বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি 2023 – বঙ্গবন্ধু স্কলারশিপ বিজ্ঞপ্তি ও আবেদনের নিয়ম ২০২৪

পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ খুবই ছোট একটি দেশ। দরিদ্র এদেশের একটি বড় সমস্যা। অর্থের অভাবে অনেক ছাত্র-ছাত্রী অল্প বয়সে ঝরে পরে।অসহায় গরিব মানুষের সামর্থ নেই ,সংসার চালিয়ে তাদের বাচ্চাদের লেখাপড়া করানো । একটি জাতিকে উন্নতির শিখরে আরোহন করার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই।  বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষাখাতের উন্নতির জন্য অনেক অর্থ ব্যয় করছে। শিক্ষা মানুষের একটি মৌলিক চাহিদা, শিক্ষা ছাড়া জাতিকে উন্নতি করা কখন ও সম্ভব না। হত দরিদ্র ও মেধাবি ছাত্র-ছাত্রীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রধান মন্ত্রী শেখ হাসিনা শিক্ষা সহায়তা ট্রাস্ট বৃত্তি চালু করেন। এই বৃত্তির মাধ্যমে অসহায় গরীব মেধাবি ছাত্র-ছাত্রিদের লেখা পড়ার সাহাজ্য করা হয়। 

বঙ্গবন্ধু স্কলারশিপ বিজ্ঞপ্তি ও আবেদনের নিয়ম ২০২৩

আজ আমরা কিভাবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট বৃত্তি কিভাবে আবেদন করতে হয় , সে বিষয় গুলো আপনাদের সামনে খুব সুন্দর ভাবে  তুলে ধরব

সরকারী শিক্ষা বৃত্তি কিঃ সরকার কতৃক গরীব অসহায় মেধাবী ছাত্র-ছাত্রিদের লেখাপড়ার জন্য যে অর্থ দেওয়া হ্য,সেটাকে সরকারী শিক্ষা বৃত্তি বলা হয়। শিক্ষা বৃত্তি প্রতি বছর দেওয়া হয়। এই বৃত্তি সবাই কে দেওয়া হয় না, শুধুমাত্র গরীব এবং মেধাবী ছাত্র-ছাত্রিদের দেওয়া হয়।

বঙ্গবন্ধু স্কলার বৃত্তি প্রদানঃ বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষে এই বৃত্তি প্রদান করা হবে। ২৩ ফেব্রুয়ারি ২০২৩ এই বৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এটি মূলত স্নাকোত্তর শ্রেণীর অসহায় গরীব মেধাবী ছাত্র-ছাত্রিদের দেওয়া হবে।

বৃত্তির উদ্দেশ্যঃ শিক্ষা বৃত্তির দেওয়ার সরকারের কিছু উদ্দেশ্য আছে ,সেজন্য সরকার প্রতি বছর এই বৃত্তি প্রদান করে

  • ছাত্র-ছাত্রির ভর্তির হার  বৃদ্ধি
  • দারিদ্র্য বিমোচন এবং জেন্ডার সমতা অর্জন;
  • সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন
  • চাকুরির সুযোগ এবং উপার্জন ক্ষমতা বৃদ্ধি

বৃত্তির নামঃ বঙ্গবন্ধু স্কলার

উদ্যোগকারী প্রতিষ্ঠানঃ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

 সহায়তাকারী প্রতিষ্ঠানঃ  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ,শিক্ষা মন্ত্রালয় 

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অফিশিয়াল সাইটঃ  www.pmet.govt.bd

যে উপলক্ষে বৃত্তি প্রদান করা হবেঃ শেখ মুজিবরের জন্ম শত বার্ষিক উপলক্ষে এই বৃত্তি প্রদান করা হবে। এটাকে বিশেষ বৃত্তি ও বলা যায়, কারণ শেখ মুজিবরের জন্ম শত বার্ষিক এর উপলক্ষে এই বৃত্তি দেওয়া হবে।

