ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ পেয়েছে জাতীয় দৈনিক ও ফায়ার সার্ভিসের অফিসিয়াল সাইটে। আমরাও চেষ্টা করেছি সবার আগে ক্লিয়ার বিজ্ঞপ্তি সংগ্রহ করে চাকুরি প্রার্থীদের মাঝে পৌঁছে দেয়া যায় কিনা। ০১ লক্ষ বেতনে স্নাতক, স্নাতকোত্তর, সমমান পাসে ০১ পদে ফায়ার সার্ভিস নিয়োগ ২০২৪ দেখুন নিচ থেকে।
বৃটিশ সরকারের সময় ১৯৩৯-৪০ ফায়ার সার্ভিস প্রতিষ্ঠা লাভ করে। ভারত বিভক্তের পর বাঙ্গালিদের জন্য বেঙ্গল ফায়ার সার্ভিস সৃষ্টি হয়। তখন এটিকে পূর্ব পাকিস্তান ফায়ার সার্ভিস নামকরণ করা হয়। ১৯৮২ সালে তৎকালীন ফায়ার সার্ভিস পরিদপ্তর, সিভিল ডিফেন্স পরিদপ্তর এবং সড়ক ও জনপথ বিভাগের উদ্ধার পরিদপ্তর-এই তিনটি পরিদপ্তরের সমন্বয়ে বর্তমান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরটি গঠিত হয়।
ফায়ার সার্ভিস নিয়োগ ২০২৪ সার্কুলার
ফায়ার ফাইটার ও ড্রাইভার পদে ফায়ার সার্ভিস নিয়োগ ২০২৪ সার্কুলার প্রকাশ হয়েছে। ফায়ার সার্ভিস নিয়োগের জন্য আবেদনের করতে পারবেন ৩০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত। আবেদনের নুন্যতম যোগ্যতা হলো, ২৫ বছর সরকারি চাকরির অভিজ্ঞতা।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সকল নিয়োগ পরীক্ষার সময়সূচী ও ফলাফল প্রকাশ করে থাকি আমরা। কেএফ প্ল্যানেট সকল সরকারি চাকরির খবর প্রকাশ করে সবার আগে। সরকারি জব সার্কুলার ক্যাটাগরি /বেসরকারি ক্যাটাগরি ও কোম্পানি জব ক্যাটাগরি থেকে আপনার পছন্দমত চাকরি খুঁজে নিন। ফায়ার সার্ভিসে চাকরির সপ্ন পূরণ করতে নিচে দেয়া বিজ্ঞপ্তি অনুরসণ করে এপ্লিকেশন করুন ও পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
চাকরির ধরণ | সরকারি অধিদপ্তরে চাকরি |
বিজ্ঞপ্তি প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৪ |
পদের নাম | এমডি |
বেতন স্কেল | ১,২০,০০০/- |
পদ সংখ্যা | ০১ টি পদে |
পড়াশোনার যোগ্যতা | স্নাতক, স্নাতকোত্তর |
বয়স সীমা | ১৮-৩০ বছর |
আবেদন শুরু | ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ইং |
আবেদনের সময়সীমা | ৩০ ফেব্রুয়ারি ২০২৪ ইং |
ওয়েবসাইট | http://www.fireservice.gov.bd |
Source: Daily Sun, 03 February 2024
Application Deadline: 30 February 2024
ফায়ার সার্ভিসফায়ার ফাইটার নিয়োগ ২০২৪
পদের নামঃ ফায়ার ফাইটার ( পুরুষ)
পদের সংখ্যাঃ ১১১ টি
শারীরিক যোগ্যতাঃ উচ্চতা নুন্যতম ০৫ ফুট ৬ ইঞ্চি, নুন্যতম বুক ৩২ ইঞ্চি
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত হতে হবে।
শারীরিক গঠনঃ ত্রুটি মুক্ত হতে হবে।
অগ্রাধিকার পয়েন্টঃ অধিকতর উচ্চতা,সুঠাম ও ফিটনেস দেহের অধিকারীদের অগ্রাধিকার দেয়া হবে।
ফায়ার সার্ভিস ড্রাইভার নিয়োগ ২০২৪
পদের নামঃ ড্রাইভার (অবিবাহিত)
পদের সংখ্যাঃ ৩৮ টি
শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে ৮ম শ্রেণি/জেএসসি পাশ
অভিজ্ঞতাঃ ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী ও অভিজ্ঞতাসম্পন্ন।
বেতন স্কেলঃ ৯,৭০০-২৩,৪৯০ টাকা
ফায়ার সার্ভিসের অনলাইনে আবেদনের নিয়মাবলী
- http://fscd.teletalk.com.bd এই ওয়েবসাইটে ভিসিট করে সহজেই আবেদনপত্র পূরণ করতে পারবেন।
- আবেদনের সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে sms এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
- সাইন/স্বাক্ষর দৈর্ঘ্য ৩০০ পিক্সেল ও প্রস্থ ৮০ পিক্সেল হতে হবে।
- সাম্প্রতিক সময়ে তোলা রঙিন ছবির দৈর্ঘ্য ৩০০ পিক্সেল ও প্রস্থ ৩০০ পিক্সেল স্ক্যান করে Upload করতে হবে।
- ছবির সাইজ ১০০ কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সবাের্চ ৬০ কিলোবাইট এর মধ্যে হতে হবে।
- অনালাইনে আবেদন পত্র সাবমিট করার পুর্বে ভালোভাবে চেক করে নিন ও পরে এককপি ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন।
SMS করার নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান
- সফলভাবে আবেদন করার পর User ID ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত User ID নম্বর ব্যবহার করে আবেদন ফি দিতে পারবেন।
- যে কোন টেলিটক নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ ৫০/- টাকা, Teletalk চার্জ বাবদ ৬/- টাকা মােট ৫৬/- টাকা ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন।
প্রথম এসএমএসঃ
FSCD<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: FSCD ABCDEF Reply:
Applicant’s Name, TK-56)- will be charged as an application fee. Your PIN is 12345678.
