পায়রা বন্দর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, ১০ ডিসেম্বর প্রকাশ হয়েছে। আবেদন করতে পারবেন আগামী ৩০ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। সর্বোচ্চ ৩০ ও ৪০ বছর বয়স হলেও পায়রা বন্দরে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
বন্দর কর্তৃপক্ষ চাকরি হলো বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান। পায়রা বন্দর কর্তৃপক্ষ তরুণ ও উদ্যমী চাকরি প্রার্থীদের খুঁজছে। পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি 2023 এর জন্য আবেদন করতে চাইলে পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। পায়রা বন্দর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সংক্রান্ত সকল তথ্য নিচে দেয়া হলোঃ
পায়রা বন্দর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ১০ ডিসেম্বর ২০২৩ |
জব টাইপ | বন্দরে চাকরির খবর |
কোন ধরনের চাকরি? | সরকারি চাকরি ফুলটাইম |
বেতন স্কেল | ৮,২৫০-২০,০১০/- ২২,০০০-৫৩,০৬০/- |
সুবিধা | সরকারি সকল সুযোগ সুবিধা |
জব পোস্টিং | কলাপাড়া, পটুয়াখালি |
স্মারক নং | ১৮.২১.৭৮৬৬.০০১.১১.০৫৯.২৩.৭৬১ |
মোট শূন্য পদ | ০৭ টি |
অভিজ্ঞতা | পদভেদে অভিজ্ঞতা |
পড়াশোনার দক্ষতা | ৮ম শ্রেনি, এসএসসি,এইচএসসি,স্নাতক |
লিঙ্গ | Both (Male & Female) |
জেলা | সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন |
আবেদনের মাধ্যম | অনলাইনে |
আবেদন ফি | ১০০,২০০,৩০০,৫০০,৬০০ টাকা |
আবেদনের লিংক | ppa.teletalk.com.bd |
আবেদন শুরু | ১৭/১২/২৩ |
আবেদনের শেষসীমা | ৩০/১২/২৩ |
অফিশিয়াল ওয়েবসাইট | www.ppa.gov.bd |
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি 2023
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি 2023 অনুসারে ৮,২৫০-২০,০১০/- টাকা থেকে ২২,০০০-৫৩,৬০/- টাকা বেতনে ০৭ টি পদে নিয়োগ দিবে। পদভেদে বয়সসীমা ৩০,৩৫,৪০ বছর হলেও আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পক্রিয়াসহ বিস্তারিত জানুন নিচ থেকেঃ
আরো যে সব পোস্ট দেখতে পারেনঃ
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি
চট্টগ্রাম বন্দরের চাকরির খবর -নিয়োগ বিজ্ঞপ্তি
পায়রা বন্দর নিয়োগ বিজ্ঞপ্তি
মংলা বন্দরে চাকরি- সার্কুলার দেখুন
পায়রা বন্দর জব সার্কুলার আবেদন পক্রিয়া
- আগ্রহী প্রার্থীগণ ppa.teletalk.com.bd এর ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন ও জমা দিতে পারবেন।
- উক্ত লিংকে প্রবেশ করে Click here to Apply Online এ ক্লিক করুন।
- আবেদন ফরমে ক্লিক করলে সকল পদসমূহ দেখতে পারবেন। আপনার পছন্দের পদে ক্লিক করুন।
- আপনার কাঙ্ক্ষিত পদে ক্লিক করলে Alljobs Premium Member এর একটি নোটিফিকেশন শো করবে। আপনি প্রিমিয়াম মেম্বার হলে Yes আর না হলে No দিন।
- Yes বা No দিয়ে NEXT করার পর আবেদন ফর্মটি দেখতে পারবেন। Application form এর নিচে আপনার পদটি দেখতে পারবেন।
