ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট নিয়োগ ২০২৪

ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, এ নতুন আরও একটি প্রকাশিত হয়েছে। ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তির সকল তথ্য গুলি তুলে ধরব। অনেক চাকরি প্রত্যাশিরা ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর নিয়োগ বিজ্ঞপ্তির অপেক্ষায় থাকেন। ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিচালিত প্রতিষ্ঠানটিতে নিম্ন বর্ণিত শূন্য পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহবান করা হয়েছে।এই অনুচ্ছেদে ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট নিয়োগ ২০২৩ এর বিস্তারিত সকল তথ্য গুলি সুন্দর করে তুলে ধরবঃ

ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট ডিএফডি এর পরীক্ষার ফলাফল 

ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট নিয়োগ ২০২৩

প্রতিষ্ঠানের নাম ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট
চাকরির ধরন সরকারি চাকরি
প্রার্থীর ধরন নারী এবং পুরষ উভয়ই
ক্যাটাগরিঃ ০২ টি বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদে
সর্বমোট নিয়োগ সংখ্যা ৩৮৪+২৯ জন।
শিক্ষাগত যোগ্যতা  ৮ম থেকে স্নাতক পর্যন্ত
আবেদনের মধ্যম আনলাইন
আবেদন শুরু ১০ অক্টোবর, ০৭ নভেম্বর ২০২৩
আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর, ২২ নভেম্বর ২০২৩
বিজ্ঞপ্তি উৎসঃ জাতীয় পত্রিকা ও অফিশিয়াল সাইট

  • পদের নাম: ড্রাইভার
    নিয়োগ সংখ্যা: ০৪ জন।
    শিক্ষা যোগ্যত: জেএসসি/সমমান
    মাসিক বেতন: ৯,৩০০-২২,৪৯০/-
    গ্রেড: ১৬
    আবেদন ফি: ১১২ টাকা
  • পদের নাম: অফিস সহায়ক
    নিয়োগ সংখ্যা: ১৪ জন।
    শিক্ষা যোগ্যত: জেএসসি/সমমান
    মাসিক বেতন: ৮,২৫০-২০,০১০/-
    গ্রেড: ২০
    আবেদন ফি: ৫৬ টাকা
  • পদের নাম: নিরাপত্তা প্রহরী
    নিয়োগ সংখ্যা: ০৮ জন।
    শিক্ষা যোগ্যত: জেএসসি/সমমান
    মাসিক বেতন: ৮,২৫০-২০,০১০/-
    গ্রেড: ২০
    আবেদন ফি: ৫৬ টাকা
  • পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী
    নিয়োগ সংখ্যা: ০৩ জন।
    শিক্ষা যোগ্যত: উল্লেখ নাই।
    সংশ্লিষ্ট কাজে বাস্তবা অভিজ্ঞতা থাকতে হবে।
    মাসিক বেতন: ৮,২৫০-২০,০১০/-
    গ্রেড: ২০
    আবেদন ফি: ৫৬ টাকা

  • পদের নাম: অডিটর
    নিয়োগ সংখ্যা: ৩৮৪ জন।
    শিক্ষা যোগ্যত: স্নাতক/সমমান ডিগ্রি
    মাসিক বেতন: ১২,৫০০-৩০,২৩০/-
    গ্রেড: ১১
    অবেদন ফি: ১১২ টাকা।

ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট

বাংলাদেশের সশস্ত্রবাহিনীর আর্থিক ব্যবস্থাপনা আরও গতিশীলতা বৃদ্ধির জন্য ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি) প্রতিষ্ঠিত করা হয়। সামরিক খাতের সকল  হিসাব নিরীক্ষা, ব্যয় ও আন্তঃনিরীক্ষাসহ ব্যয় সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করা ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি) এর প্রধান কাজ ও দায়িত্ব। এ ডিপার্টমেন্টের জন্য প্রয়োজনীয় নীতি প্রণয়ন করাও এর অন্যতম একটি কাজ। এ ছাড়াও, এসএফসি ও এফসি অফিস এর সহায়তায় সশস্ত্র বাহিনীর উপযোজন হিসাব প্রস্তুত করে এবং হিসাব মহানিয়ন্ত্রককে আর্থিক হিসাবের উপাদান বা তথ্য সরবরাহ করে থাকে। প্রতিরক্ষা সার্ভিসসমূহে হিসাব প্রণয়নের ক্ষেত্রে রুলিং প্রণয়ন বা নির্দেশনা প্রদান করাও ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি) এর কাজ।মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোতে পূর্বের ২২৪ টি পদ বৃদ্ধি পেয়ে বর্তমানে মোট পদসংখ্যা হয়েছে ২৩২ টি।

উদ্দেশ্যঃ 

পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে সহাবস্থান রক্ষা ও সামপ্রস্যপূর্ণ গ্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলা

সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা সহায়ক অন্যান্য দণ্তর-সংস্থার সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে
দেশমাতৃকার সার্বভৌমত্ব সমনত রাখা

  • বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার
    লক্ষ্যে একটি আধুনিক সশত্র বাহিনী গড়ে তোলার
  • একবিংশ শতান্দীর চ্যালেপ্তসমূহ মোকাবিলায় সশস্ত্র বাহিনীতে সক্ষম ও উপযুক্ত মানবসম্পদ
    গড়ে তোলা । আধুনিক জ্ঞান, দক্ষতা ও কারিগরি কুশলতায় সমৃদ্ধ এ মানবসম্পদকে
    বর্তমান বিশ্বব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ করে তোলা
  • অন্যান্য দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় সম্পর্কে বিভিন্ন বিষয়ে ধারণা লাভ
  • একটি উন্নততর, সুখী ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনস সমূহে সশস্ত্রবাহিনী সদস্যদের অংশগ্রহণ।

ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি, ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট নিয়োগ 2023, ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট নিয়োগ, ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট নিয়োগ ২০২৩ সার্কুূলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com