Skip to content

পেট্রোবাংলার অধীনে নিয়োগ পরীক্ষার সময়সূচী,ফলাফল ও সকল নোটিশ!

  বাংলাদেশের প্রেক্ষাপটে গ্যাস কোম্পানির চাকরী খুবই আকর্ষণীয়। অনেকের ইচ্ছা থাকে কোন গ্যাস কোম্পানিতে ক্যারিয়ার গঠন করতে। গ্যাস কোম্পানিতে বেতন খুব ভাল পাওয়া যায়। এই অনুচ্ছেদে প্রধান বিষয় হল পেট্রোবাংলার অধীনে জালালাবাদ, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড নিয়োগ পরীক্ষার সময়সূচি।

  দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে গ্যাসভিত্তিক শিল্প-কারখানার বিকাশের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৯৯৯ সালের ২৯ নভেম্বরে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর একটি গ্যাস বিতরণ কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে। কোম্পানিটি  অত্যন্ত দক্ষতার মাধ্যমে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, বাঘাবাড়ি, বেড়া, সাঁথিয়া, শাহজাদপুর, পাবনা, ঈশ্বরদী, বগুড়া, রাজশাহীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গ্যাস সরবরাহ করে থাকে।

  পেট্রোবাংলার অধীনে নিয়োগ পরীক্ষার সময়সূচী ও ফলাফল

  কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি নিয়োগ পরীক্ষার সময়সূচী

  বাংলাদেশ গ্যাস ফিল্ড নিয়োগ পরীক্ষার সময়সূচী 

  নোটিশ প্রকাশঃ ০৩ এপ্রিল ২০২২

  পরীক্ষার তারিখঃ ২১ এপ্রিল থেকে ১৫ মে ২০২২ পর্যন্ত

  পরীক্ষার সেন্টারঃ ঢাকা

   

  সিলেট গ্যাস ফিল্ড পরীক্ষার ফলাফল

   

  জালালাবাদ গ্যাস নিয়োগ পরীক্ষার সময়সূচী ২০২২ 

  জিটিসিএলের নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

  পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড নিয়োগ পরীক্ষার সময়সূচি 

  পরিক্ষার তারিখঃ  ১১ নভেম্বর ২০২১ , বৃহস্পতিবার

  সময়ঃ সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত।

   

  পদের নাম ও পরীক্ষার স্থান

  সহকারী প্রকৌশলী (সিভিল ইঞ্জিনিয়ারিং)

  রোল = ১৩০০০০১ থেকে  ১৩০০৯২৯  – ইসিই বিল্ডিং, বুয়েট ক্যাম্পাস, ঢাকা
  রোল = ১৩০০৯৩০ থেকে ১৩০১১৯৫ – এমই বিল্ডিং, বুয়েট ক্যাম্পাস, ঢাকা

  সহকারী প্রকৌশলী ( ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং)

  রোল =  ১৪০০০০১ থেকে ১৪০০৯১৪ -ইসিই বিল্ডিং, বুয়েট ক্যাম্পাস, ঢাকা
  রোল = ১৪০০৯১৫ থেকে ১৪০১১৮৪  – এমই বিল্ডিং, বুয়েট ক্যাম্পাস, ঢাকা

  সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং)

  রোল = ১৫০০০০১ থেকে ১৫০০২৩০  – এমই বিল্ডিং, বুয়েট ক্যাম্পাস, ঢাকা

  রোল = ১৫০০২৩১ থেকে ১৫০০৭৩৬ – সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং, বুয়েট ক্যাম্পাস, ঢাকা

  সহকারী প্রকৌশলী (মেটেরিয়াল এন্ড মাটালিউরজিক্যাল ইঞ্জিনিয়ারিং)

  রোল = ১৬০০০০১ থেকে ১৬০০০৩৩ – এমই বিল্ডিং, বুয়েট ক্যাম্পাস, ঢাকা

  উপ-সহকারী প্রকৌশলী (সিভিল ইঞ্জিনিয়ারিং)

  রোল = ১৯০০০০১ থেকে ১৯০০১৯৩ – এমই বিল্ডিং, বুয়েট ক্যাম্পাস, ঢাকা
  রোল = ১৯০০১৯৪ থেকে ১৯০০৭৪৪- সিভিল ইঞ্জিনিয়ারিং বিন্ডিং, বুয়েট ক্যাম্পাস, ঢাকা
  রোল = ১৯০০৭৪৫ থেকে ১৯০০৯৯৮ -ওল্ড একাডেমিক বিল্ডিং, বুয়েট ক্যাম্পাস, ঢাকা
  রোল = ১৯০০৯৯৯  থেকে ১৯০১০৬২- ইউআরপি বিল্ডিং বুয়েট ক্যাম্পাস, ঢাকা
  রোল = ১৯০১০৬৩ থেকে ১৯০১১৪৬ -আর্কিটেকচার বিল্ডিং, বুয়েট ক্যাম্পাস, ঢাকা
  রোল =  ১৯০১১৪৭ থেকে ১৯০১৩২২ -সেন্ট্রাল লাইব্রেরি বিল্ডিং, বুয়েট ক্যাস্পাস, ঢাকা
  রোল = ১৯০১৩২৩ থেকে ১৯০১৩৫৯ – ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস, ঢাকা

  উপ-সহকারী প্রকৌশলী ( ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং)

  রোল =  ২০০০০০১ থেকে ২০০০৭২২- ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস, ঢাকা

  উপ-সহকারী প্রকৌশলী ( মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং )

  রোল = ২১০০০০১ থেকে ২১০০০৫৫ – সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং বুয়েট ক্যাম্পাস, ঢাকা
  রোল = ২১০০০৫৬ থেকে ২১০০৩১৭ – ওল্ড একাডেমিক বিল্ডিং, বুয়েট ক্যাম্পাস, ঢাকা
  রোল = ২১০০৩১৮ থেকে ২১০০৩৮১ – ইউআরপি বিল্ডিং, বুয়েট ক্যাম্পাস, ঢাকা
  রোল =  ২১০০৩৮২ থেকে ২১০০৪৬৫ – আর্কিটেকচার বিল্ডিং, বুয়েট ক্যাম্পাস, ঢাকা
  রোল = ২১০০৪৬৬ থেকে ২১০০৬৭৯ – সেন্ট্রাল লাইব্রেরি বিল্ডিং, বুয়েট ক্যাস্পাস, ঢাকা
  রোল = ২১০০৬৮০ থেকে ২১০১০১০-  ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস, ঢাকা

  উপ-সহকারী প্রকোশলী (কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং)

  রোল =  ২২০০০০১ থেকে ২২০০২০৬- ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস, ঢাকা

   

   

  Leave a Reply

  Your email address will not be published.