পদ্মা সেতু ও বাংলাদেশ-পদ্মা ব্রিজের সকল তথ্যাবলি

বাংলাদেশ দক্ষিণ-এশিয়ার ছোট উন্নয়নশীল দেশ। আয়তনের তুলনাই অনেক বেশি জনসংখ্যা । বর্তমান সরকার স্বাস্থ্য, অবকাঠামো , কৃষি, যোগাযোগব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে এমন কিছু পদক্ষেপ নিছে যা দেশকে বদলে দিতে সহায়তা করবে।

পদ্মা বহুমুখী সেতু বাংলাদেশের যোগাযোগ ব্যাবস্থাকে আরও একধাপ  উপরে নিয়ে গেছে । পৃথিবীর আধুনিক প্রযুক্তি ও প্রকৌশলী দ্বারা এটি নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে এই প্রকল্প বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। দুই স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট দ্বারা চার লেনের সড়ক ,উপরে যানবাহন আর নিচে ট্রেন চলবে।

পদ্মা সেতু ও বাংলাদেশ

পদ্মা বহুমুখী সেতুর বিবরণ

নদীঃ পাদ্মা নদীর উপর।

নামঃ পাদ্মা বহুমুখী সেতু।

ব্যায়ঃ প্রায় ৩০০০ কোটি টাকা।

চুক্তি বদ্ধ কোম্পানিঃ চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এর আওতাধীন চায়না মেজর ব্রিজ কোম্পানি।

ভিত্তি প্রস্তর স্থাপনঃ ৪ জুলাই ২০০১।

নির্মাণ কাজ শুরুঃ ৭ ডিসেম্বর ২০১৪

বহন সমুহঃ যানবাহন ও ট্রেন (ডাবল গেজ)।

মিলিত স্থানঃ শরিয়তপুরের জাজিরা এবং মুন্সীগঞ্জের মাওয়া

মোট দৈর্ঘ্যঃ ৬.১৫ কিলোমিটার

প্রস্থঃ ১৮.২০ মিটার।

পিলারঃ ৪২ টি( নদীতে ৪০ টি)

সেতুর উচ্চতাঃ ১৩.৬ মিটার।

পানির স্তর থেকে উচ্চতাঃ ৬০ ফুট

ভায়াডাক্টঃ দুই প্রান্তে মোট ৩.১৮ কিলোমিটার

ভায়াডাক্ট পিলারঃ ৮১ টি

প্রতি পিলারের জন্য পাইলিংঃ৬ টি

মোট পাইলিংঃ২৬৪ টি

পাইলিং গভিরতাঃ ৩৮৩ ফুট

সংযোগ সড়কঃ দুই প্রান্তে ১৪ কিলোমিটার

নদী শাসনঃ দুই পাড়ে ১২ কিলোমিটার

জনবল নিয়োগঃপ্রায় ৮০০০ হাজার

নির্মাণ কাজ শেষ হবেঃ২০২৩ সালের ডিসেম্বর

পাদ্মা সেতুতে যা যা থাকবেঃ গ্যাস, বিদ্যুৎ,   অপটিক্যাল ফাইবার সংযোগ পরিবহন সুবিধা,চার লেন সড়ক।


পদ্মা সেতুর দৈর্ঘ্য কত,পদ্মা সেতুর বাজেট,পদ্মা সেতু কোন জেলায় অবস্থিত,পদ্মা সেতুর পিলার কয়টি,পদ্মা সেতু বিসিএস,পদ্মা সেতু রচনা,পদ্মা সেতু কত কিলোমিটার,পদ্মা সেতু নিয়ে প্রশ্ন,পদ্মা সেতু রচনা pdf,পদ্মা সেতু অনুচ্ছেদ,পদ্মা সেতু অনুচ্ছেদ রচনা,পদ্মা সেতু অর্থায়ন,পদ্মা সেতু অর্থনীতি,পদ্মা সেতু ও বাংলাদেশ রচনা,পদ্মা সেতু ও অর্থনীতি,পদ্মা সেতু আয়তন,পদ্মা সেতু তথ্য,পদ্মা সেতুর উন্নয়নে সম্ভাবনা,পদ্মা সেতু খরচ কত,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com