বাংলাদেশ যাকাত বোর্ড এর অফিশিয়াল নোটিশ নিয়ে আজকের পোস্ট। ইসলামিক ফাউন্ডেশন যাকাত নোটিশ ২০২৩ নিচে সংযুক্ত করা হয়েছে। সরকারি যাকাত ফান্ডে সরকারিভাবে যাকাত দেয়ার নিয়ম নিচে হলো।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ যাকাত বোর্ড পরিচালিত হয়। পরিচালনার দায়িত্ব পালন করে ইসলামিক ফাউন্ডেশন। বাংলাদেশ যাকাত বোর্ড আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকাতে অবস্থিত।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যাকাতের অর্থ-সম্পদ যখন অন্য কোন সম্পদের সাথে মিশে যায় তখন তা এ সম্পদকে ধ্বংস করে দেয় (মুসনাদে বায্যার)।
বাংলাদেশ যাকাত বোর্ডের যাকাত নোটিশ ২০২৩
- দেশের সকল সিডিউল ব্যাংকের সকল শাখায় “সরকারি যাকাত ফান্ড” এর নির্দিষ্ট একাউন্টে
যাকাতের টাকা জমা দেয়া যায়। - ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়ে যাকাতের টাকা নগদে/চেকের
মাধ্যমে জমা নেয়া হয়। - সরকারি যাকাত ফাল্তে প্রাপ্ত অর্থ পবিত্র কুরআনে বর্ণিত খাত অনুযায়ী শরিয়াহ
মোতাবেক বিতরণ করা হয়। - যাকাতের অর্থ সম্পূর্ণ আয়করমুক্ত।
- বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও সাময়িক কর্মহীনদের জরুরী সহায়তা, দুষ্থ, গরিব
- অসহায়দের চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থান কাজে যাকাতের অর্থ শরীয়তসম্মতভাবে বিতরণ করা
হয়ে থাকে। - যাকাতের অর্থ জেলা ও উপজেলা যাকাত কমিটির মাধ্যমে বিতরণ করা হয়।
- যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন, ২০২৩-এর আলোকে দেশবরেণ্য আলেমগণের
- পরামর্শক্রমে সরকারি যাকাত ফান্ডের কার্ত্রম পরিচালিত হয়ে থাকে।
- সরকারি যাকাত ফান্ডে যাকাত দিন, আর্ত-মানবতার সেবায় অংশ নিন।
- সরকারি যাকাত ফান্ডে যাকাত দিন, দারিদ্য বিমোচনে অংশ নিন।
সোনালী ব্যাংক লিঃ যাকাত ফান্ড
(সোনালী ব্যাংক লিঃ, বায়তুল মোকাররম শাখা, ঢাকা চলতি হিসাব নম্বর-০১০৪২০০০০৬৮০২-তে কেন্দ্রীয়ভাবে যাকাতের অর্থ জমা নেয়া হয়।
প্রচারেঃ সদস্য-সচিব, যাকাত বোর্ড, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও
মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন, আগারগীও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।