বাংলাদেশ হাই টেক পার্ক বৈদেশিক প্রশিক্ষণ বিজ্ঞপ্তি

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন কালিয়াকৈর হাই-টেক পার্ক (এবং অন্যান্য হাই-টেক পার্ক) –এর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সরকারিভাবে দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন কোর্সের অধীনে  তরুণ তরুণীকে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের এই প্রকল্পটি । আমাদের প্রধান আলোচ্য বিষয় হল বাংলাদেশ হাই টেক পার্ক বৈদেশিক প্রশিক্ষণ বিজ্ঞপ্তি।  

দেশের তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দেয়া ছাড়াও প্রশিক্ষণ সুবিধা সৃষ্টির জন্য প্রয়োজনীয় অবকাঠামোর ব্যবস্থা রাখা হয়েছে। এই প্রশিক্ষণের পর মেধাক্রম অনুসারে জাপানে ১ সপ্তাহে শিক্ষা সফর করতে পারবেন, এই উদ্দেশ্যে ১০০ জনের একটি প্যানেল তৈরি করা হবে।

বাংলাদেশ হাই টেক পার্ক বৈদেশিক প্রশিক্ষণ বিজ্ঞপ্তি

এই প্রকল্পের মাধ্যমে মূলত সফটওয়্যার শিল্পের সাথে সম্পর্কিত লোকবলকে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণের অন্যতম লক্ষ্যই হলো, হাই-টেক পার্ক/সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপিত বা অবস্থিত শিল্প প্রতিষ্ঠানের জনবলের সক্ষমতা বৃদ্ধি করা।

বাংলাদেশ হাই টেক পার্ক বৈদেশিক প্রশিক্ষণ বিজ্ঞপ্তির বিস্তারিত তুলে ধরব

গুরুত্বপূর্ণ কিছু তথ্য

আবেদন শুরুঃ  ২/১১/২০২৩

আবেদনের করার শেষ তারিখঃ ১৬/১১/২০২৩

আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ।

আবেদনের লিংকঃ https://erecruitment.bcc.gov.bd

আবেদন ফিঃ আবেদন করতে ফি লাগেব = ১১২ টাকা

আবেদনের যোগ্যতাঃ

  • যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ETE/EEE/CSE/ECE/ICT/IT/SE/CS/Mechatronics বিষয়ে গ্রাজুয়েট সম্পুর্ন।
  • CGPA 3.00 পেতে হবে Out of 4.00 এর মধ্যে।

 

বিষয় সমূহঃ

প্রশিক্ষণের কিছু নিদিষ্ট বিষয় আছে , সে বিষয় গুলি হল

  • IT Fundamental
  • IT Security
  • Artificial Intelligence(AI)
  • Internet of Things (IOT)
  • Blockchain
  • 5G
  • Digital Transformation (DX)

 

প্রশিক্ষণের সম্ভাব্য সময়সূচি

  • অনলাইন প্রশিক্ষণ শুরু: ১লা জানুয়ারি, ২০২৩
  • দৈনিক সসমসুচীঃ সোম -শুক্র সেকাল ৮.০০ ঘাটিকা  বিকাল ৩.০০ ঘটিকা পর্যন্ত।
  • প্রশিক্ষণের মেয়াদ: ৩ (তিন) মাস।

শর্তাবলীঃ

  • ৩৯ ডিসেম্বর, ২০২৩ খ্রি. তারিখে প্রার্থীর বয়স অনূর্ধদ ৩৫ পেয়ত্রিশ) বছর হতে হবে।
  •  অনলাইনে আবেদনে করতে হবে ।
  • আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।
  • প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রা্ীর প্রার্থাতা বাতিল করা হবে
  • প্রার্থাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে
  •  লিশ্বিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে মৌোশ্বিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ দেই) কপি রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, নাগরিক সনদ ও জাতীয় পরিচয়পাত্রের ফটোকপি দিতে হবে।

 

 

BJAYdjV
visa.kfplanet.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com