বস্ত্র অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [বেতন গ্রেড ১৩,১৬]

গ্রেড ১৩,১৬ বেতনে বস্ত্র অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ হয়েছে। বস্ত্র অধিদপ্তরে  আপনার ক্যারিয়ার গড়তে চাইলে আমাদের বস্ত্র অধিদপ্তরে  চাকরি বিজ্ঞপ্তি পোস্টটা মনোযোগ দিয়ে পড়ুন। বস্ত্র অধিদপ্তরে নিয়োগ ছাড়াও বাংলাদেশের সকল সরকারি প্রাইভেট চাকরির সার্কুলার KFPlanet এ সবার আগে পোস্ট করা হয়।

আপনার কাঙ্ক্ষিত জব সার্কুলার পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিসিট করুন আর আপনার কাছের বন্ধুদের সাথে শেয়ার করুন। বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন পক্রিয়া দেখুন নিচ থেকে।

বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বস্ত্র অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তিতে ০৪ ধরনের ১৮৩ টি পদে  নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উল্লেখিত পদের জন্য পদভেদে বেতন গ্রেড ১৩,১৬ হবে। এইচএসসি,স্নাতক পাস করে থাকলে আবেদনের জন্য যোগ্য হবেন। 

নিয়োগের শিরোনামবস্ত্র অধিদপ্তর
কোন মন্ত্রণালয়ের অধীনেবস্ত্র ও পাট মন্ত্রণালয় অধীন নিয়োগ
জবের ধরনঃসরকারি চাকরি 
বিজ্ঞপ্তি প্রকাশ০৩ অক্টোবর ২০২৩
বিজ্ঞপ্তির উৎসজাতীয় দৈনিক পত্রিকা
মোট পদ সংখ্যা০২ টি পদে
কত ক্যাটাগরি০২ ক্যাটাগরির পদে
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক 
বয়সসীমা১৮-৩০ বছর বয়স হতে হবে।
আবেদনপত্র দেয়ার মাধ্যমসম্পুর্ন ডাকযোগে
আবেদন ফি১০০ টাকা (সার্ভিস চার্জসহ)
আবেদন ফি জমাদানপোস্টাল অর্ডার
আবেদন শুরু হবে০৫ অক্টোবর,সকাল ১০ টা 
আবেদনের শেষ তারিখ০২ নভেম্বর ২০২৩, বিকাল ০৫ টা 
অফিশিয়াল ওয়েবসাইটhttp://www.dot.gov.bd

পাট ও বস্ত্র মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি

বস্ত্র অধিদপ্তর চাকরির বিজ্ঞপ্তি ২০২৩ 

  1. আবেদন শুরু হবে ০৫ অক্টোবর ২০২৩ সকাল ১০ টা থেকে
  2. আবেদনপত্র জমাদান শেষ হবে ০২ নভেম্বর ২০২৩, বিকাল ০৫ টার মধ্যে

alokito bangladesh

 

Source: Daily Alokito Bangladesh, 04 October 2023

Application Deadline: 02 November 2023 

 

 

আবেদনের পদ্ধতি ও শর্তাবলীঃ 

  1.   জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ০১ (এক) পাতার ফরমে স্বহস্তে লিখিত আবেদন করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিসহ উক্ত ফরমটি বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইট হতে ডাউনলোড করা যাবে।
  2.  এক জন প্রাথী ষে কোন একটি পদে আবেদন করতে পারবে। আবেদনপত্র উপরের ঠিকানা বরাবর আবেদনকরতে হবে এবং সকল দরখাস্ত আগামী ০২/০৯/২০২৩ খ্রি: তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে পৌছাতে হবে।
  3.  দরখাস্তের সাথে শুধুমাত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নোমার্তিত সীলসহ) সম্প্রতি তোলা পাসর্পোট সাইজের ০১ (এক) কপি রঙ্গিন ছবি আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে এবং দুই কপি ছবি স্ট্যাপলার দিয়ে লাগিয়ে দিতে হবে।
  4.  আবেদনের সাথে ১০০/-টাকার পোস্টাল অর্ডার (অফেরত যোগ্য) দাখিল করতে হবে।
  5.  আগামী ০২/১১/২০২৩ খ্রি: তারিখে প্রার্থার বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধদের নাতি-নাতনির ক্ষেত্রেবয়সসীমা ৩০ বছর।
  6.  সরকারি, আধাসরকারি ও স্থায়ভশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাষথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনুমতির কপি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।
  7.  প্রচলিত বিধি অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে কোটা নীতি প্রযোজ্য হলে) অনুসরণ করা হবে।
  8.  খামের উপর প্রকল্পের নাম ও পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে এবং আবেদন পত্রের সাথে ১০ টাকার ডাকটিকিটসহ ফেরতখাম পাঠাতে হবে।
  9.  অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র নং- ০৭.১১১.০৩১.০১.০০.০০৫.২০১০-১৫, তারিখ: ১৪.০১.২০১৬ খ্রি: এর কে) এর আলোকে
    বেতন-ভাতাদি প্রদান করা হবে।
  10.  লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার ভ্রমণভাতা বা দৈনিক ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না।
  11.  এই নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদনপত্র গ্রহণ বা বাতিল, নিয়োগ প্রদান করা/না করা বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তচুড়ান্ত বলে গণ্য হবে।
  12. যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই বিজ্ঞপ্তি জারী করা হলো।

🔎 শিক্ষা,চাকরি,লাইফ স্টাইল টিপস সহ সকল খবর সবার আগে জানতে 

KFPlanet ফেসবুক পেজ   📰 Gᴏᴏɢʟᴇ Nᴇᴡsটেলিগ্রাম চ্যানেল ফলো করুন 👉 Youtube চ্যানেল সাবস্ক্রাইব করুন। যে কোন সার্কুলার ডাউনলোড করতে আমাদের Mobile APP ইন্সটল করুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com