পলিটেকনিকে ভর্তি নিশ্চায়ন পদ্ধতি – ডিপ্লোমা ভর্তি নিশ্চায়ন পক্রিয়া ২০২৩-২০২৪

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ০৪ (চার) বছর মেয়াদি পলিটেকনিক ডিপ্লোমার ভর্তি নিশ্চায়ন পক্রিয়া বা পদ্ধতি কেমন হবে, সেসকল বিষয় নিয়ে আজকের পোস্ট। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এপ্রিকালচার, ডিপ্লোমা ইন ফরেস্ট্রী, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রমের ভর্তি নিশ্চায়ন পদ্ধতি ও সকল নোটিশ।

সরকারি প্রতিষ্ঠানসমূহে ১ম পর্যায়ের আবেদন চলবে ৩১ আগস্ট পর্যন্ত। আর ফলাফল ০৭/০৯/২০২৩ তারিখ সন্ধা ৬.০০ ঘটিকায় প্রকাশিত হবে।

সরকারি প্রতিষ্ঠানসমূহে ৩য় পর্যায়ের আবেদন চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। 

পলিটেকনিক ভর্তি নিশ্চায়ন পদ্ধতি ২০২৩

পলিটেকনিকে ১ম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ০৭/০৯/২০২৩ হতে ১১/০৯/২০২৩ তারিখের মধ্যে নিয়ে সংযুক্ত
নিশ্চায়ন পদ্ধতি অনুসরণপূর্বক ভর্তি নিশ্চায়ন ফি প্রদান করে নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। ১ম পর্যায়ের আবেদন ও প্রকাশিত ফলাফলের আওতায় ভর্তি হতে চাইলে আবশ্যিকভাবে উল্লেখিত সময়ের মধ্যে নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। অনথ্যায় ১ম পর্যায়ের সিলেকশন এবং ভর্তির আবেদন বাতিল বলে গন্য হবে।

উল্লেখ্য, নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের অটোমাইগ্রেশন ডিফল্টভাবে খোলা থাকবে এবং পছন্দক্রম অনুযায়ী আসন খালি থাকা সাপেক্ষে আবেদনের উপরের ক্রমিক নম্বরে যাওয়ার সুযোগ থাকবে। এক্ষেত্রে যতবার অপেক্ষমান তালিকা হতে ফলাফল প্রকাশ করা হবে, তার পূর্বে ততবার অটোমাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে। অটোমাইগ্রেশন খোলা থাকলে সর্বশেষ যে টেকনোলজি-প্রতিষ্ঠানে অটোমাইগ্রেশন হবে সেখানেই অধ্যায়ন করতে হবে। তবে শিক্ষার্থী চাইলে/পছন্দের
টেকনোলজি বা পছন্দের প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেলে অটোমাইগ্রেশন বন্ধ করতে পারবে।

পলিটেকনিকে ভর্তি ও নিশ্চায়ন বিষয়ক বিস্তারিত তথ্য

শিক্ষাক্রমনিশ্চায়ন ফিকমেন্টসনিশ্চায়নকৃত শিক্ষার্থীদের ভর্তি 
  • ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
  • মেরিন ডিপ্লোমা
৩৯০নিশ্চায়ন পদ্ধতি অনুসরণপূর্বক নিশ্চায়ন ফি প্রদান করলে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন হবে এবং নিশ্চায়ন ফি প্রদান করলে মোবাইলে মেসেজ যাবে। তারিখ
  • ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
  • ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং
  • ডিপ্লোমা ইন এপ্রিকালচার,
  • ডিপ্লোমা ইন ফরেস্ট্রী,
  • ডিপ্লোমা ইন ফিশারিজ,
  • ডিপ্লোমা ইন লাইভস্টক
৩৯০নিশ্চায়ন পদ্ধতি অনুসরণপূর্বক নিশ্চায়ন ফি প্রদান করলে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন হবে এবং নিশ্চায়ন ফি প্রদান করলে মোবাইলে মেসেজ যাবে। তারিখ

ডিপ্লোমা ভর্তি নিশ্চায়নের শর্তাবলি

  • ১ম পর্যায়ের নির্বাচিত যে সকল শিক্ষার্থী ০৭/০৯/২০২৩ হতে ১১/০৯/২০২৩ তারিখের মধ্যে নিশ্চায়ন সম্পন্ন করবে না সে সকল শিক্ষার্থীর ১ম পর্যায়ের সিলেকশন এবং ভর্তির আবেদন বাতিল বলে গণ্য হবে। এসকল শিক্ষার্থীসহ ইতোপূর্বে আবেদন করেনি এমন শিক্ষার্থীরাও বোর্ড নির্ধারিত তারিখে পূনরায় ফিসহ ২য় পর্যায়ে আবেদন করতে পারবে।
  • ৩য় পর্যায়ের নির্বাচিত যে সকল শিক্ষার্থী ১৩/১০/২০২৩ হতে ১৫/১০/২০২৩ তারিখের মধ্যে নিশ্চায়ন সম্পন্ন করবে না সে সকল শিক্ষার্থীর ১ম পর্যায়ের সিলেকশন এবং ভর্তির আবেদন বাতিল বলে গণ্য হবে।

পলিটেকনিকে ভর্তি নিশ্চায়ন পদ্ধতি ২০২৩-২০২৪ নোটিশ

diploma 1

ডিপ্লোমা ভর্তি নিশ্চায়ন পক্রিয়া ২০২৩-২০২৪ অনলাইনে আবেদন ফি

 

diploma 2

4

5

6

7

8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com
KFPlanet BD Blog