গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি কার্যক্রম হলো পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ক্যাপিটাল মার্কেট, বীমা খাত এবং মাইক্রোক্রেডিট খাতের সঙ্গে সম্পর্কিত আইন ও নীতি সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে। এ বিভাগ পুঁজির পর্যাপ্ততা সংক্রান্ত নীতি নির্ধারণ এবং বিদ্যমান নীতি ও কর্মসূচীর পর্যালোচনা সংক্রান্ত কার্যক্রম সমন্বয় করে।
এ ছাড়াও বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ), সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ), বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, (BMDF) এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ইত্যাদির মত বিভিন্ন সংস্থায় প্রদত্ত বিদেশী ঋণ ও অন্যান্য সহায়তার যথাযথ ব্যবহার বিষয়ে তদারকি করাও এ বিভাগের গুরুত্বপূর্ণ কাজ। এ বিভাগের অধীন্স্থ বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমী (BIA) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (BICM) দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে।
প্রতিষ্ঠান :পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন- পিকেএসএফ
বেতনঃ নিয়ম অনুযায়ী বেতন ও সুযোগ সুবিধা
আবেদনপত্র পাঠানোর শেষ সময়ঃ ২২ ও ২৫ মার্চ ২০২১ পর্যন্ত
বিস্তারিত দেখুন নিচের নিয়োগ বিজ্ঞপ্তি থেকেঃ
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি

Source: JiJiDin, 10 March 2021
Application Deadline: 25 March 2021
Source: Ittefaq, 10 March 2021
Application Deadline: 22 March 2021
Visit pksf Official Website: pksf-bd.org
MSS NGO Job Circular 2021
আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার-এ নিয়োগ
এই সপ্তাহের সকল চাকরির খবর দেখুন। ( এখানে ক্লিক করে )
✔✔ সরকারি চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন –এখানে ক্লিক করুন।
✔✔ বেসরকারি/কোম্পানি চাকরির সকল নিয়োগ দেখুন –এখানে ক্লিক করুন।
আরো নতুন জব অফার জানতে আমাদের সোশ্যাল মিডিয়া পাতায় একটিভ থাকতে পারেনঃ
আমাদের অফিসিয়াল ফেসবুক পেজঃ কে এফ প্ল্যানেট ফেসবুক পাতা
সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, সব চাকরির নিয়োগের শর্ত হচ্ছে- অভিজ্ঞতা। কিন্তু যারা সদ্য পাস করা, তাদের কি অবস্থা হবে? আমি প্রায়ই কোম্পানি অথবা এনজিও এর নিয়োগগুলো দেখি।। প্রায় সবগুলোতেই দেখি শুধু 3/4 বছরের অভিজ্ঞতা চায়। কিন্তু আমি সদ্য অনার্স পাস করেছি, আমার অভিজ্ঞতা নেই। আমার কি করা উচিত?
অনেকগুলাই বিনা অভিজ্ঞতায় সার্কুলার থাকে। খুজে খুজে সেগুলা আগে চেষ্টা করুন।
ভাইয়া আমার একটি চাকরি দরকার।আমি মাস্টার্স কমপ্লিট করেছি।বর্তমানে বেকার।মুক্তাগাছা থানায় একটি চাকরি দরকার।জানাবেন প্লিজ।মোবাইল ০১৮২——–
I am Raman.
Dear All
I have to informed to all i need one good job
I was out of country and i came to vacation. And the corona pandemic i can not go back so now i have big problem to bear my family.
I therefore pray please kindly any boby help me please Please.
Thanks