- Departmental Status Information এ Govt. Employee সিলেক্ট করে আপনার তথ্য দেয়া শুরু করুন। আপনার নাম, বাবার নাম, ও মা এর নাম ইংরেজিতে ও বাংলায় লিখুন।
- এরপর আপনার জন্মতারিখ দিন। জাতীয়তা, ধর্ম, লিঙ্গ সিলেক্ট করার আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার ইনপুট করুন
- জাতীয় পরিচয়পত্র না থাকলে NO দিয়ে Birth Registration অপশন থেকে Yes দিয়ে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা লিখুন।
- পাসপোর্ট থাকলে yes দিয়ে পাসপোর্ট আইডি নাম্বারটা ইনপুট করুন। বৈবাহিক অবস্থা, আপনার মোবাইল নাম্বার, আবার আপনার একই মোবাইল নাম্বার ইমেইল দিয়ে পরের ধাপে চলে যান।
- আপনার কোন কোটাধারী হলে সেটি সিলেক্ট করুন। এরপর ঠিকানাতে চলে যান।
- বর্তমান ও স্থায়ী ঠিকানার জায়গায় ভালোভাবে আপনার এড্রেসগুলা এন্ট্রি করুন।
- আপনার পড়াশোনার ডিগ্রি সিলেক্ট করে সকল তথ্য সঠিকভাবে দিন। অভিজ্ঞতার অপশন দরকার হলে টিক চিহ্ন দিয়ে সেটি পূরণ করুন।
- সকল তথ্য সঠিকভাবে দিয়েছেন কিনা একবার চেক করুন। এরপর সিকুরিটি কি বসিয়ে দিন। I declare that অপশনে টিক চিহ্ন দিয়ে আপনার আবেদনপত্র সাবমিট করুন।
- অনলাইনের ছবি ও স্বাক্ষর আপলোড সফলভাবে সম্পন্ন করার পর, কম্পিউটারে এপ্লিকেশন প্রিভিউ দেখতে পারবেন। তারপর আপনি একটি ইউজার আইডি পাবেন।
- এছাড়া ছবি,স্বাক্ষরযুক্ত আবেদন পত্রের একটি অনলাইন কপি পাবেন। সেটি প্রিন্ট বা ডাউনলোড করে পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
- আবেদনপত্র সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। ইউজার আইডি ব্যাবহার করে টেলিটক সিমে ০২ এসএমএস করে আবেদন ফি সফলভাবে জমা দিতে হবে।
- আবেদন চলবে ০৭-০৯-২০২৩ থেকে ৩০-১২-২০২৩ রাত ১২:০০ টা পর্যন্ত।
- উক্ত সময়সীমার মধ্যে ইউজার প্রাপ্ত প্রারথীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী ৭২ বোহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
Payra Port Job Circular 2023
Source: Daily Ittefaq, 12 December 2023
Application Deadline: 30 December 2023
পায়রা বন্দর কি সরকারি?
উত্তরঃ পায়রা বন্দর একটি সরকারি বন্দর। পরিচালনা করার জন্য সরকার পায়রা বন্দর কর্তৃপক্ষকে দায়িত্ব দিয়েছে।
পায়রা বন্দর কোথায় অবস্থিত?
বাংলাদেশের বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় পায়রা বন্দর অবস্থিত। টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়ায় রাবনাবাদ নদীর তীরে অবস্থিত।
পায়রা বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
রাবনাবাদ নৌ-চ্যানেলের পশ্চিম তীরে পায়রা গভীর সমুদ্রবন্দরের অবস্থান। তবে গুগোল ম্যাপ অনুযায়ী ধানখালীর নদীর রাবনাবাদ নৌ-চ্যানেলের নিকটে।
- পায়রা বন্দর নিয়োগ পরীক্ষার সময়সূচি
- পায়রা বন্দরের নিয়োগ পরীক্ষার ফলাফল
Sir
need job
Rigger supervisor
I am 10 years experience qatar Rouhis port.. UAE Dodsal co.KSA L&T co.
amr job need khub beshi proyojon plz hlo me