বাংলাদেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ সমূহ – বিস্তারিত

বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ

বাংলাদেশে  সরকারের সরাসরি ব্যবস্থাপনাধীনে পরিচালিত মেডিকেল কলেজগুলোই হচ্ছে সরকারি মেডিকেল কলেজ।  ১৯৪৬ সালে ব্রিটিশ শাসনামলে ঢাকার বকশিবাজারে প্রথম প্রতিষ্ঠিত হয়  ঢাকা মেডিকেল কলেজ এদেশের প্রথম সরকারি পর্যায়ে চিকিৎসা বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠা। বর্তমানে এর সংখ্যা ৩০ টি।

বাংলাদেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ সমূহ

বাংলাদেশের মেডিকেল কলেজ সমূহ
visa.kfplanet.com

বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন। 

i)ঢাকা বিভাগ
ঢাকা বিভাগে সরকারি ব্যবস্থাপনায় মোট ১০ টি মেডিকেল কলেজ পরিচালিত হয়; এগুলো হলোঃ

১।ঢাকা মেডিকেল কলেজ,
২।ফরিদপুর মেডিকেল কলেজ,
৩।টাঙ্গাইল মেডিকেল কলেজ,
৪।মানিকগঞ্জ মেডিকেল কলেজ,
৫।শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা
৬।শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর
৭।শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ
৮।শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ, গোপালগঞ্জ
৯।স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা
১০।মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।

ii)খুলনা বিভাগ
খুলনা বিভাগে সরকারি ব্যবস্থাপনায় মোট ৫টি মেডিকেল কলেজ পরিচালিত হয়; এগুলো হলোঃ

১।খুলনা মেডিকেল কলেজ,
২।যশোর মেডিকেল কলেজ,
৩।কুষ্টিয়া মেডিকেল কলেজ,
৪।সাতক্ষীরা মেডিকেল কলেজ,
৫।মাগুরা মেডিকেল কলেজ।

iii)চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম বিভাগে সরকারি ব্যবস্থাপনায় মোট ৬টি মেডিকেল কলেজ পরিচালিত হয়; এগুলো হলোঃ

১।আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী
২।চট্টগ্রাম মেডিকেল কলেজ,
৩।কুমিল্লা মেডিকেল কলেজ,
৪।কক্সবাজার মেডিকেল কলেজ,
৫।রাঙ্গামাটি মেডিকেল কলেজ,
৬।চাঁদপুর মেডিকেল কলেজ।

iv)বরিশাল বিভাগ
বরিশাল বিভাগে সরকারি ব্যবস্থাপনায় মোট ২টি মেডিকেল কলেজ পরিচালিত হয়; এগুলো হলোঃ

১।পটুয়াখালী মেডিকেল কলেজ,
২।শের-ই-বাংলা মেডিকেল কলেজ।

V)রাজশাহী বিভাগ
রাজশাহী বিভাগে সরকারি ব্যবস্থাপনায় মোট ৫টি মেডিকেল কলেজ পরিচালিত হয়; এগুলো হলোঃ

১।পাবনা মেডিকেল কলেজ,
২।রাজশাহী মেডিকেল কলেজ,
৩।শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ,
৪।শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ,
৫।নওগাঁ মেডিকেল কলেজ।

vi)রংপুর বিভাগ
রংপুর বিভাগে সরকারি ব্যবস্থাপনায় মোট ৩টি মেডিকেল কলেজ পরিচালিত হয়; এগুলো হলোঃ

১।দিনাজপুর মেডিকেল কলেজ,
২।রংপুর মেডিকেল কলেজ,
৩।নীলফামারী মেডিকেল কলেজ।

vii)সিলেট বিভাগ
সিলেট বিভাগে সরকারি ব্যবস্থাপনায় মোট ৩টি মেডিকেল কলেজ পরিচালিত হয়; এগুলো হলোঃ

১।সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ
২।সুনামগঞ্জ মেডিকেল কলেজ
৩।শেখ হাসিনা মেডিকেল কলেজ

viii)ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ বিভাগে সরকারি ব্যবস্থাপনায় মোট ৩টি মেডিকেল কলেজ পরিচালিত হয়; এগুলো হলোঃ

১।ময়মনসিংহ মেডিকেল কলেজ,
২।শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর
৩।নেত্রকোনা মেডিকেল কলেজ

 

বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ

বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজের তালিকা  হচ্ছে বাংলাদেশে সরাসরি সরকারের ব্যবস্থাপনা ব্যতীত বেসরকারি ট্রাস্ট বা ব্যক্তি-মালিকানাধীনে পরিচালিত মেডিকেল কলেজসমূহের তালিকাকে নির্দেশ করা হচ্ছে। ঢাকার ধানমন্ডিতে অবস্থিত বাংলাদেশ মেডিকেল কলেজ এ ধরনের প্রথম প্রতিষ্ঠান। যেটি ১৯৮৬ সালে বাংলাদেশ সরকারের অনুমোদন লাভ করে।পরবর্তীতে আরও অনেকগুলো বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়।বাংলাদেশের বে-সরকারি মেডিকেল কলেজ এর সংখ্যা বর্তমানে ৬৫টি।

