ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ নিটার এর অধীনে এমবিএ ইন টেক্সটাইল এন্ড আ্যাপারেল ভ্যালু চেইন কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৩ প্রকাশ হয়েছে। ২০২৩-২৩ শিক্ষাবর্ষ (৪র্থ ব্যাচ) ৬০ আসনের বিপরীতে আবেদন করতে বলা হচ্ছে। এটি একটি নিয়মিত কোর্স তবে চাকুরীজীবিদের জন্য শুক্রবার ক্লাসের ব্যাবস্থা আছে।
এমবিএ ইন টেক্সটাইল এন্ড আ্যাপারেল ভ্যালু চেইন কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৩
কোর্সের নামঃ MBA in Textile and Apparel Value Chain
আসন সংখ্যাঃ ৬০ টি
কোর্সের ব্যপ্তিকালঃ ২ বছর (৪ সেমিস্টার), মোট ক্রেডিটঃ৬০
ভর্তির যোগ্যতাঃ যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন সালে পাশকৃত নূন্যতম সিজিপিএ ২.৫০ অর্জনকারী স্নাতক ডিথ্রীধারীরা আবেদন করতে পারবেন ।
আবেদন প্রক্রিয়াঃ ভর্তির আবেদনপত্র ও নির্দেশিকা https://niter.edu.bd-এ পাওয়া যাবে।
আবেদন ফিঃ নিটারের হিসাব শাখায় ১,০০০/- টাকা (অফেরতযোগ্য) প্রদান করে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে।
আবেদনের সময়ঃ ০৭/১১/২০২৩ তারিখ হতে ১৫/১২/২০২৩ তারিখ পর্যন্ত
কোর্স ফিঃ ২,০০,০০০/- টাকা (২৫,০০০*৮ টি কিস্তি) [ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ফি, মাইগ্রেশন ফি, ফ্যাকাল্টি ফি ও পরীক্ষার ফি ব্যতীত]
যোগাযোগঃ ০১৮২০-০০৮৮৭৬, ০১৭৫৫-০৬০২৭৫
এম.এসসি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অধিভুক্ত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) -এ এম.এসসি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ২০২৩-২০২৩ শিক্ষাবর্ষ (৫ম ব্যাচে ৪০ টি আসনের বিপরীতে আবেদনপত্র আহবান করা হচ্ছে। এটি একটি নিয়মিত কোর্স তবে চাকুরীজীবিদের জন্য শুক্রবার ক্লাসের ব্যাবস্থা আছে।
কোর্সের নামঃ Master of Science (M.Sc.) in Textile Engineering
আসন সংখ্যাঃ ৪০ চেল্লিশ) টি
কোর্সের মেয়াদঃ ১ বছর ৬ মাস (৩ সেমিস্টার), মোট ক্রেডিট: ৩৬
ভর্তির যোগ্যতাঃ যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ২০২৩ হতে ২০২৩ সালের মধ্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফ্যাশন ডিজাইন/ আ্যাপারেল/ ফেবিক ম্যানুফেকচারিং বিষয়ে নূন্যতম সিজিপিএ ২.৫০ অর্জনকারী বি.এসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়াঃ ভর্তির আবেদনপত্র ও নির্দেশিকা https://niter.edu.bd সাইটে পাওয়া যাবে।
আবেদন ফিঃ নিটারের হিসাব শাখায় ১,০০০/- টাকা (অফেরতযোগ্য) প্রদান করে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে।
আবেদনের সময়ঃ ০৭/১১/২০২৩ তারিখ হতে ১৫/১২/২০২৩ তারিখ পর্যন্ত
কোর্স ফিঃ ১,৫০,০০০/- টাকা (১৫,০০০*১০টি কিস্তি) [ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ফি, মাইগ্রেশন, ফ্যাকাল্টি ফি ও পরীক্ষার ফি ব্যতীত।
যোগাযোগঃ ০১৮২০-০০৮৮৭৬, ০১৭৫৫-০৬০২৭৫