শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে পরিচালিত প্রতিষ্ঠান নিটোর ভর্তি পরীক্ষা ২০২৪ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি এই পোস্টে। English Edition
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪
২০২৩ – ২৪ ইংশিক্ষাবর্ষে ৪(চার) বছর একাডেমিক এবং ০১ (এক)বছর বাধ্যতামূলক ইন্টার্নশীপসহ সর্বমোট ০৫ (পাচ) বছর মেয়াদী বি.এসসি ইন ফিজিওথেরাপি কোর্সের প্রথম বর্ষে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। অনলাইন আবেদন করতে হবে। উপজাতি প্রার্থীদের জন্য একটি আসন এবংমুক্তিযোদ্ধার সন্তানদের জন্য দুইটি আসন সংরক্ষিত থাকবে।
নিটোর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা
- বাংলাদেশের যে কোন শিক্ষাবোর্ড/মাদ্রাসা বোর্ড অথবা দেশের বাইরে যে কোন স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় হইতে এসএসসি এবং এইচএসসি অথবাসমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিসহ উভয় পরীক্ষায় মোট জিপিএ ৮.০ পেতে হবে।
- প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে ন্যুনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
- উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ ৭ (সাত) গ্রেড হলেই আবেদন করতে পারেব।
- উপজাতিদের আলাদাভাবে ন্যুনতম জিপিএ ৩.০০ থাকিতে হইবে।
- যে সকল প্রার্থী ২০২০ সালের পূর্বে এস এস সি এবং ২০২২ সালের পূর্বে এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের আবেদন করার প্রয়োজন নাই।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করার নিয়মাবলী
- অনলাইন আবেদন করতে http://nitorbd.bigmsoft.com এ প্রবেশ করুন।
- আবেদনের পূর্বে আবেদন ফি ১০০০/-(এক হাজার) টাকা ব্যাংক ড্রাফট করতে হবে।
- আবেদনের জন্য আবেদনকারীর ছবি স্বাক্ষর (সর্বোচ্চ ৩০০ কেবি, jpg) লাগবে।
- ব্যাংক জমা রশিদের স্ক্যান কপি (সর্বোচ্চ ৪০০ কেবি,jpg) লাগবে।
- যথাযথভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার গুরুত্বপুর্ন তথ্যঃ
আবেদনের সময়সীমাঃ
অনলাইন আবেদন শুরুঃ ১৪/০১/২০২৪ ইং, আবেদনের শেষ সময় ২৯/০২/২০২৪ ইং (রাত ১২টা) পর্যন্ত।
নিটোর আবেদন ফি জমাদানের নিয়মঃ
- “physiotherapy admission test” চলতি হিসাব নং “০২০০০১০৬৭২৯৭৫, অগ্রণী ব্যাংক লিঃ শ্যামলী শাখা, ঢাকা” এর
অনুকূলে ১০০০ টাকা বাংলাদেশের অগ্রণী ব্যাংকের যে কোন অনলাইন শাখায় জমা দিয়ে জমা রশিদ সংগ্রহ করিতে হইবে। - ব্যাংক জমা রশিদের স্ক্যান কপি সহ সংরক্ষণ করুন।
নিটোর প্রবেশপত্র সংগ্রহঃ
১৭/০৪/২০২৪ ইং হইতে ২৫/০৪/২০২৪ ইং (রাত ১২টা) পর্যন্ত। ডাউনলোড করা প্রবেশপত্র রঙ্গিন প্রিন্ট কপিসহ ভর্তি পরীক্ষার দিন উপস্থিত হতে হবে।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর ভর্তি পরীক্ষা
০৬ টি বিষয়ের উপর ভর্তি পরীক্ষা হবে। ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। প্রত্যেক সঠিক উত্তরের জন্য ০১ (এক)নম্বর এবংভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। প্রার্থীদের এসএসসি তে প্রাপ্ত গ্রেডিংয়ের সাথে ৮ এবং এইচএসসিতে প্রাপ্ত গ্রেডিংয়ের সাথে ১২ গুণ করে ও ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরসহ মেধাতালিকা প্রস্তুত করা হবে। প্রাপ্ত নম্বর সমান হলে এইচএসসি পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান এ প্রাপ্ত মোট পয়েন্টের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।
ভর্তি পরীক্ষাঃ ২২/০৭/২০২৪ ইং (শুক্রবার) সকাল ১০ ঘটিকায়। সময়কাল ১ ঘন্টা।
ভর্তি পরীক্ষার স্থানঃ বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমী (সাবেক আগারগাও তালতলা সরকারী কলোনী স্কুল এন্ড মহিলা কলেজ)
নিটোর মানবণ্টন
বিষয় | নম্বর |
পদার্থ বিজ্ঞান | ৩০ নম্বর |
রসায়ন | ৩০ নম্বর |
জীববিজ্ঞান | ৩০ নম্বর |
ইংরেজি | ০৫ নম্বর |
সাধারণজ্ঞান | ০৫ নম্বর |
চান্স পেলে ভর্তির নিয়মাবলী
- ভর্তির সময় প্রত্যেক প্রাথীকে এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষার মূল সনদপত্র।
- নম্বরপত্র এবংশারীরিক সুস্থতার সনদ (মেডিকেল ফিটনেস) অত্র প্রতিষ্ঠানে জমা দিতে হবে।
- অত্র প্রতিষ্ঠানে কোন আবাসিক ব্যবস্থা বিদ্যমান নাই, ছাত্র/ছাত্রীদের নিজেদের ব্যক্তিগত ব্যবস্থাপনায় থাকা/খাওয়ার ব্যবস্থা করতে হবে।
- কোর্স সমাপান্তে ০১ (এক) বছর ইন্টানীশীপ প্রশীক্ষণ গ্রহণ করিতে হইবে।
- ভর্তি সংক্রান্ত যেকোন ব্যাপারে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।
- ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভাতাদি/টিএ, ডিএ প্রদান করা হইবে না। প্রয়োজনে যোগাযোগ : ০১৭১১-৩৪৫৮৬৯
Nitor Physiotherapy Admission 2024 Circular
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান ভর্তি পরীক্ষা ২০২৪