বিভিন্ন বিভাগের বেসরকারি মেডিকেল কলেজ সমূহঃ 

i)ঢাকা বিভাগ
ঢাকা বিভাগে বেসরকারি মেডিকেল কলেজ ৩৫টি।এগুলো হলোঃ-

১।আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ,
২।আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ,
৩।বাংলাদেশ মেডিকেল কলেজ,
৪।বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ,
৫।সিটি মেডিকেল কলেজ,
৬।ডেল্টা মেডিকেল কলেজ,
৭।ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ,
৮।ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ,
৯।ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ,
১০।ড: সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ,
১১।ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ,
১২।নর্দার্ন মেডিকেল কলেজ,
১৩।এনাম মেডিকেল কলেজ,
১৪।ডায়াবেটিক এসোশিয়েশন মেডিকেল কলেজ, ফরিদপুর
১৫।গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ,
১৬।ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্সেস,
১৭।গ্রিন লাইফ মেডিকেল কলেজ,
১৮।হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ,
১৯।ইবনে সিনা মেডিকেল কলেজ,
২০।ইব্রাহিম মেডিকেল কলেজ,
২১।ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ,
২২।জহরুল ইসলাম মেডিকেল কলেজ,
২৩।কুমুদিনী মহিলা মেডিকেল কলেজ,
২৪।মার্কস মেডিকেল কলেজ,
২৫।মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটাল,
২৬।এম.এইস সমরিতা মেডিকেল কলেজ,
২৭।মুন্নু মেডিকেল কলেজ,
২৮।নাইটিঙ্গেল মেডিকেল কলেজ,
২৯।নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ,
৩০।পপুলার মেডিকেল কলেজ,
৩১।শাহাবুদ্দীন মেডিকেল কলেজ,
৩২।শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ,
৩৩।তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ,
৩৪।উত্তরা আধুনিক মেডিকেল কলেজ,
৩৫।জেড. এইচ. সিকদার মহিলা মেডিকেল কলেজ।

ii)চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম বিভাগে বেসরকারি মেডিকেল কলেজ ৮টি।এগুলো হলোঃ-

১।বি.জি.সি. ট্রাস্ট মেডিকেল কলেজ,
২।সেন্ট্রাল মেডিকেল কলেজ,
৩।চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ,
৪।ইস্টার্ন মেডিকেল কলেজ,
৫।ময়নামতি মেডিকেল কলেজ,
৬।সাউদার্ন মেডিকেল কলেজ,
৭।ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি।
৮।আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লা

iii)খুলনা বিভাগ
খুলনা বিভাগে বেসরকারি মেডিকেল কলেজ ৪টি। এগুলো হলোঃ-

১।আদ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ,
২।গাজী মেডিকেল কলেজ,
৩।খুলনা সিটি মেডিকেল কলেজ।
৪।আর্মি মেডিকেল কলেজ, যশোর

iv)সিলেট বিভাগ
সিলেট বিভাগে বেসরকারি মেডিকেল কলেজ ৫ টি।এগুলো হলোঃ-

১।জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ,
২।নর্থ ইস্ট মেডিকেল কলেজ,
৩।পার্কভিউ মেডিকেল কলেজ,
৪।দুররে সামাদ রহমান উইমেন্স রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ,
৫।সিলেট উইমেন্স মেডিকেল কলেজ।

v)রাজশাহী বিভাগ
রা জশাহী বিভাগে বেসরকারি মেডিকেল কলেজ ৬টি। এগুলো হলোঃ-

১।বারিন্দ মেডিকেল কলেজ,
২।ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ,
৩।খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ,
৪।উত্তর বঙ্গ মেডিকেল কলেজ,
৫।শাহ মখদুম মেডিকেল কলেজ,
৬।টি.এম.এস.এস. মেডিকেল কলেজ।

vi)রংপুর বিভাগ
রংপুর বিভাগে বেসরকারি মেডিকেল কলেজ ৬টি।এগুলো হলোঃ-

১।প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল,
২।রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ,
৩।নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল,
৪।কছির উদ্দিন মেমরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল,
৫।রংপুর ডেন্টাল কলেজ,
৬।রংপুর আর্মি মেডিকেল কলেজ।

vii)ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ বিভাগে বেসরকারি মেডিকেল কলেজ ৩টি । এগুলো হলোঃ-

১।কমিউনিটি বেজড মেডিকেল কলেজ, বাংলাদেশ,
২।জহুরল ইসলাম মেডিকেল কলেজ,
৩।প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ|


বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ কয়টি,বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজে পড়ার খরচ,বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ সমূহ,বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজ কয়টি,বাংলাদেশে মোট সরকারি মেডিকেল কলেজ কয়টি,বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজের তালিকা,বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কত,বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ কতটি,বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির নোটিশ ২০২৩,বেসরকারি মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি,বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা,বেসরকারি মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২১,বেসরকারি মেডিকেল কলেজ র ্যাংকিং,বেসরকারি মেডিকেল কলেজ চট্টগ্রাম,বেসরকারি মেডিকেল কলেজ বাংলাদেশ,private medical college ranking in bangladesh 2023,medical college ranking in bangladesh 2023,private medical college ranking in bangladesh 2023,bangladesh medical college fees,netrokona medical college,list of approved private medical college in bangladesh,private medical college fees,list of private medical college in dhaka city,kfplanet.com,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com