পিসিডি এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি 2023: প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি এনজিও তে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। PCD একটি বেসরকারী এনজিও সংস্থা ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। পাবনা জেলার চাটমোহর উপজেলায় প্রথম শুরু হয়েছিলো।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এনজিও বিষয়ক ব্যুরো, বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত এনজিও”PCD NGO’।মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি নিবন্ধিত বাংলাদেশ ব্যাংক কর্তৃক। দেশের মানুষের অরক্ষিত, সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নের জন্য বেশ কিছু উন্নয়ন কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করছে।
প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুসারে এইচএসসি স্নাতক পাসে আবেদন করতে পারবেন। যোগ্য ও অভিজ্ঞ চাকরি প্রার্থীদের কাছ থেকে স্বহস্তে আবেদন পত্র আহবান করছে পিসিডি। সকল পদের জন্য দুপুরের খাওয়ার টাকা দেয়া হবে।
স্থায়ী বেতন কাঠামো,বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি ও স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে। আগামী ৩০ নভেম্বর ২০২৩ এর মধ্যে আবেদন পাঠানোর জন্য বলা হয়েছে। Programme for Community Development pcd job circular নিচে দেয়া হলোঃ
পিসিডি এনজিও চাকরির বিজ্ঞপ্তি 2023
কোন ধরনের চাকরি? | দেশের বেসরকারি এনজিও চাকরি |
এনজিওর নাম | প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি |
চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ | ১০ নভেম্বর ২০২৩ |
কত ধরনের পদ | ০৮ ধরনের পদ |
মোট পদসংখ্যা | ১৭০ টি পদে |
বয়সসীমা | ৩০,৩৫,৪০,৪৫ বছর |
অভিজ্ঞতা | পদভেদে বিনা অভিজ্ঞতা, ০১,০৫ বছর |
বেতন | ২০,৪০০-৫৫,৭৫০/- |
আবেদন পাঠানোর নিয়ম | স্বহস্তে ডাকযোগে |
আবেদন পাঠানোর শেষ তারিখ | ৩০ নভেম্বর ২০২৩ |
অফিশিয়াল সাইট | https://pcdbd.org |
Source: 10 November. Prothom Alo
Application Deadline: 30 November 2023
- সরকারি চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন –এখানে
- বেসরকারি/কোম্পানি চাকরির সকল নিয়োগ দেখুন –এখানে
- সকল ঔষধ কোম্পানিতে চাকরির খবর ২০২৩ জেনে নিন এক পোস্ট থেকেই
Jahangir
আমার চাকরিটা খুব প্রয়োজন,, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান