Skip to content

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৪ প্রকাশিত (আপডেটেড)

  উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩ প্রকাশ হয়েছে। BOU HSC পরীক্ষার রুটিন 2023 দেখতে ও পিডিএফ ডাউনলোড করতে আমাদের বাউবি এইচএসসি পরীক্ষার রুটিন 2023 পোস্টটি পড়ুন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচ এস সি রুটিন ২০২৩ ইমেজ আকারেও পেয়ে যাবেন। যে সকল শিক্ষার্থী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, সে সকল শিক্ষার্থী আমাদের সাইট টি দেখতে পারেন।

  একসাথে সকল এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩-মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড,উন্মুক্ত

  বাংলাদেশে শিক্ষার প্রসারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনেক গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের দেশে অনেক কর্মজীবি আছে , যারা সময়ের অভাবে পড়াশুনা চালিয়ে যেতে পারেন না , তাদের শিক্ষা চালিয়ে যেতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সুদুরপ্রসারী ভুমিকা পালন করে আসছে।  উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি পরীক্ষার সময়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি পরীক্ষার তারিখসহ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি রুটিন ২০২৩ এর সকল তথ্য পেয়ে যাবেন নিচে।

  উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি পরীক্ষা ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং ০৫ নভেম্বর ২০২৩ তারিখে শেষ হবে। সকাল ১০ টা থেকে ১২ আর দুপুর ০২ টা থেকে ০৪ টা পর্যন্ত পরীক্ষা নেয়া হবে। বাউবি এইচএসসি পরীক্ষার রুটিন দেখুন নিচে। 

  উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি পরীক্ষার রুটিন 2023 কিছু তথ্য

  কোন পরীক্ষার রুটিনবাউবি এইচএসসি পরীক্ষা
  কোন বিশ্ববিদ্যালয়উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
  তাত্ত্বিক পরীক্ষা শুরু২৩/০৯/২০২
  তাত্ত্বিক পরীক্ষা শেষ২৯/১০/২০২৩
  ব্যাবহারিক পরীক্ষা শুরু৩০/১০/২০২
  ব্যাবহারিক পরীক্ষা শেষ০৫/১১/২০২৩
  ১ম পরীক্ষা শুরুর সময়সকাল ১০ টা থেকে
  ২য় পরীক্ষা শুরুর সময়দুপুর ২ টা থেকে
  প্রতি পরীক্ষার সময়০২ ঘণ্টা করে
  একদিনে পরীক্ষা হবে ২ টি

  বাউবি উন্মুক্ত এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩ নির্দেশনা

  • কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • এইচ.এস.সি পরীক্ষা-২০২৩ এ ১৪ ব্যাচ থেকে ২১ ব্যাচের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করতে পারবে ।
  • DeNovo রেজিস্ট্রেশনকৃত ১৫ ব্যাচের শিক্ষার্থীদের এইচ.এস.সি পরীক্ষা-২০২৩ এ অংশগ্রহণের ১ম সুযোগ এবং ১৪ ব্যাচের শিক্ষার্থীদের সর্বশেষ সুযোগ । এসকল শিক্ষার্থীগণও কেবলমাত্র প্রযোজ্য নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা দিবেন।
  • পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
  • শিক্ষার্থীদেরকে নিজ নিজ স্টাডি সেন্টারে যোগাযোগ করে পরীক্ষা কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে, তা জেনে নিতে হবে ।
  • ব্যবহারিক সম্বলিত বিষয়ে রচনামুলক, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
  • পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে বর্ণিত সময় পর্যন্ত চলবে । MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না।
  • পরীক্ষার সময়কালের জন্য মোবাইল ফোন বা সেল ফোন পরীক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অবৈধ ।
  • আইডি কার্ড বা প্রবেশপত্র ছাড়া কোনও পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
  • প্রতিটি পরীক্ষার্থীকে উত্তরপত্রের প্রচ্ছদ পৃষ্ঠায় আইডি নম্বর, বিষয় / কোর্সের নাম, অধ্যয়ন কেন্দ্র এবং পরীক্ষা কেন্দ্রের নামটি স্পষ্টভাবে লিখতে হবে।
  • পরীক্ষার্থীকে ব্যবহারিক পরীক্ষার তারিখ এবং সময় নিজের পরীক্ষার কেন্দ্র থেকে জানতে হবে।
  • পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের মোবাইল ফোন, ব্যাগ বা কোন ইলেকট্রনিক্স ডিভাইস সাথে রাখা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ।
  • ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে প্রদত্ত এ্যাসাইনমেন্টের নোট বুক জমা দিতে হবে । অন্যথায় ব্যবহারিক অংশে অকৃতকার্য ঘোষণা করা হবে ।
  • ব্যবহারিক (নোটবুক)-এর নম্বর সংশ্লিষ্ট সমন্বয়কারী আঞ্চলিক কেন্দ্রে জমা দানের ব্যবস্থা গ্রহণ করবেন।
  • কোনো কারণ দর্শানো ব্যতীত বাউবি কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারবে ।

  bou hsc

  বাউবি এইচএস সি পরীক্ষার রুটিনটি ডাউনলোড করতে চাইলে আমাদের এপ ইন্সটল করে ইমেজ ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করুন।

  এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩ pdf উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ঃ  https://bou.ac.bd/images/exam/hsc_sch_170822.pdf

  উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি রুটিন ২০২৩,উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি রুটিন 2023,উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩,উন্মুক্ত বিশ্ববিদ্যালয় hsc পরীক্ষার রুটিন ২০২৩,উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচ এস সি পরীক্ষার রুটিন,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রুটিন,

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *

  বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করতে পারেনঃ kfsoft@yahoo.com যে কোন প্রয়োজনেঃ kfplanetbd@gmail.com