্যতাঃ
- যেকোন বিভাগ থেকে গ্র্যাজুয়েট পাস
- এসএসসি পর্যন্ত সাইন্স থাকতে হবে।
- ইংরেজিতে কমুনিকেশন স্কিল ভালো থাকতে হবে।
- ৩২ বছরের উপরের প্রার্থী আবেদন করতে পারবেন না।
দায়িত্বসমূহঃ
- প্রোডাক্ট প্রমোট করা।
- সেলস টার্গেট ফিলাপ করা।

Interview Date: 21 to 23 June 2022