বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (অষ্টম শ্রেনি,এসএসসি,এইচএসসি পাসে নিয়োগ)

বাংলাদেশ তাঁত বোর্ডে ২২ ধরনের ৮৭ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন করতে পারবেন আগামী ২৪,৩০ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত। বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর সকল তথ্য আমরা ধারাবাহিকভাবে বর্ননা করার চেষ্টা করেছি। 

তাঁতিদের প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি, মূলধন যোগান, গুনগত মানসম্পন্ন তাঁতবস্ত্র উৎপাদন, বাজারজাতকরণের সুবিধা সৃষ্টির মাধ্যমে তাঁতিদের আর্থ-সামাজিক অবস্থার  উন্নয়ন করা বাংলাদেশ তাঁত বোর্ডের লক্ষ্য। বাংলাদেশ তাঁত বোর্ড আইন’২০১৩  এর মাধ্যমে তাঁত শিল্প আরো গতিময় করা হয়। বাংলাদেশ তাঁত বোর্ডে বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করছেন  মোঃ রফিকুল ইসলাম,অতিরিক্ত সচিব। বাংলাদেশ তাঁত বোর্ডেরপ্রধান কার্যালয় বিটিএমসি ভবন (৫ম তলা) ৭-৯ কাওরান বাজার, ঢাকাতে অবস্থিত।

বাংলাদেশ তাঁত বোর্ড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

আমরা পাঠকের চাহিদার মূল্য দিয়ে থাকি তাই তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি-চাকরির খবর আসবে,তা প্রকাশ করা হবে এই এক পেজে। এ ছাড়াও আমরা সকল সরকারি বেসরকারি চাকরির খবর প্রকাশ করি সবার আগে। সরকারি চাকরি প্রার্থীর জন্য চলমান বিশেষ সব নিয়োগ বিজ্ঞপ্তি বা চাকরির খবর যা কে এফ প্ল্যানেট এর সরকারি জব সার্কুলার ক্যাটাগরিতে পাবেন। তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশের কিছুক্ষনের মধ্যেই আমাদের টিম বিজ্ঞপ্তি পৌছায় দিবে আপনার হাতের মুঠোয়। তাই চাকরি পেতে দেরি না করে আজই এপ্লিকেশন করে ফেলুন।

সরকারি প্রতিষ্ঠানের নাম Bangladesh Handloom Board BHB 
তাঁত বোর্ডে পদের ক্যাটাগরি ২২ ধরনের 
মোট পদ ৮৭ টি
বেতন স্কেল ৮,২৫০-২০,০১০/- ১১,০০০-২৬,৫৯০/- থেকে ২২,০০০-৫৩,০৬০/-
যোগ্যতা টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রী
বয়সের যোগ্যতা ১৮ থেকে ৩০ বছর
আবেদন শুরুর তারিখ ৩০ মার্চ, সকাল ১০ টা
আবেদনপত্র পাঠানোর শেষ সময় ২৪,৩০ এপ্রিল ২০২৩, বিকাল ০৫ টা 
তাঁত বোর্ডের ওয়েবসাইট http://www.bhb.gov.bd

বাংলাদেশ চাকরির বিজ্ঞপ্তি ২০২৩ তে উল্লেখিত পদ সমুহ ও বেতন স্কেল

১.পদের নামঃ মুল্যায়ন  কর্মকর্তা (০১ টি)    
পড়াশোনার যোগ্যতাঃ স্নাতকোত্তর/সমমান
বয়সসীমাঃ অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-০৯)

২. পদের নামঃ হিসাবরক্ষণ কর্মকর্তা (০১ টি)    
পড়াশোনার যোগ্যতাঃ স্নাতকোত্তর/সমমান
বয়সসীমাঃ অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-০৯)

৩. পদের নামঃ সহকারি লাইব্রেরিয়ান ( ০৪ টি পদ)  
যোগ্যতাঃ ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স
বেতন স্কেলঃ ১২,৫০০–৩০,২৩০/- টাকা
গ্রেডঃ ১১
অভিজ্ঞতাঃ সংলিষ্ট বিষয়ে প্রশিক্ষণসহ অভিজ্ঞতা

৪. পদের নামঃ ফিল্ড সুপারভাইজার ২৮ টি
যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রি।
অভিজ্ঞতাঃ কম্পিউটারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেলঃ ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

এমএমএস এর মাধ্যমে আবেদন ফি জমাঃ 

পদভেদে পরীক্ষার ফি বাবদ ৫০০,৭০০ টাকা টেলিটক সিমের মাধ্যমে এসএমএস এ জমা প্রদান করতে হবে। আপনাকে পরীক্ষার ফি থেকে ১০ টাকা বেশি রিচার্জ করতে হবে। এরপর আপনার মোবাইল থেকে প্রথম SMS ও দ্বিতীয় SMS করুনঃ

প্রথম SMS: BHB <স্পেস> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে আর

দ্বিতীয় SMS BHB <স্পেস> Yes <স্পেস> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

1 bhb
visa.kfplanet.com

2 bhb

3 bhb

4 bhb

Application Start: 30 March 2023

Application Deadline: 30 April 2023

tat board

Application Deadline: 24 April 2023

বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ পরীক্ষা 

আপনি এখানে চলে এসেছেন কারণ আপনি নিচের বিষয়গুলি থেকে খুঁজেছেনঃ

বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩,তাঁত বোর্ডে নিয়োগ,তাঁত বোর্ড নিয়োগ ,তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2023 ,তাঁত বোর্ডে চাকরি ২০২৩,তাঁত বোর্ড চাকরির বিজ্ঞপ্তি ,সরকারী চাকরির  খবর

2 thoughts on “বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (অষ্টম শ্রেনি,এসএসসি,এইচএসসি পাসে নিয়োগ)

  1. আমি অফিস সহায়ক পদে চাকরি করতে ইচ্ছুক।আমি ২০২২ সালে এইস এস সিতে ৪.৬৭ পেয়ে পাস করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com