To pay fee Type FSCD <Space> Yes <Space> PIN and send to 16222.
দ্বিতীয় এসএমএসঃ
SMS FSCD <space> Yes <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: FSCD YES 12345678 Reply:
Congratulations Applicant’s Name, payment completed successfully for FSCD
Application for post XXXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXXX).
আবেদনের জন্য যে সব বিষয় খেয়াল রাখা উচিৎ
- উক্ত সময়ের পরে পৌছানো আবেদন গ্রহণযোগ্য হবে না। কাগজপত্র যাচাই বাছাই করে যোগ্য প্রার্থিদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র প্রদান করা হবে।
- সরকারি/আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিজীবীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং তাদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য নয় ।
- কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে (স্থায়ী ঠিকানা, দাখিলকৃত সনদপত্র, আবেদনপরে উল্লিখিত অন্যান্য তথ্য, কোটা প্রমাণের তথ্যাদি) চাকরিতে নিয়োগ প্রাপ্ত হলে এবং পরবর্তীতে যে কোন সময় প্রমাণিত হলে সংশ্লিষ্ট নিয়োগাদেশ বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
- নিয়োগের ক্ষেত্রে চলমান সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরিবর্তিত ক্ষেত্র প্রযোজ্য বিধি-বিধান (সর্বশেষ) অনুসরণ করা হবে। প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
- পদ সংখ্যা কম/বেশি, আবেদনপত্র গ্রহণ/বাতিল ও সংরক্ষণনহ নিয়োগ বিজ্ঞপ্তির যেকোন অংশ পরিবর্তন ও সংশোধনের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন এবং নিয়োগ প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি তোলা করা যাবে না।
ডাকযোগে আবেদনের শর্ত
- প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ঢাকা এর অনুকূলে ১-৭৩৬১-০০০০-২০৩১ কোড নম্বরে ট্রেজারি চালানের মাধ্যমে (বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে (ট্রেজারি শাখায়) জমা করে ট্রেজারি চালানের মূল কপি (পোস্টাল অর্ডার, ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার গ্রহণযোগ্য নয়) আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং আবেদনপত্র প্রেরিত খামের উপরে আবেদনকৃত পদের নাম উল্লেখ থাকতে হবে।
- পরীক্ষার ফি বাবদ জমাকৃত ট্রেজারি চালানের মৃলকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং প্রবেশপত্র প্রেরণনহ যেকোন পত্র যোগাযোগের নিমিত্ত আবেদনকারীর নিম্ন ঠিকানাযুক্ত ৯*৪ সাইজের ফেরত বামসহ ফেরত খামে ১০ টাকা মূল্যের ডাক টিকেট খামের ডান পাশে প্রাপকের নাম, ঠিকানা লেখা থাকতে হবে।
ফায়ার ফাইটার এর কাজ কি?
ফায়ার সাইরেন বা সংকেত শোনার সাথে সাথে আগুন নেভানোর কাজে যোগ দেয়া। দমকল বাহিনী নামেও অভিহিত করা হয়।
ফায়ার সার্ভিস কোন মন্ত্রনালয়ের অধীনে?
ফায়ার সার্ভিস বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জরুরি কাজ পরিচালনার দায়িত্ব থাকা একটি বাহিনী। জনগণের সেবায় থাকা একটি সেবামূলক প্রতিষ্ঠান এটি।
ভাই ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স চাকরি কবে থেকে শুরু করে। তার সঠিক তথ্য আমাকে জানাবেন এবং ফায়ার ম্যানের।
ফায়ার ম্যান বিজ্ঞপ্তি সামনে আসবে।
Application for Fire Service Job
AMI OFFICE SOHAOK PODE JOB KORTE CHAI.SSC SCIENCE 4.33