কোন ছাত্র-ছাত্রিদের দেওয়া হবেঃ দেশের সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্নাকোত্তর(Post Graduation) ছাত্র-ছাত্রিদের এই বৃত্তি দেওয়া হবে। এই বৃত্তির মাধ্যমে গরীব মেধাবী ছাত্র-ছাত্রি একটু হলেও তাদের উপকারে আসবে।

আবেদন শুরুঃ ১ এপ্রিল

আবেদন শেষ তারিখঃ আবেদনের শেষ তারিখ ১৫ এপ্রিল, এর মধ্যে আবেদন করতে হবে

আবেদনের নিয়মঃ  প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট বৃত্তি আবেদনের কিছু নিয়ম আছে , যে নিয়ম গুলো মেনে আপনাকে আবেদন করতে হবে।

  • প্রথমে ট্রাস্টের ওয়েব সাইটে গিয়ে আবেদন ফরম বের করতে হবে
  • ফরমে যে তথ্য চাইবে সেগুলো ভালভাবে পূরণ করতে হবে
  • সঠিক ও নিভুল তথ্য দিতে হবে
  • সব কিছু নিভুল ভাবে পূরণ করার পর ফরমটি ডাক যোগে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে

আবেদনের শর্তবলিঃ ইচ্ছা করলে সবাই এই বৃত্তি পাবে না।  বৃত্তি পাওয়ার কিছু শর্ত মানতে হবে। চলুন দেখে নেওয়া যাক সে শর্ত গুলি

  • সরকারী অথবা বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিশ্চয়তা অথবা ভর্তিকৃত এমন শিক্ষার্থীগন বঙ্গবন্ধু স্কলার হিসেবে বিবেচিত হবে
  • বৃত্তির জন্য এস এস সি ও এইচ এস সি তে অবশ্যই জিপিএ ৫ এবং স্নাতকে জিপিএ/সিজিপিএ  ৩.৭০(স্কেল ৪.০০ ক্ষেত্রে) পেতে হবে
  • শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে নিয়মিত হতে হবে
  • অত্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী র বিষয়ে অবগত থাকবে

 

আবেদন ফরম যে ভাবে পাঠাবেনঃ আবেদন ফরম র্নিভুল ভাবে পূরণ করার পর ভালভাবে দেখে নিবেন কোথাও ভুল গিয়েছে কিনা,দেখার পর

  • খামের ভিতর আবেদন ফরম সুন্দরভাবে ভরে দিতে হবে
  • ব্যবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নং-৪৪, সড়ক নং ১২/এ, ধানমন্ডি, ঢাকা ১২০৯ এই বরাবর ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে হবে
  • নির্ধারিত তারিখ বা সময়ের পর প্রাপ্ত কোন আবেদনপত্র বিবেচিত হবে না

স্কলারশিপের অধিক্ষেত্রঃ প্রত্যক অধিক্ষেত্র থেকে একজন মেধাবী অসহায় দরিদ্র শিক্ষার্থী  বঙ্গবন্ধু স্কলার প্রদান করা হবে

ক্রমিক নং                            স্কলারশিপের অধিক্ষেত্র
    ০১    সামাজিক বিজ্ঞান (Social science)
    ০২     কলা ও মানবিক  (Arts and Humanities)
   ০৩     ব্যবসায় শিক্ষা (Business Studies)
   ০৪     আইন (Law)
   ০৫     ভৌত বিজ্ঞান (Physical Science)
   ০৬     ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (Engineering & Technology)
   ০৭     বিজ্ঞান (Science)
   ০৮    জীব বিজ্ঞান (Biological Science)
   ০৯    শিক্ষা ও উন্নয়ন (Education & Development)
   ১০    চিকিৎসা (Medicine)
   ১১    চারুকারু (Fine Arts)
   ১২    কৃষি বিজ্ঞান (Agricultural Science)
  ১৩    মাদরাসা শিক্ষা ( Madrasha Education)

 

 

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বৃত্তি ২০২৩

A4gonQ1
visa.kfplanet.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com