তথ্য কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

তথ্য কমিশন নিয়োগ  বিজ্ঞপ্তি ২০২৩ নিয়ে হাজির হয়েছি আমরা। আমাদের এখানে আপনি ট্রাস্টেড ও বর্ণনামূলক পোস্ট পাবেন বলে আশা করছি। চলুন জেনে নেয়া যাক তথ্য কমিশন Information Commission কি ? তথ্য কমিশন দেশের স্বাধীন প্রতিষ্ঠান।   যার প্রধান কাজ হলো জনগণের তথ্য প্রাপ্তির নিশ্চয়তা দেয়া এবং তথ্য সহজলভ্য করা।  রাষ্ট্রায়ত্ত, সরকারি, সংস্থাসমূহ তথ্য কমিশনের তালিকাভুক্ত হওয়া বাধ্যতামূলক। সম্প্রতি বাংলাদেশ তথ্য কমিশন  জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

তথ্য কমিশন নিয়োগ এর সার সংক্ষেপঃ  

প্রতিষ্ঠানঃ বাংলাদেশ তথ্য কমিশন।

মোট পদ সংখ্যাঃ ০৮ ধরনের ১০ টি পদ

পদ, যোগ্যতা ও বেতন কাঠামোঃ

প্রোগ্রামার , সহকারী পরিচালক, ব্যাক্তিগত কর্মকর্তা, কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী

সহকারী হিসাবরক্ষক (০১)  –  বানিজ্য বিভাগে স্নাতক পাশে ১৪ গ্রেডে ১০,২০০-২৪,৬৮০ টাকা বেতন।

পি এম কাম কম্পিউটার  (০১)  –  যে কোন বিভাগে এইচ এস সি  পাশে ১৬ গ্রেডে ৯৩০০-২২,৪৯০ টাকা বেতন।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (০৩) – এইচ এস সি  পাশে ১৬ গ্রেডে ৯৩০০-২২,৪৯০/- টাকা বেতন।

আবেদনের সময়সীমাঃ

তথ্য কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

http://www.infocom.gov.bd/

 ✔✔ সরকারি চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন  –এখানে ক্লিক করুন।       

 ✔✔ বেসরকারি/কোম্পানি চাকরির সকল নিয়োগ দেখুন এখানে ক্লিক করুন।   

✔✔ সাপ্তাহিক চাকরির পত্রিকা দেখতে পারবেন এখান থেকে।    

সকল সরকারি বেসরকারি চাকরির খবর  পাবেন সবার আগে বার এইরকম একই পেজে আমাদের সাইটেসরকারি চাকরি প্রার্থীর জন্য চলমান বিশেষ সব নিয়োগ বিজ্ঞপ্তি  বা চাকরির খবর যা  কে এফ প্ল্যানেট এর সরকারি জব সার্কুলার ক্যাটাগরিতে পাবেন । তাছাড়া বেসরকারি  জব ক্যাটাগরি তো আছেই ।  চাকরি পেতে দেরি না করে আজই এপ্লিকেশন করুন।

সকল বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স/ এম বি এ ভর্তি বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন, মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি। 

সকল সরকারি ও বেসরকারি , ফ্রি ও পেইড প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখানে। 

তথ্য কমিশন নিয়োগ,তথ্য কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি, তথ্য কমিশন নিয়োগ ২০২৩,বাংলাদেশ তথ্য কমিশন নিয়োগ,তথ্য কমিশনে নিয়োগ,তথ্য কমিশনে চাকরি,সরকারী চাকরির খবর, চাকরির খবর 2023,আজকের চাকরির বিজ্ঞপ্তি ২০২৩,নিয়োগ বিজ্ঞপ্তি 2023,চাকরির খবর ২০২৩,চাকরির খবর ২০২৩ সরকারি,সরকারি চাকরির খবর 2023,সাপ্তাহিক চাকরির খবর ২০২৩,আজকের নিয়োগ বিজ্ঞপ্তি,bd job চাকরি নিয়োগ, job circular নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতিদিনের সরকারি চাকরির খবর,আজকের চাকরির খবর ২০২৩,2023 সালের সরকারি চাকরির খবর ,সরকারী চাকরির খবর,সরকারি চাকরির খবর, সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি,

2 thoughts on “তথ্য কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

    1. চাকরি করতে চান তো বুঝলাম তো আমাদের কি করার আছে বলুন। আমরা চাকরির খবর প্রকাশ করি মাত্র। কোন সহৃদয়বান ব্যাক্তি বা কর্তৃপক্ষ আপনার কমেন্ট দেখার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। তবে আপনার জন্য সাজেশন হলো, প্রথমে ছোট ছোট কোম্পানিতে জব শুরু করুন বা অল্প কিছু টাকা ইনভেস্ট করে ব্যাবসা শুরু করে দিন। চেষ্টা চালিয়ে যান নিজের অবস্থান পরিবর্তনের জন্য, চাকরির আবেদন করুন বিভিন্ন পদের জন্য। সরকারিতেও নিয়মতান্ত্রিকভাবে আবেদন করুন। লেগে পড়ে থাকলে ফল পাবেন অবশ্যই , হতাশ হবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com