ডিপ্লোমা ইন ইউনানী ও ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক মেডিসিন এন্ড সার্জারি (ডিএএমএস)  এবং ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন এন্ড সার্জারি (ডিইউএমএস) কোর্সে যদি ভর্তি হতে চান বা আপনার পরিচিত কাওকে ভর্তি করাতে চান তাহলে পোস্টটি আপনার জন্য। আমরা ইংরেজিতে Diploma in ayurvedic medicine and surgery and Diploma in unani medicine and surgery বলে জানি।

সরকারি ইউনানী মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

আয়ুর্বেদিক ডিএএমএস ও ইউনানি ডিইউএমএস এর বিভিন্ন বিষয়ে ব্যাপক বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সেবাকারি জনবল তৈরি করা এই কোর্সের মূল লক্ষ্য।  এই কোর্স সমাপ্তির পরে একজন দক্ষ আয়ুর্বেদিক বা ইউনানি চিকিৎসক, সার্জন হয়ে উঠতে পারেন।  এ ক্যাটাগরির হাকিম/কবিরাজ হিসেবে রেজিস্টার্ড চিকিৎসক হিসেবে পরিচিতি লাভ করবেন।

ডিপ্লোমা ইউনানী ডিইউএমএস ও আয়ুর্বেদিক ডিএএমএস ভর্তি বিজ্ঞপ্তির তথ্য (সংক্ষেপে) ২০২৩

কোর্সের সময়কালঃ ০৪ বছর

ইন্টার্নশিপ সময়কাল: ০৬ মাস

যোগ্যতা: এসএসসি, দাখিল বা সমমানের পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.০০

ভর্তি পক্রিয়া : একাডেমিক রেজাল্টের ভিত্তিতে ভর্তি করা হবে।

একাডেমিক বছর: ২০২৩-২০২৩

বৃত্তি সুবিধাঃ ০৬ ক্যাটাগরির বৃত্তি দেয়া হয়। এছাড়া ইন্টার্নশিপ এ বৃত্তির সুবিধা দেওয়া হয়।

ভর্তির শেষসীমাঃ ২৯ সেপ্টেম্বর ২০২৩

ভর্তি ফর্মঃ আপনার পছন্দের কলেজ থেকে ফর্মটি সংগ্রহ করুন।

ডিপ্লোমা ইন ইউনানী ও ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

bbuasm
visa.kfplanet.com

ডিপ্লোমা ইন ইউনানী ভর্তি বিজ্ঞপ্তি,  ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি,ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক ভর্তি বিজ্ঞপ্তি, Diploma in ayurvedic medicine and surgery, Diploma in unani medicine and surgery, ডিএএমএস ভর্তি, ডিইউএমএস ভর্তি, মেডিসিন ইউনানী ও আয়ুর্বেদিক সিস্টেম বাংলাদেশ বোর্ড

4 thoughts on “ডিপ্লোমা ইন ইউনানী ও ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

  1. আসসালামু আলাইকুম
    আমাদের রংপুরের মধ্যে কোন ইউনানী আয়ুর্বেদিক শিক্ষা প্রতিষ্ঠান আছে থাকলে একটু বলবেন

  2. কওমি মাদরাসার ছাত্রদের জন্য সুযোগ আছে কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com