মাদ্রাসা বোর্ডের অধীনে এইচএসসি আলিম পরীক্ষার ফলাফল ২০২৩ মার্কশিট সহ দেখতে ও ডাউনলোড করতে পারবেন। ২০২৩ সালের আলিম রেজাল্ট ২৬ নভেম্বর প্রকাশিত হবে। BMEB Bangladesh Madrasah Education Board is responsible for conducting the Alim (equivalent to Higher Secondary School Certificate) examination and publishing the Alim Result with marksheet.
নম্বরসহ আলিম পরীক্ষার ফলাফল 2023 এর সম্পূর্ণ মার্কশিট ডাউনলোড এবং আলিম পরীক্ষার রেজাল্ট ২০২৩ চেক করুন। আমাদের KFPlanet.com সাইটের মাধ্যমে সব ধরনের শিক্ষা তথ্য সহায়তা দেয়া হয়। যেকোন ধরনের শিক্ষা, ভর্তি ও রেজাল্ট পেতে আমাদের সাইটেের সাথেই থাকুন।
আপডেটঃ মাদ্রাসা বোর্ড আলিম পরীক্ষায় পাসের হার ৯০ দশমিক ৭৫ শতাংশ আর জিপিএ ফাইভ –জন পেয়েছেন।
মাদ্রাসা বোর্ডের এইচএসসি আলিম পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে দিবে?
২০২৩ সালে আলিম পরীক্ষায় প্রায় ০১ লাখ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছিলো। মাদ্রাসা বোর্ডের এইচএসসি আলিম পরীক্ষার শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৮৬ হাজার পরীক্ষার্থী পাস করেছে।
এইচএসসি আলিমের লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা সেপ্টেম্বরেই শেষ হয়েছিলো। ২৬ নভেম্বর বেলা ১২ টার পর আলিম রেজাল্ট ২০২৩ প্রকাশ হবে। জেনারেল এইচএসসি রেজাল্টের সাথে সাথে একই সময়ে আলিম পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে থাকে।
প্রাক নিবন্ধন করে রেজাল্ট দেখতে পারবেন
যারা মোবাইল ফোনের মেসেজের মাধ্যমে ফলাফল পেতে ইচ্ছুক তাদের ফলাফল প্রকাশের আগে প্রাক-নিবন্ধন করতে হবে: HSC<>বোর্ডের নাম (প্রথম 3 অক্ষর) <স্পেস> রোল<স্পেস > 2023 এবং 16222 নম্বরে পাঠান। ফলাফল প্রকাশিত হওয়ার সাথে সাথে তাদের ফলাফল পূর্ব-নিবন্ধিত প্রার্থীদের মোবাইল নম্বরে পৌঁছে যাবে।
নম্বরসহ আলিম এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৩ কিভাবে দেখবেন?
বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সকলে নিজ নিজ মাদ্রাসা বা কলেজ থেকেও মোবাইল এসএমএস এবং শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফল পাবেন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশে ইসলাম ধর্মের ভিত্তিতে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা বোর্ডের আলিম ফলাফল ২০২৩ দেখুন বা ডাউনলোড করুন অনলাইনে। নিচে দেয়া নির্দেশনার মাধ্যমে বাংলাদেশে এইচএসসি আলিম পরীক্ষার ফলাফল যাচাই করুন ও মার্কশিট ডাউনলোড করুন।
- প্রথমে ভিসিট করুন- http://www.educationboardresults.gov.bd
- Examination ঘর থেকে “HSC/ Alim” সিলেক্ট করুন।
- Year থেকে আপনার পাসের সন “2023” সিলেক্ট করুন।
- board থেকে “Madrasah” সিলেক্ট করুন।
- “Roll number” ও “Registration Number“ দিয়ে দিন।
- এরপর দুটি সংখ্যার যোগ বিয়োগ করে ফলাফল লিখুন।
- সব ঠিকঠাক থাকলে Submit Button এ ক্লিক করুন।
- . আলিম এইচএসসি রেজাল্ট আপনার সামনে চলে আসবে।
➽➽ এইচএসসি পাস করার সরকারি ও বেসরকারি , ফ্রি ও পেইড প্রশিক্ষণ কোর্স শুরু করুন, ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখান থেকে
www.bmeb.gov.bd HSC Alim Result যেভাবে দেখবেন
- BTEB এর অফিসিয়াল ওয়েবসাইট www.bmeb.gov.bd প্রবেশ করুন।
- “রেজাল্ট আর্কাইভ” ট্যাবে ক্লিক করুন
- Examination ঘর থেকে “HSC/ Alim” সিলেক্ট করুন।
- Year থেকে আপনার পাসের সন “2023” সিলেক্ট করুন।
- board থেকে “Madrasah” সিলেক্ট করুন।
- “Roll number” ও “Registration Number“ দিয়ে দিন।
- এরপর দুটি সংখ্যার যোগ বিয়োগ করে ফলাফল লিখুন।
- সব ঠিকঠাক থাকলে Submit Button এ ক্লিক করুন।
- . আলিম এইচএসসি রেজাল্ট আপনার সামনে চলে আসবে।
এসএমএসের মাধ্যমে আলিম এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম
আলিম পরীক্ষার রেজাল্ট এসএমএস এর মাধ্যমে দেখতে পারবেন। এজন্য কিছু ব্যালেন্স রেখে আপনার মোবাইলের মেসেজ অপশনে যেয়ে লিখতে হবে alim <স্পেস> First Three Letters of Education Board name <স্পেস>Madrasah HSC Roll Number <স্পেস> 2023 ( এইচএসসি আলিম পাসের বছর) লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণঃ Alim <space> MAD <space> Roll Number <space> 2023 send to 16222
মাদ্রাসা ও টেকনিক্যাল বোর্ডের শর্ট নামঃ
Education Board Name | First Three Letters |
Madrasah Education Board | MAD |
Technical Education Board | TEC |